18th January 2023 Current Affairs in Bengali | 18th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 18th January 2023 Current Affairs in Bengali | 18th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 18th January 2023 Current Affairs in Bengali | 18th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

18th January 2023 Current Affairs in Bengali | 18th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সম্প্রতি কোন স্থানে “26th National Youth Festival” -এর উদ্বোধন করা হয়েছে?

উত্তর:- কর্ণাটকের হুবলি

  1. সম্প্রতি কে “Pravasi Bharatiya Samman Award 2023” পুরষ্কারে সম্মানিত হলেন?

উত্তর:- থিরু এস. নাদেশান

  1. কোন রাজ্য সম্প্রতি ‘shared school bus system’ এবং কৃষি প্রতিক্রিয়া যানবাহন প্রকল্প চালু করেছে?

উত্তর:- মেঘালয়

  1. সম্প্রতি কোন সংস্থা ‘গ্লোবাল রিস্কস রিপোর্ট 2023’ প্রকাশ করেছে?

উত্তর:- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (World Economic Forum).

  1. সম্প্রতি “বরুণ 2023” নামক নৌ মহড়া কোন দুই কোন দেশের মধ্যে হলো?

উত্তর:- ভারত ও ফ্রান্স

  1. সম্প্রতি কোন দেশে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শুরু হয়েছে?

উত্তর:- সুইজারল্যান্ড

  1. বিশ্বের সবচেয়ে বড় হকি স্টিক তৈরি করেছেন সুদর্শন পট্টনায়েক, তিনি কোন রাজ্যের বাসিন্দা?

উত্তর:- ওড়িশা

  1. সম্প্রতি প্রকাশিত ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স 2023’ -এর শীর্ষে আছে কোন দেশ?

উত্তর:- জাপান

  1. সম্প্রতি কে নাসার প্রধান প্রযুক্তিবিদ হিসেবে নিযুক্ত হলেন?

উত্তর:- A C Charaniya

  1. 2023 সালে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতা কে জিতলেন?

উত্তর:- আর’বনি গ্যাব্রিয়েল

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।