ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম | India’s Largest Tallest Longest
■ ভারতের বৃহত্তম যাবতীয় বিষয়:-
- ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যানটির নাম লেখো।
উত্তরঃ ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যানটির হলো- ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনস (হাওড়া /পশ্চিমবঙ্গ)।
- ভারতের বৃহত্তম গির্জার নাম লেখো।
উত্তরঃ ভারতের বৃহত্তম গির্জার নাম হলো- ক্যাভালরি টেম্পল ক্যাথিড্রাল (গোয়া অবস্থিত)।
- ভারতের বৃহত্তম গম্বুজটির নাম লেখো।
উত্তরঃ ভারতের বৃহত্তম গম্বুজটির নাম হলো- গোল গম্বুজ (বিজাপুর/কর্ণাটক)।
- ভারতের বৃহত্তম গুহাটির নাম লেখো।
উত্তরঃ ভারতের বৃহত্তম গুহাটির নাম হলো- ইলোরা (মহারাষ্ট্র অবস্থিত)।
- ভারতের বৃহত্তম গুহা মন্দিরের নাম লেখো।
উত্তরঃ ভারতের বৃহত্তম গুহা মন্দিরের নাম হলো- অমরনাথ গুহা, এটি জম্বু ও কাশ্মীর অবস্থিত।
- ভারতের বৃহত্তম ঘন্টা কোনটি?
উত্তরঃ ভারতের বৃহত্তম ঘন্টার নাম হলো- উড়িষ্যা ঢেংকানলে অষ্টধাতুর ঘন্টাটি ভারতের বৃহত্তম ঘন্টা।
- ভারতের বৃহত্তম চিড়িয়াখানাটির নাম লেখো।
উত্তরঃ ভারতের বৃহত্তম চিড়িয়াখানাটির নাম হলো- জুলজিক্যাল গার্ডেনস, এটি কলকাতায় অবস্থিত 1 মে 1876 খ্রিস্টাব্দে প্রথম প্রদর্শন করা হয়।
- ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পটির নাম লেখো।
উত্তরঃ ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পটির নাম হলো- ন্যাপথা-ঝাকরি ( হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত)
- ভারতের বৃহত্তম বাণিজ্যিক জাহাজের নাম লেখো।
উত্তরঃ ভারতের বৃহত্তম বাণিজ্যিক জাহাজের নাম হলো- হর্ষবর্ধন।
- ভারতের বৃহত্তম জাদুঘরটির নাম লেখো।
উত্তরঃ ভারতের বৃহত্তম জাদুঘরটির নাম হলো- ইন্ডিয়ান মিউজিয়াম, এটি 1814 খ্রিস্টাব্দে কলকাতায় স্থাপিত হয়।
- বিশ্বের বৃহত্তম ডাকব্যবস্থা কোথায় গড়ে উঠেছে?
উত্তরঃ বিশ্বের বৃহত্তম ডাকব্যবস্থা গড়ে উঠেছে ভারতে।
- ভারতের বৃহত্তম গুরুদ্বারা কোথায় অবস্থিত?
উত্তরঃ ভারতের বৃহত্তম গুরুদ্বারাটি হলো- অমৃতসরের স্বর্ণমন্দির, এটি পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত।
- ভারতের বৃহত্তম তারামণ্ডল কোথায় স্থাপিত হয়েছে?
উত্তরঃ ভারতের বৃহত্তম তারামণ্ডল হলো- বিড়লা প্লানেটরিয়াম, এটি 2 জুলাই 1963 খ্রিস্টাব্দে কলকাতায় স্থাপিত হয়।
- ভারতের বৃহত্তম তৈল খনিটি কোথায় অবস্থিত?
উত্তরঃ ভারতের বৃহত্তম তৈল খনিটি হলো- মুম্বাই হাই (মুম্বাই)
- ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি?
উত্তরঃ ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি হলো- জামনগর, (এটি গুজরাট রাজ্যের কোয়ালির জামনগরে অবস্থিত)।
- ভারতের বৃহত্তম বিমানবাহী জাহাজের নাম লেখো?
উত্তরঃ ভারতের বৃহত্তম বিমানবাহী জাহাজের নাম হলো- আইএনএস ভিক্রান্ত।
- ভারতের বৃহত্তম যুদ্ধ জাহাজটির নাম লেখো।
উত্তরঃ ভারতের বৃহত্তম যুদ্ধ জাহাজটির নাম হলো- আইএনএস দিল্লি।
- ভারতের বৃহত্তম ব-দ্বীপ কোথায় কোথায় গড়ে উঠেছে?
