মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর অধ্যায়- বিকল্প চিন্তা ও উদ্যোগ | Madhamik History Chapter Wise Questions Answers

মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর অধ্যায়- বিকল্প চিন্তা ও উদ্যোগ | Madhamik History Chapter Wise Questions Answers

  1. প্রথম বই ছাপা হয়েছিল কোন দেশে?

উত্তর:- চিনে

  1. কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রীস্টাব্দে?

উত্তর:- ১৯১৪ খ্রিস্টাব্দে

  1. ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকাটির নাম লেখো।

উত্তর:- সমাচার দর্পণ

  1. জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কত খ্রীস্টাব্দে?

উত্তর:- ১৯০৬ খ্রিস্টাব্দে

  1. ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেছিলেন কে?

উত্তর:- পঞ্চানন কর্মকার

  1. সাহিত্যকীর্তির জন্য পুরস্কারের ব্যবস্থা করেছিলেন কে?

উত্তর:- বসুমতী প্রেস

  1. বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর:- জগদীশচন্দ্র বসু

  1. উইলিয়াম কেরী ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন কোথায়?

উত্তর:- শ্রীরামপুরে

  1. বিশ্বভারতীর উদবোধক কে ছিলেন?

উত্তর:- ব্রজেন্দ্রনাথ শীল

  1. IACS কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর:- মহেন্দ্রলাল সরকার

  1. ইউ এন রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠিত হয় কত খ্রীস্টাব্দে?

উত্তর:- ১৯১৩ খ্রিস্টাব্দে

  1. ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করে ছিলেন কে?

উত্তর:- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

  1. বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন কে?

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর

  1. বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রীস্টাব্দে?

উত্তর:- ১৯২২ খ্রিস্টাব্দে

  1. বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর:- আচার্য প্রফুল্লচন্দ্র রায়

  1. প্রথম সচিত্র বাংলা বইটির নাম লেখো।

উত্তর:- “অন্নদামঙ্গল’

  1. বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন?

উত্তর:- অরবিন্দ ঘোষ

  1. কোন্ আবিষ্কারে জগদীশচন্দ্র বসুর অবদান বিশ্বে স্বীকৃতি লাভ করে?

উত্তর:- বেতার

  1. ছেলেদের রামায়ণ বইটির জন্য বিভিন্ন ছবি এঁকেছিলেন কে?

উত্তর:- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

  1. ভারতে ভূতত্ত্ব অনুশীলনের পুরোধা কে ছিল?

উত্তর:- প্রমথনাথ বসু

  1. ‘বার্তাবহ যন্ত্র’ নামে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়?

উত্তর:- ঢাকায়