Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Universalization of Primary Education. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর অধ্যায়- প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ | Universalization of Primary Education।
প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ | Universalization of Primary Education
- ভারতীয় সংবিধানে উল্লিখিত নির্দেশাত্মক নীতির যে ধারায় সর্বজনীন প্রাথমিক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে সেটি লেখো।
উত্তর:- ৪৫ নং ধারায়
- ‘সকলের শিক্ষার অধিকার’ এটি যে আইনে প্রথম স্বীকৃতি দেওয়া হয়েছে সেটি লেখো।
উত্তর:- মানুষের অধিকার আইন এবং শিশুর অধিকার আইন
- আন্তর্জাতিক স্তরে মানবাধিকার সংক্রান্ত সর্বজনীন ঘোষণায় শিক্ষার অধিকারের বিষয়টি কত নং অনুচ্ছেদে উল্লিখিত আছে?
উত্তর:- 26 নং অনুচ্ছেদে
- সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রধান বাধাটি উল্লেখ করো।
উত্তর:- জনবিস্ফোরণ
- প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণের উদ্দেশ্য কী ছিল?
উত্তর:- সামাজিক ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা, জাতীয় উৎপাদন বৃদ্ধি করা, জাতীয় সংহতি সুনিশ্চিত করা।
- যে পঞ্চবার্ষিক পরিকল্পনায় কেন্দ্রীয় স্তরে বয়স্ক শিক্ষার জাতীয় বোর্ড (National Board of Adult Education) পরিকল্পনা গড়ে উঠেছিল সেটি উল্লেখ করো।
উত্তর:- ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
- ন্যাশনাল লিটারেসি মিশনের কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে সেটি লেখো।
উত্তর:- জেলা বোর্ড অব এডুকেশনের ওপর
- সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যপুরণের জন্য গৃহীত কেন্দ্রীয় কর্মসূচিটি উল্লেখ করো।
উত্তর:- সৰ্বশিক্ষা অভিযান
- ‘Each one teach one‘ উক্তিটি কোন আন্দোলনের স্লোগান ছিল?
উত্তর:- শিক্ষা আন্দোলনের
- NSS- এর সম্পূর্ণ রূপটি লেখো।
উত্তর:- NSS- এর সম্পূর্ণ রূপটি হলো- National Social Service.
- TLC- এর সম্পূর্ণ রূপটি লেখো?
উত্তর:- TLC- এর সম্পূর্ণ রূপটি হলো- Total Literacy Campaign.
- NEP- এর সম্পূর্ণ রূপটি লেখো?
উত্তর:- NEP- এর সম্পূর্ণ রূপটি হলো- National Education Policy.
- CEP- এর সম্পূর্ণ রূপটি লেখো?
উত্তর:- CEP- এর সম্পূর্ণ রূপটি হলো- Continuing Education Programmes.
- UPE- এর সম্পূর্ণ রূপটি লেখো?
উত্তর:- UPE- এর সম্পূর্ণ রূপটি হলো- Universalization of Primary Education.
- SSA- এর সম্পূর্ণ রূপটি লেখো?
উত্তর:- SSA- এর সম্পূর্ণ রূপটি হলো- Sarba Shiksha Abhijan.
- NCF- এর সম্পূর্ণ রূপটি লেখো?
উত্তর:- NCF- এর সম্পূর্ণ রূপটি হলো- National Curriculum Framework.
- কবে UNESCO শিক্ষার অন্তর্ভুক্তিকরণের উপর জোর দেয়?
উত্তর:- 1994 সাল থেকে UNESCO শিক্ষার অন্তর্ভুক্তিকরণের উপর জোর দিয়েছিল।
- জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর:- 1988 সালের 5 মে জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয়েছিল।
- 1948 সালে UNO- র দ্বারা মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণায় কোন অনুচ্ছেদে প্রতিটি মানুষের শিক্ষার অধিকার স্বীকৃতি লাভ করেছিল?
উত্তর:- ২৬ নং অনুচ্ছেদে।
- সর্বশিক্ষা অভিযানের প্রকল্পের কাজ কত সালে শুরু হয়েছিল?
উত্তর:- সর্বশিক্ষা অভিযানের প্রকল্পের কাজ 2001 সালে শুরু হয়েছিল।
- RFPL- এর সম্পূর্ণ রূপটি লেখো?
উত্তর:- RFPL- এর সম্পূর্ণ রূপটি হলো- Rural Fundamental Literacy Programme.
- SRC- এর সম্পূর্ণ রূপটি লেখো?
উত্তর:- SRC -এর সম্পূর্ণ রূপটি হলো- State Resource Centre.
- DRC- এর সম্পূর্ণ রূপটি লেখো?
উত্তর:- DRC- এর সম্পূর্ণ রূপটি হলো- District Resource Centre.
- MDG- এর সম্পূর্ণ রূপটি লেখো?
উত্তর:- MDG- এর সম্পূর্ণ রূপটি হলো- Millennium Development Goal বা শতাব্দীর বিকাশমুখী লক্ষ্য।
- মিড-ডে-মিল কোন সাক্ষরতা কর্মসূচির একটি উল্লেখযোগ্য অঙ্গ?
উত্তর:- মিড-ডে-মিল সর্বশিক্ষা অভিযান সাক্ষরতা একটি উল্লেখযোগ্য অঙ্গ।
- PLC- এর সম্পূর্ণ রূপটি লেখো?
উত্তর:- PLC- এর সম্পূর্ণ রূপটি হলো- Post Literacy Campaign.
- 3 RS বলতে কী বোঝায়?
উত্তর:- 3 RS হলো- পঠন (Reading), লিখন (Writing) এবং গণিত (Arithmeti(C)|
- VEC- এর সম্পূর্ণ রূপটি লেখো?
উত্তর:- VEC- এর সম্পূর্ণ রূপটি হলো- Village Education Committee.
- শিক্ষায় Stagnation বলতে কী বোঝো?
উত্তর:- শিক্ষায় Stagnation বা অনুন্নয়ন বলতে পরীক্ষায় অসফল হওয়ার কারণে বছরের পর বছর একই শ্রেণিতে শিক্ষার্থীদের থেকে যাওয়াকে বোঝানো হয়ে থাকে।
- NAER- এর সম্পূর্ণ রূপটি লেখো?
উত্তর:- NAER- এর সম্পূর্ণ রূপটি হলো- National Adult Education Programme.
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।