Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 19th January 2023 Current Affairs in Bengali | 19th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 19th January 2023 Current Affairs in Bengali | 19th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
19th January 2023 Current Affairs in Bengali | 19th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি কোন সংস্থা “খাদ্যের পরিপূরকগুলির উপর সমীক্ষা” প্রকাশ করেছে?
উত্তর:- FSSAI
- কেরালার কোন জেলাকে ভারতের প্রথম সংবিধান-সাক্ষর জেলা হিসাবে গণ্য করা হয়েছে?
উত্তর:- এরনাকুলাম (Ernakulam).
- সম্প্রতি ভারতের কোন রাজ্য ডট ফেস্ট ফেস্টিভ্যাল আয়োজন করেছে?
উত্তর:- ওড়িশা
- কোন দেশ সম্প্রতি বিশ্বের সবচেয়ে কঠোর তামাক বিরোধী আইন কার্যকর করেছে?
উত্তর:- মেক্সিকো
- সম্প্রতি কোন দেশ সরকারি কর্মীদের অবসরের বয়স সীমাসীমা ৬২ থেকে বাড়িয়ে ৬৪ বছর করেছে?
উত্তর:- ফ্রান্স
- সম্প্রতি কোন কোম্পানি “Women’s IPL Media Rights” -এর দায়িত্ব পেয়েছে?
উত্তর:- Viacom18
- সম্প্রতি আর্মেনিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
উত্তর:- নীলাক্ষী সাহা সিনহা
- সম্প্রতি প্রকাশিত “Irrfan Khan: A Life in Movies” শিরোনামে বইটি কে লিখলেন?
উত্তর:- শুভ্র গুপ্ত
- সম্প্রতি ভারতের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) হিসেবে কে নিযুক্ত হয়েছে?
উত্তর:- পঙ্কজ কুমার সিং
- ভারতের প্রথম স্কুল অফ লজিস্টিকস, ওয়াটারওয়েজ এবং কমিউনিকেশন কোথায় চালু হয়েছে?
উত্তর:- আগরতলা
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।