উত্তরঃ ভারতের বৃহত্তম ব-দ্বীপ হলো- সুন্দরবন ব-দ্বীপ অঞ্চল, এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে 75,000 বর্গ কমি নিয়ে বিস্তৃত। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদ দ্বারা নির্মিত এই ব-দ্বীপ।
- ভারতের বৃহত্তম বাঁধটির নাম লেখো।
উত্তরঃ ভারতের বৃহত্তম বাঁধটির নাম হলো- ফারাক্কা ব্যারেজ, এটি পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে অবস্থিত, 2240 মিটার দীর্ঘ গঙ্গা নদীর ওপর নির্মিত।
- ভারতের বৃহত্তম বিদ্যালয়টির নাম লেখো।
উত্তরঃ ভারতের বৃহত্তম বিদ্যালয়টির নাম হলো- সিটি মন্টেসরি স্কুল, এটি উত্তরপ্রদেশের লখনও তে অবস্থিত। এই স্কুলের ছাত্রের আসন সংখ্যা প্রায় 39,437 জন ও শিক্ষকের সংখ্যা 2500 জন।
- ভারতের বৃহত্তম মরুভূমির নাম লেখো?
উত্তরঃ ভারতের বৃহত্তম মরুভূমির নাম হলো- থর মরুভূমি, রাজস্থানে অবস্থিত এটির আয়তন 200000 বর্গ কিমি।
- ভারতের বৃহত্তম মালভূমির নাম লেখো?
উত্তরঃ ভারতের বৃহত্তম মালভূমির নাম হলো- দাক্ষিণাত্য মালভূমি (দক্ষিণ ভারতে অবস্থিত)।
- ভারতের বৃহত্তম সংশোধনাগারটির নাম লেখো।
উত্তরঃ ভারতের বৃহত্তম সংশোধনাগারটির নাম হলো- দিল্লির তিহার জেল।
24.ভারতের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু কোনটি?
উত্তরঃ ভারতের বৃহত্তম ক্যান্টিলিভার সেতুটির নাম হলো- হাওড়া ব্রিজ, কলকাতা ও হাওড়ার মধ্যে অবস্থিত। এটি দীর্ঘ 2153 ফুট বা 457 মিটার।
- ভারতের বৃহত্তম স্তুপটির নাম লেখো।
উত্তরঃ ভারতের বৃহত্তম স্তুপটির নাম হলো- গ্রেট স্তুপ (সাঁচি /মধ্যপ্রদেশ)
26.ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদের নাম লেখো।
উত্তরঃ ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদের নাম হলো- উলার হ্রদ হল বৃহত্তম মিঠা জলের হ্রদ, এটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত।
- ভারতের বৃহত্তম হাসপাতালের নাম লেখো?
উত্তরঃ ভারতের বৃহত্তম হাসপাতালের নাম হলো- বি জে মেডিকেল হাসপাতাল, এটি গুজরাট রাজ্যের আমেদাবাদে অবস্থিত।
- ভারতের বৃহত্তম কার্ডিয়াক হাসপাতালের নাম লেখো?
উত্তরঃ ভারতের বৃহত্তম কার্ডিয়াক হাসপাতালের নাম হলো- এস্কর্টস হার্ট ইনস্টিটিউট, এটি নিউ দিল্লি অবস্থিত।
- ভারতের বৃহত্তম রেল স্টেশনটির নাম লেখো।
উত্তরঃ ভারতের বৃহত্তম রেল স্টেশনটির নাম হলো- ভিক্টোরিয়া টার্মিনাস বা ভিটি (মুম্বই অবস্থিত)।
- ভারতের বৃহত্তম গ্রন্থাগারটির নাম লেখো।
উত্তরঃ ভারতের বৃহত্তম গ্রন্থাগারটির নাম হলো- ন্যাশনাল লাইব্রেরি (কলকাতা)।
- ভারতের বৃহত্তম সমাধি সৌধটির নাম লেখো।
উত্তরঃ ভারতের বৃহত্তম সমাধি সৌধটির নাম হলো- তাজমহল (আগ্রা, উত্তর প্রদেশ)।
- ভারতের বৃহত্তম অডিটোরিয়ামের নাম লেখো?
