চাকরি প্রার্থীদের জন্য সুখবর। India Post Recruitment 2023 আপনার জন্য নিয়ে এসেছে এমবি ম্যাকানিক, ইলেকট্রিশিয়ান (স্কিল্ড) সহ একাধিক পদে এই নিয়োগ এর চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে India Post এ নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।
■ সংস্থার নাম:- Indian Post Office.
■ পদের নাম:- ম্যাকানিক, এমভি ইলেকট্রিশিয়ান (স্কিল্ড), টিনস্মিথ, আপহোলস্টার
■ শূন্যপদ:- 7 টি
■ আবেদনের শেষ তারিখ:- 9th January 2023
■ বয়সসীমা:- 18 থেকে 30 বছরের মধ্যে।
■ আবেদন পদ্ধতি:- Online
■ অফিসিয়াল ওয়েবসাইট:- indiapost.gov.in / https://www.indiapost.gov.in
আরও চাকরির খবর:-
■ আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটিতে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
■ ICMR-NCDIR -তে বিপুল পরিমাণে চাকরির সুযোগ
■ প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-
কম্পারেটিভ পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। যোগ্য প্রার্থীকে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে।
■ আবেদন পদ্ধতি:-
আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gov.in / https://www.indiapost.gov.in এর মাধ্যমে আবেদন করতে পারেন।