উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর অধ্যায়- ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা | Education of Differently Abled Children Questions Answers

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Education of Differently Abled Children Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর অধ্যায়- ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা | Education of Differently Abled Children Questions Answers

ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা | Education of Differently Abled Children Questions Answers

  1. চুরি করার কারণ উল্লেখ করো? 

উত্তর:- নিরাপত্তাবোধের অভাব, ধনের প্রতি লালসা, দারিদ্র্যতা।

  1. ‘‘ক্লিপ্টোম্যানিয়া’’ বলতে কী বোঝো? 

উত্তর:- প্রয়োজন না থাকলেও চুরি করা 

  1. ভারতবর্ষে প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- ১৫ মার্চ

  1. শব্দের তীব্রতা পরিমাপের এককটি লেখো।

উত্তর:- ডেসিবল

  1. মুখ-বধিরদের শিক্ষার জন্য মৌলিক পদ্ধতি কে প্রবর্তন করেছেন?

উত্তর:- জুয়ান পাবলো বর্নে

  1. ভারতবর্ষে মোট দৃষ্টিহীন ব্যক্তির মধ্যে শিক্ষার সুযোগ পায় প্রায় কত শতাংশ? 

উত্তর:- 1%

7.:ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষণে কী ব্যবহৃত হয়ে থাকে?

উত্তর:- ব্রেইল পদ্ধতি, স্পর্শভিত্তিক পদ্ধতি, শব্দভিত্তিক পদ্ধতি।

  1. ব্যতিক্রমী এবং ভিন্ন সক্ষমতাসম্পন্ন শিশু বলতে কী আলাদা শিশুকে বোঝায়? 

উত্তর:- একই শিশুকে বোঝায়।

  1. ব্রেইল লেখার জন্য কয়টি বিন্দুর সাহায্য নেওয়া হয়? 

উত্তর:- 6 টি বিন্দুর

  1. ব্রেইলের আবিষ্কর্তা কে ছিলেন?

উত্তর:- লুইস ব্রেইল

  1. শব্দ সৃষ্টি করা বইয়ের সাহায্যে পড়ানো হয় কোন ধরনের শিক্ষার্থীদের?

উত্তর:- দৃষ্টিহীন শিক্ষার্থীদের

  1. অডিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় কোনটি? 

উত্তর:- বধিরত্ব

  1. ‘বিশেষ শিক্ষা‘ শব্দটি ব্যবহার করা হয় কাদের ক্ষেত্রে?

উত্তর:- ব্যাহত শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে

  1. ‘অক্টেভ ব্যান্ড‘ নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়ে থাকে?

উত্তর:- বধিরত্ব

  1. মানসিক দিক থেকে অস্বাভাবিকতার কারণ উল্লেখ করো? 

উত্তর:- মায়ের গর্ভকালীন অবস্থায় আয়োডিনের অভাব, শিশুর প্রতি অমানবিক আচরণ।

  1. ভিন্ন সক্ষমতার শিশু বলতে কোন ধরনের শিশুদের বোঝানো হয়? 

উত্তর:- প্রতিবন্ধী শিশু, অক্ষম শিশু, ব্যাহত শিশুদের।

  1. একপ্রকার প্রতিবন্ধীর উদাহরণ দাও?  

উত্তর:- পোলিও আক্রান্ত শিশু

  1. অ্যাবাকাস একটি কোন শিক্ষার উপকরণ? 

উত্তর:- গণিত

  1. ইন্দ্রিয়গত ত্রুটিযুক্ত ব্যক্তিদের কী বলা হয়ে থাকে? 

উত্তর:- দৈহিক প্রতিবন্ধী। 

  1. যে সমস্ত শিশু শুনতে পায় না, সাধারণ ভাবে তাদের কী বলা হয়ে থাকে? 

উত্তর:- কালা।

  1. বিখ্যাত মনোবিদ লোয়েনফেল্ড দৃষ্টিহীনদের কয়টি ভাগে ভাগ করেছেন?

উত্তর:- চারটি ভাগে

  1. দৃষ্টিহীন ও ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষার উদ্দেশ্য উল্লেখ করো? 

উত্তর:- বৃত্তির সুযোগ সৃষ্টি, সংগতি বিধানে সহায়তা, আত্মবিশ্বাস বৃদ্ধি করা।

  1. ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের প্রধান সমস্যাটি উল্লেখ করো? 

উত্তর:- সামগ্রিক অভিজ্ঞতা অর্জনে অসুবিধা, হীনম্মন্যতা, পারদর্শিতায় পিছিয়ে থাকা।

  1. কোন ধরনের বিকাশের ক্ষেত্রে মূক ও বধিরদের সমস্যা লক্ষ করা যায়? 

উত্তর:- সামাজিক বিকাশে

  1. কোনো ব্যক্তির ঊর্ধ্বক্রমিক চাহিদার প্রবর্তক কে ছিলেন? 

