পশ্চিমবঙ্গ সংক্রান্ত কিছু অজানা কথা | Westbengal Related Some Important Questions Answers

পশ্চিমবঙ্গ সংক্রান্ত কিছু অজানা কথা | Westbengal Related Some Important Questions Answers

পশ্চিমবঙ্গ (Westbengal) হল ভারতের একটি অঙ্গরাজ্য। এই রাজ্যটির অবস্থান পূর্ব ভারতে বঙ্গোপসাগরের উত্তর দিকে। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, এই রাজ্যের জনসংখ্যা ছিল প্রায় ৯ কোটি ১৩ লক্ষেরও বেশি। জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য হিসেবে স্থান পেয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের আয়তন ৮৮,৭৫২ কিমি। এই রাজ্যে মূলত বাংলা-ভাষী বাঙালি জাতি অধিক পরিমাণে বসবাস করে। এই রাজ্যের পূর্ব দিকে অবস্থান করছে বাংলাদেশ রাষ্ট্র এবং উত্তর দিকে নেপাল ও ভুটান রাষ্ট্র অবস্থান করছে। এছাড়া ভারতের ওডিশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম ও অসম রাজ্যও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী রাজ্য। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরটি ভারতের সপ্তম বৃহত্তম মহানগরী হিসেবে স্থান পেয়েছে। ভৌগোলিক দিক থেকে দেখলে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, রাঢ় অঞ্চল ও উপকূলীয় সুন্দরবনের অংশবিশেষ এই রাজ্যের অন্তর্গত।

■ পশ্চিমবঙ্গের জেলা গুলির অবস্থান::

❏ উত্তরবঙ্গ -এই বিভাগে অবস্থিত:: কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং মালদা জেলা।

❏ বীরভূম-মুর্শিদাবাদ -এই বিভাগে অবস্থিত:: বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা।

❏ রাঢ় অঞ্চল -এই বিভাগে অবস্থিত:: বাঁকুড়া, বর্ধমান ও পুরুলিয়া জেলা।

❏ দক্ষিণপশ্চিম বাংলা -এই বিভাগে অবস্থিত:: পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা।

❏ দক্ষিণপূর্ব বাংলা -এই বিভাগে অবস্থিত:: কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগণা এবং দক্ষিণ ২৪ পরগণা জেলা।

■ পশ্চিমবঙ্গের নয়টি প্রধান শহরের সংক্ষিপ্ত পরিচয়::

❏ কলকাতা — কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী। বাঙালি সংস্কৃতির কেন্দ্র কলকাতা এরাজ্যের বৃহত্তম শহর। ১৯১১ সাল পর্যন্ত কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। এই শহরটিকে “প্রাসাদ নগরী” নামে অভিহিত করা হয়ে থাকে।

❏ বহরমপুর — বহরমপুর শহরটি ওলন্দাজ, ফরাসি, মুঘল ও পোর্তুগিজ স্থাপত্যের নিদর্শনে পরিপূর্ণ এবং প্রত্নক্ষেত্র সমৃদ্ধ একটি পরিখাবেষ্টিত ব্রিটিশ ক্যান্টনমেন্ট।

❏ বর্ধমান — বর্ধমান শহরটি পশ্চিমবঙ্গের একটি প্রধান কৃষি ভিত্তিক শহর। এই শহরটি পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’ নামে পরিচিত।

❏ চন্দননগর — চন্দননগর শহরটি ছিল ফরাসিদের একটি উপনিবেশ। এই শহরটি জগদ্ধাত্রী পূজার জন্য বিখ্যাত।

❏ দার্জিলিং — রাজ্যের উত্তরে অবস্থিত দার্জিলিং মনোরম শৈল শহর এবং রাজ্যের তথা দেশের অন্যতম প্রধান চা উৎপাদন কেন্দ্র।

❏ দুর্গাপুর — “ভারতের রুঢ়” নামে পরিচিত দুর্গাপুর শহরটি একটি শিল্প কেন্দ্রিক মহানগর।

❏ হাওড়া — কলকাতার যমজ শহর নামে পরিচিত এই হাওড়া শহরটি। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম এই শহররেই গড়ে উঠেছে ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশন।

❏ মুর্শিদাবাদ — মুর্শিদাবাদ শহরটি ছিল মুঘল রাজত্বকালে বাংলার তথা পশ্চিমবঙ্গের রাজধানী। এই শহরেই অবস্থিত হাজার দুয়ারী।

❏ শিলিগুড়ি — শিলিগুড়ি শহরটি অন্যতম প্রধান ব্যবসা কেন্দ্র ও কেনাকাটার জায়গা। এই শহরের ওপর দিয়েই সিকিম এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলের যাত্রীদের প্রধান প্রবেশপথ।

■ পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভাগ ভিত্তিক জেলা গুলি অবস্থান::

❏ বর্ধমান বিভাগ – এই বিভাগে অবস্থিত::

পূর্ব বর্ধমান জেলা
পশ্চিম বর্ধমান জেলা
বীরভূম জেলা
হুগলি জেলা

❏ মালদা বিভাগ – এই বিভাগে অবস্থিত::

উত্তর দিনাজপুর জেলা
মালদা জেলা
মুর্শিদাবাদ জেলা
দক্ষিণ দিনাজপুর জেলা

❏ জলপাইগুড়ি বিভাগ – এই বিভাগে অবস্থিত::

আলিপুরদুয়ার জেলা
কালিম্পং জেলা
কোচবিহার জেলা
জলপাইগুড়ি জেলা
দার্জিলিং জেলা

❏ প্রেসিডেন্সি বিভাগ – এই বিভাগে অবস্থিত::

উত্তর ২৪ পরগণা জেলা
কলকাতা জেলা
দক্ষিণ ২৪ পরগণা জেলা
নদিয়া জেলা
হাওড়া জেলা

❏ মেদিনীপুর বিভাগ – এই বিভাগে অবস্থিত::

পশ্চিম মেদিনীপুর জেলা
পুরুলিয়া জেলা
পূর্ব মেদিনীপুর জেলা
বাঁকুড়া জেলা
ঝাড়গ্রাম জেলা