উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর অধ্যায়- কৃষিকাজ | Farming Related Questions Answers

উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর অধ্যায়- কৃষিকাজ | Farming Related Questions Answers

  1. ব্লু মাউন্টেন কফি কোন কফিকে বলা হয়ে থাকে?

উত্তর:- জামাইকান কফিকে

  1. একটি ছোটো জমিতে কর্ষণ করার পর সেখানে বীজ ছড়িয়ে চারা তৈরির পদ্ধতিকে কী বলা হয়?

উত্তর:- নার্সারি বেড

  1. চিনের কোথায় বাসন্তিক গম চাষ করা হয়ে থাকে?

উত্তর:- হেইলং জিয়াং

  1. ধান চাষের জন্য কোন জলবায়ু সবচেয়ে বেশি আদর্শ?

উত্তর:- ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞলের

  1. কফি চাষ কোন জলবায়ু অঞ্চলে সবচেয়ে ভালো হয়ে থাকে?

উত্তর:- গ্রীষ্মকালীন

  1. আইসোটিক কথাটির অর্থ লেখো।

উত্তর:- সমপরিবহণ ব্যয় রেখা

  1. কৃষ্ণ বা রেগুর মৃত্তিকায় বেশি পরিমাণে কী চাষ করা হয়ে থাকে।

উত্তর:- তুলো

  1. প্রাকৃতিক রাবার উৎপাদিত হয় মূলত কোন দেশে?

উত্তর:- মালয়েশিয়া

  1. সারা বছর বিভিন্ন জাতের ফুলের চাষকে কী বলা হয়ে থাকে?

উত্তর:- ফ্লোরিকালচার

  1. সারা বছর বিভিন্ন জাতের ফলের চাষকে কী বলা হয়ে থাকে?

উত্তর:- পোমাকালচার

  1. জীবনবৃক্ষ নামে পরিচিত কোন গাছ?

উত্তর:- নারকেল গাছ

  1. বিশ্বের সবচেয়ে বেশি কফি আমদানিকারক দেশ কোনটি?

উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র

  1. মোচা কফি বা মোকা কফি হলো কোন কফিকে বলা হয়ে থাকে?

উত্তর:- আরবীয় কফি

  1. কল্পতরু বৃক্ষ হলো কোন বৃক্ষকে বলা হয়ে থাকে?

উত্তর:- নারকেল

  1. তুলা গাছ আক্রান্ত হয় কোন ধরনের পোকার দ্বারা?

উত্তর:- বল উইভিল পোকার দ্বারা