উত্তরঃ ভারতের বৃহত্তম অডিটোরিয়ামের নাম হলো- শ্রী সম্মুখানন্দ হল (মুম্বাই ,মহারাষ্ট্র)।
- পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপের নাম লেখো।
উত্তরঃ পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপের নাম হলো- মাজুলী দ্বীপ।
- এশিয়ার বৃহত্তম ফুলের বাজার কোথায় অবস্থিত?
উত্তরঃ এশিয়ার বৃহত্তম ফুলের বাজার হলো- মল্লিক হাট, এটি অবস্থিত পশ্চিমবঙ্গের হাওড়াতে।
■ ভারতের উচ্চতম যাবতীয় বিষয়:-
- ভারতের উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্পের নাম লেখো?
উত্তরঃ ভারতের উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্পের নাম হলো- রংটং জলবিদ্যুৎ প্রকল্প, এটি হিমাচল প্রদেশের কিন্নাউর জেলায় অবস্থিত।
- ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গটির নাম লেখো।
উত্তরঃ ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গটির নাম হলো- গডউইন অস্টিন বা K2 , উচ্চতা ৮৬১১ মিটার উচ্চতা এটি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত।
- ভারতের উচ্চতম মিনারটির নাম লেখো।
উত্তরঃ ভারতের উচ্চতম মিনারটির নাম হলো- কুতুব মিনার (৮৮.৪ মিটার উচ্চতা)
- ভারতের উচ্চতম মূর্তিটির নাম লেখো।
উত্তরঃ ভারতের উচ্চতম মূর্তিটির নাম হলো- স্ট্যাচু অব ইউনিটি (এটি ভারত তথা বিশ্বের ও উচ্চতম মূর্তি, ১৮২ মিটার উচ্চতা সম্পন্ন সরদার বল্লভ ভাই প্যাটেল এর অনুকরণে গড়ে তোলা হয়েছে। প্রায় ২ হাজার ৯৯০ কোটি টাকা খরচ করে। এই মূর্তিটির নকশা তৈরি করেছেন পদ্মভূষণ প্রাপ্ত স্থপতি রাম ভি সূতর।)
- ভারতের উচ্চতম গেটওয়েটির নাম লেখো।
উত্তরঃ ভারতের উচ্চতম গেটওয়েটির নাম হলো- ফতেপুর সিক্রির ‘বুলন্দ দরওয়াজা’ (এটি আগ্রায় অবস্থিত এর উচ্চতা ১৭৫ ফুট, এটি ১৬০১ খ্রিস্টাব্দে আকবর নির্মিত করে। গুজরাট বিজয়ের স্মারক স্বরূপ এটি নির্মাণ করেন।
- ভারতের উচ্চতম বাঁধের নাম লেখো।
উত্তরঃ ভারতের উচ্চতম বাঁধের নাম হলো- তেহরি বাঁধ, এর উচ্চতা ২৬০.৫ মিটার এটি ২০০৬ সালে উত্তরাখণ্ডের গোড়োয়াল জেলায় ভাগীরথী নদীর ওপর নির্মাণ করা হয়েছে।
- ভারতের উচ্চতম ধাতুনির্মিত স্তম্ভটির নাম লেখো।
উত্তরঃ ভারতের উচ্চতম ধাতুনির্মিত স্তম্ভটির নাম হলো- অশোক স্তম্ভ।
- ভারতের উচ্চতম গিরিপথটির নাম লেখো।
উত্তরঃ ভারতের উচ্চতম গিরিপথটির নাম হলো- কার্গিল (জম্বু ও কাশ্মীর)।
- ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো।
উত্তরঃ ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম হলো- গারসোপ্পা জলপ্রপাত, এটির উচ্চতা ২৯২ মিটার এটি কর্নাটকে অবস্থিত।
- ভারতের উচ্চতম পোলিং বুথটির নাম লেখো।
উত্তরঃ ভারতের উচ্চতম পোলিং বুথটির নাম হলো- হিক্কিম (অবস্থিত হিমাচল প্রদেশে উচ্চতা ৫০০০ ফুট)।
- ভারতের উচ্চতম রেল স্টেশনটির নাম লেখো।
উত্তরঃ ভারতের উচ্চতম রেল স্টেশনটির নাম হলো- ঘুম (দার্জিলিংয়ে অবস্থিত এর উচ্চতা ২২৫৮ মিটার)।
- ভারতের উচ্চতম বিমানবন্দরটির নাম লেখো।