উত্তর:- স্যাসলো। 

  1. অন্ধ শিশুদের জন্য প্রচলিত একটি শিক্ষাপদ্ধতির নাম লেখো।

উত্তর:- অন্ধ শিশুদের জন্য প্রচলিত একটি শিক্ষাপদ্ধতির নাম হলো ব্রেইল পদ্ধতি। 

  1. দৃষ্টিহীনদের মধ্যে শিক্ষা প্রসারে সরকারের যে কোনো একটি পদক্ষেপ উল্লেখ করো? 

উত্তর:- দৃষ্টিহীনদের শিক্ষা প্রসারের জন্য ভারত সরকার বৃত্তিদানের সুব্যবস্থা করেছে। 

  1. পূর্ণ অন্ধদের শিক্ষাদান পদ্ধতিটি উল্লেখ করো। 

উত্তর:- ব্রেইল পদ্ধতি।

  1. আইনত দৃষ্টিহীন কাদের বলা হয়? 

উত্তর:- যে সমস্ত মানুষের দৃষ্টিশক্তি স্বাভাবিক মানুষের দৃষ্টিশক্তির তুলনায় অপেক্ষাকৃত কম, যারা চোখে দেখতে পায় না, তাদের আইনত দৃষ্টিহীন বলা হয়ে থাকে। 

  1. বর্তমানে ব্যতিক্রমী শিশুদের কী বলা হয়ে থাকে?

উত্তর:- বর্তমানে ব্যতিক্রমী শিশুদের Differently abled children বলা হয়ে থাকে। 

  1. জাতীয় স্তরে মূক ও বধিরদের শিক্ষা প্রতিষ্ঠানটির নাম লেখো? 

উত্তর:- মূক ও বধিরদের শিক্ষা প্রতিষ্ঠানটির নাম হলো ন্যাশনাল ইনস্টিটিউট অব হিয়ারিং হ্যান্ডিক্যাপড। 

  1. শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের একটি আচরণগত সমস্যা উল্লেখ করো। 

উত্তর:- শিক্ষার্থীদের আচরণগত সমস্যাটি হলো স্কুল পালানো এবং মিথ্যা কথা বলা। 

  1. ব্যাহত শিশু কাদের বলা হয়?

উত্তর:- যে সমস্ত শিশুদের বিশেষ কাজে অসুবিধা হলেও সব কাজে হয় না তাদের ব্যাহত শিশু বলে। 

  1. অক্ষম শিশুদের অধিকারের বিষয় কোন সম্মেলনে স্বীকৃতি পেয়েছে?

উত্তর:- 1989 খ্রিস্টাব্দে শিশুর অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পেয়েছে। 

  1. বিশেষ শিক্ষা বলতে কী বোঝানো হয়? 

উত্তর:- বিশেষ শিক্ষা হলো এমন একপ্রকারের অভিনব শিক্ষা পদ্ধতি যা অক্ষম শিশুদের বাধাগুলিকে সরিয়ে তাদের বিদ্যালয় ও সমাজের উপযুক্ত হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। 

  1. ব্রেইল বলতে কী বোঝো?  

উত্তর:- দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদানের জন্য লুইস ব্রেইল দ্বারা আবিষ্কৃত শিখন উপকরণই ব্রেইল নামে পরিচিত। 

  1. ব্যতিক্রমী শিশু কাদের বলা হয়ে থাকে? 

উত্তর:- যে সমস্ত শিশুর মধ্যে দৈহিক, মানসিক, প্রাক্ষোভিক ও সামাজিক বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রে স্বাভাবিক শিশুদের চেয়ে বেশি পার্থক্য লক্ষ্য করা যায় তাদের ব্যতিক্রমী শিশু বলা হয়ে থাকে। 

  1. জন্মগতভাবে সম্পূর্ণ অন্ধ কাদের বলা হয়ে থাকে? 

উত্তর:- যে-সমস্ত শিশু জন্ম থেকেই সম্পূর্ণ দৃষ্টিহীন তাদের জন্মগতভাবে সম্পূর্ণ অন্ধ Sod বলা হয়ে থাকে। 

  1. অর্জিত অন্ধত্ব কাকে বলে? 

উত্তর:- যে-সমস্ত শিশুরা জন্মের পর পাঁচ বছর বয়সের পর কোনো কারণে পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এই ধরনের অন্ধত্বকে অর্জিত অন্ধত্ব বলা হয়ে থাকে। 

  1. অর্জিত আংশিক অন্ধত্ব বলতে কী বোঝো?

উত্তর:- যে-সমস্ত শিশুরা জন্মের সময় স্বাভাবিক দৃষ্টি নিয়ে জন্মালেও পরে আংশিকভাবে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে তাদের অর্জিত আংশিক অন্ধত্ব বলা হয়ে থাকে। 

  1. আংশিক বধির শিশু কাদের বলে? 

উত্তর:- যে সমস্ত শিশুরা পুরোপুরি বধির না হলেও তাদের শ্রবণেন্দ্রিয় এবং বাগ্যন্ত্র ত্রুটিপূর্ণ হওয়ায় তারা কোনরকমে দৈনন্দিন কাজ চালিয়ে যেতে পারে তাদের আংশিক বধির শিশু বলা হয়ে থাকে।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।