উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর অধ্যায়- শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি | Global Perspectives in Education

শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি | Global Perspectives in Education

  1. একবিংশ শতাব্দীর শিক্ষার ওপর যে আন্তর্জাতিক কমিশন গঠিত হয়েছিল তার নেতৃত্ব কে দিয়েছিলেন?

উত্তর:- জ্যাক ডেলর

  1. জ্যাক ডেলর একজন কোন দেশের নাগরিক ছিলেন?

উত্তর:- ফ্রান্সের নাগরিক

  1. জ্যাক ডেলরের নেতৃত্বাধীন ‘লানিং দ্য‘ ট্রেজার উইদিন’ রিপোর্টটি কবে পেশ করা হয়েছিল? 

উত্তর:- ১৯৯৬ খ্রি:

  1. 2000 সালে জাকারে কোন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 

উত্তর:- সকলের জন্য শিক্ষা। 

  1. ডেলর কমিশন প্রস্তাবিত বিশ্বশিক্ষার স্তম্ভ সংখ্যা কয়টি ছিল?

উত্তর:- চার

  1. কর্মের জন্য শিক্ষা কী বোঝানো হয় থাকে?

উত্তর:- পারদর্শিতার শিক্ষা।

  1. ‘শিক্ষণের জন্য শিক্ষা’ যে স্তম্ভের অন্তর্ভুক্ত সেটি লেখো।

উত্তর:- জানার জন্য শিক্ষা

  1. কর্মের জন্য শিক্ষা বলতে কী বোঝানো হয় থাকে?

উত্তর:- নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জন, বিভিন্ন পরিস্থিতিতে উৎকর্ষের সঙ্গে কাজ করা, যৌথবদ্ধভাবে কাজ করা।

  1. পরিবেশ শিক্ষার ওপর যে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেগুলির নাম লেখো।

উত্তর:- বেলগ্রেড সম্মেলন, টিবিলিস সম্মেলন।

  1. ইউনেস্কো কর্তৃক প্রকাশিত বিশ্বমানের পাঠ্যপুস্তক কোনটি তা উল্লেখ করো?

উত্তর:- টিচিং প্রাইমারি স্কুল ম্যাথামেটিক্স, গাইডলাইন্‌স ফর টেক্সট বুক রাইটিং, সোর্স বুক অব জিয়োগ্রাফি টিচিং।

  1. 1972 সালে এডগার ফাউরের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক শিক্ষা কমিশন যে নামে পরিচিত হয়েছিল সেটি লেখো। 

উত্তর:- লার্নিং টু বি

  1. EFA- এর সম্পূর্ণ রূপটি লেখো? 

উত্তর:- EFA- এর সম্পূর্ণ রূপটি হলো- Education For All.

  1. কোন ভারতীয় শিক্ষাবিদের বক্তব্যে শিক্ষার চারটি স্তম্ভের উল্লেখ পাওয়া যায়?

উত্তর:- স্বামী বিবেকানন্দ

  1. কয়েকটি আন্তর্জাতিক সংস্থার নাম লেখো? 

উত্তর:- UNO, WHO, UNICEF

  1. শিক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ দেখাশোনা করে কোন সংস্থা? 

উত্তর:- UNESCO

  1. Delore Commission -এর সভাপতি কে ছিলেন?

উত্তর:- Arid Delore Commission -এর সভাপতি ছিলেন ফ্রান্সের প্রাক্তন অর্থনীতি। রাজস্ব বিষয়ক মন্ত্রী Jacques Delore. 

  1. ‘জানার জন্য শিক্ষা’— এর অর্থ উল্লেখ করো?

উত্তর:- ব্যাপক সাম্প্রতিক বিষয়মূলক জ্ঞানের সঙ্গে ছোটোখাটো বিষয়ের উপর নিবিড় জ্ঞানের সমন্বয়কেই বলা হয়ে থাকে জানার জন্য শিক্ষা। 

  1. মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বলতে কী বোঝো?

উত্তর:- শিক্ষার্থীর জন্মগত গুণাবলির বিকাশ, মূল্যবোধ, নীতিবোধ, এবং স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ইত্যাদির শিক্ষাকেই মানুষ হওয়ার শিক্ষা বলা হয়ে থাকে। 

  1. ডেলর কমিশন দ্বারা প্রস্তাবিত শিক্ষার স্তম্ভগুলি লেখো। 

উত্তর:- ডেলর কমিশন দ্বারা প্রস্তাবিত শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি হলো— 1. জানার জন্য শিক্ষা 2. কর্মের জন্য শিক্ষা 3. একত্রে বসবাসের শিক্ষা এবং 4. মানুষ হওয়ার শিক্ষা । 

  1. একত্রে বাঁচার শিক্ষার একটি উদাহরণ দাও। 

উত্তর:- শান্তিপূর্ণ সহাবস্থান বা অন্যদের প্রতি শ্রদ্ধার মনোভাব প্রদর্শন করাই হলো ‘একত্রে বাঁচার শিক্ষার প্রকৃষ্ট উদাহরণ। 

  1. ডেলর কমিশন কত খ্রীস্টাব্দে UNESCO -কে তাদের রিপোর্ট জমা দিয়েছিল।

উত্তর:- ডেলর কমিশন 1996 খ্রীস্টাব্দে UNESCO- কে তাদের রিপোর্ট জমা দিয়েছিল।

  1. UNESCO -র সম্পূর্ণ নাম কী?

উত্তর:- UNESCO -র সম্পূর্ণ নাম হলো- United Nations Educational Scientific and Cultural Organization. 

  1. বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গির প্রধান নিয়ন্ত্রক কাকে বলা হয়ে থাকে? 

উত্তর:- সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ (UNO) –র একটি শাখা ইউনাইটেড নেশন্‌স এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনকে বলা হয় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গির প্রধান নিয়ন্ত্রক।

  1. Delore Commission- এর চারটি স্তম্ভ (Four Pillars) উল্লেখ করো? 

উত্তর:- Delore Commission- এর চারটি স্তম্ভ হলো- 1. জ্ঞানার্জনের জন্য শিক্ষা, 2. অনিয়ন্ত্রিত শিক্ষা, 3. প্রথা বহির্ভূত শিক্ষা 4. কর্মের জন্য শিক্ষা।