উত্তরঃ ভারতের উচ্চতম বিমানবন্দরটির নাম হলো- লে বিমানবন্দর, ৩২৫৬ মিটার উঁচুতে লাদাখে অবস্থিত।
- ভারতের উচ্চতম সড়ক পথটির নাম লেখো
উত্তরঃ ভারতের উচ্চতম সড়ক পথটির নাম হলো- খারডুংলা রোড, এটি জম্মু ও কাশ্মীরের লে- মানালি অঞ্চলে ৫৬০২ মিটার উঁচুতে অবস্থিত।
■ ভারতের দীর্ঘতম যাবতীয় বিষয়:-
- ভারতের দীর্ঘতম খালটির নাম লেখো।
উত্তরঃ ভারতের দীর্ঘতম খালটির নাম হলো- ইন্দিরা গন্ধি ক্যানাল বা রাজস্থান ক্যানাল, এটি ৯৫৯ কিমি দীর্ঘ।
- ভারতের দীর্ঘতম চিমনিটির নাম লেখো।
উত্তরঃ ভারতের দীর্ঘতম চিমনিটির নাম হলো- তালচের (৯১০.২ ফুট দীর্ঘ উড়িষ্যায় অবস্থিত)।
- ভারতের দীর্ঘতম টেলি সিরিয়ালের নাম লেখো।
উত্তরঃ ভারতের দীর্ঘতম টেলি সিরিয়ালের নাম হলো- ‘হামলোগ’ এটিতে ১৫৬ টি পর্ব রয়েছে।
- ভারতের দীর্ঘতম নদীটির নাম লেখো।
উত্তরঃ ভারতের দীর্ঘতম নদীটির নাম হলো- গঙ্গা নদী, এটি ২৫১০ কিমি দীর্ঘ।
- ভারতের দীর্ঘতম প্রাচীরটির নাম লেখো।
উত্তরঃ ভারতের দীর্ঘতম প্রাচীরটির নাম হলো- মেবার(রাজস্থান) এটি ৩৮.৫ কিমি দীর্ঘ।
- ভারতের দীর্ঘতম বাঁধের নাম লেখো।
উত্তরঃ ভারতের দীর্ঘতম বাঁধের নাম হলো- হিরাকুদ বাঁধ, এটির দৈর্ঘ্য ৪৮০১ মিটার ওডিশা মহানদীর উপর নির্মিত।
- ভারতের দীর্ঘতম বারান্দাটির নাম লেখো।
উত্তরঃ ভারতের দীর্ঘতম বারান্দাটির নাম লেখো হলো- রামনাথ স্বামীর মন্দিরের বারান্দা (রামেশ্বরম/তামিলনাড়ু) এটির ১২২০ মিটার দৈর্ঘ্য।
- ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটির নাম লেখো।
উত্তরঃ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটির নাম হলো- NH-44, 3745 কিমি দীর্ঘ । শ্রীনগর (জম্বু ও কাশ্মীর) থেকে কন্যাকুমারী (তামিলনাড়ু) পর্যন্ত রয়েছে।
- ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকতটির নাম লেখো।
উত্তরঃ ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকতটির নাম হলো- মেরিনা বিচ, এটি চেন্নাইয়ের বঙ্গোপসাগরের উপকূলে ১৩ দীর্ঘ নিয়ে সমুদ্র সৈকত।
- ভারতের দীর্ঘতম সুরঙ্গটির নাম লেখো।
উত্তরঃ ভারতের দীর্ঘতম সুরঙ্গটির নাম হলো- জওহর টানেল, এটি জম্মু ও কাশ্মীরের বানিহাল পাসে অবস্থিত।
- ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুটির নাম লেখো।
উত্তরঃ ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুটির নাম হলো- রাজীব গান্ধী সেতু, এটি ৫.৬ কিমি দীর্ঘ মুম্বাইয়ের বান্দ্রা-ওরলিতে অবস্থিত।
- ভারতের দীর্ঘতম কেবল ব্রিজটির নাম লেখো।
উত্তরঃ ভারতের দীর্ঘতম কেবল ব্রিজটির নাম হলো- বিদ্যাসাগর সেতু, এটি ২৭০০ ফুট দীর্ঘ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত।
- ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম লেখো।
উত্তর:- ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম হলো- কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ, এটি অবস্থিত ইন্দো পাক সীমানায় ৭৫.৬ কিমি লম্বা, ২-৪ কিমি চওড়া।