Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Colonial Indian Rule Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর অধ্যায়- ঔপনিবেশিক ভারতের শাসন | Colonial Indian Rule Questions Answers।
ঔপনিবেশিক ভারতের শাসন | Colonial Indian Rule Questions Answers
- ১৯৩২ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি করেন কে?
উত্তর:- ম্যাকডোনাল
- মুসলিম লিগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়?
উত্তর:- লাহোর
- ‘The Indian Musalmar’s গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:- উইলিয়াম হান্টার
- কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করা হয়?
উত্তর:- লাহোর
- সাইমন কমিশন কবে ভারতে এসেছিল?
উত্তর:- ১৯২৮ খ্রি:
- ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে প্রথম ভারতীয় হিসেবে কে ছিলেন?
উত্তর:- সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ
- ভাইকম সত্যাগ্রহ কে শুরু করেছিল?
উত্তর:- কেরালা প্রদেশ কংগ্রেস
- রাওলাট আইনকে কে “উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি” বলে মন্তব্য করেছিলেন?
উত্তর:- মহাত্মা গান্ধি
- জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্তের প্রতিবাদে কে ব্রিটিশদের দেওয়া ‘কাইজার ই হিন্দ’ উপাধি ত্যাগ করেছিলেন?
উত্তর:- মহাত্মা গান্ধি
- প্রথম গোলটেবিল বৈঠকে ভারতের প্রধান কোন দলটি যোগদান করেনি?
উত্তর:- কংগ্রেস
- মুসলিম লিগ গঠিত হয়েছিল কত সালে?
উত্তর:- ১৯০৬ খ্রি;
- মুসলিম লিগের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল?
উত্তর:- ঢাকায়
- মুসলিম লিগের প্রথম সভাপতি ছিলেন কে ছিলেন?
উত্তর:- সলিম উল্লাহ
- রাওলাট কমিশনের অপর নাম কী ছিল?
উত্তর:- সিডিশন কমিশন
- ১৯০৫ খ্রিস্টাব্দে সিমলা দেীতের উদ্যোখা নিয়েছিল কে?
উত্তর:- আগা খাঁ
- মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কত সালে প্রবর্তিত হয়েছিল?
উত্তর:- ১৯১৯ খ্রি:
- কত খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটেছিল?
উত্তর:- ১৮৫৮ খ্রি.
- ১৮৫৮ খ্রিস্টাব্দের আইন অনুসারে ভাইসরয়’ উপাধি কাকে দেওয়া হয়?
উত্তর:- গভর্নর জেনারেল
- নবান্ন নাটক কে রচনা করেন?
উত্তর:- বিজন ভট্টাচার্য
- মলে-মিন্টো শাসন সংস্কার আইন কবে পাশ হয়েছিল?
উত্তর:- ১৯০৯ খ্রিস্টাব্দে
- ১৯১৯ খ্রিস্টাব্দে কত তারিখে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল?
উত্তর:- ১৩ এপ্রিল
- কোন দেশীয় রাজ্যের রাজা প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন?
উত্তর:- হায়দ্রাবাদের নিজাম
- রাওলাট আইন কত সালে পাশ হয়েছিল?
উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দে
- ১৯০৯ খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় পদে কে ছিলেন?
উত্তর:- লর্ড মিন্টো
- ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ হয় কার রাজত্বকালে?
উত্তর:- লর্ড লিটন
- ভাইকম সত্যাগ্রহ বলতে কী বোঝায়?
উত্তর:- কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি ১৯৪২ সালের ২ মার্চ ত্রিবাঙ্কুরের ভাইকম মন্দিরে দলিতদের প্রবেশের দাবিতে যে আন্দোলন শুরু করেছিল সেটিই ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত।
- ৫০-এর মন্বন্তরের পর সরকার কী গঠন করেছিল এবং তার রিপোর্ট কবে জমা পড়েছিল?
উত্তর:- ১৯৪৩ (১৩৫০ বঙ্গাব্দ) -এর মন্বন্তরের পর ব্রিটিশ সরকার দুর্ভিক্ষ অনুসন্ধান কমিশন গঠন করেছিল। ১৯৪৫ সালে কমিশনের রিপোর্ট জমা পড়েছিল।
- ১৯১৬ সালের অনুষ্ঠিত লখনউ কংগ্রেসের গুরুত্ব উল্লেখ করো।
উত্তর:- এই অধিবেশনে চরমপন্থী নেতৃবর্গ পুনরায় দলে ফিরে আসায় নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে ঐক্য গড়ে উঠেছিল। এতে কংগ্রেসের শক্তি বৃদ্ধি পেয়েছিল।
- ব্রিটিশ ভারতে ‘দেশীয় রাজ্য’ বলতে কী বোঝাত?
উত্তর:- ১৮৫৮ সালে কোম্পানির শাসন শেষ হলেও প্রত্যক্ষ শাসনের বাইরেও অসংখ্য স্বায়ত্তশাসিত রাজ্য গড়ে উঠেছিল। এগুলিকেই বলা হতো দেশীয় রাজ্য।
- মলে-মিন্টো আইনের দু’টি অসংগতি লেখো।
উত্তর:- প্রথমত, এই আইনে ভারতে কোনো দায়বদ্ধ প্রশাসন গঠনের ক্ষেত্রে জোর দেওয়া হয়নি। দ্বিতীয়ত, নির্বাচিত জনপ্রতিনিধিদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি।
- রাওলাট কমিশন বলতে কী বোঝায়?
উত্তর:- ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন ঠেকাতে ১৯১৮ সালে স্যার সিডনি রাওলাট-এর নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এটিই রাওলাট কমিশন নামে পরিচিত।
- মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কয়েকজনের নাম উল্লেখ করো।
উত্তর:- মুজাফফর আহমেদ, ধরণী গোস্বামী, পি সি জোশি, অমৃত শ্রীপাদ ডাঙ্গে, গঙ্গাধর অধিকারী প্রমুখ।
- মলে-মিন্টো সংস্কার আইনের প্রধান শর্ত লেখো?
উত্তর:- মুসলিম সম্প্রদায়কে পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া হয় এই আইনে।
- কে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাইট উপাধি ত্যাগ করেছিলেন?
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ-এর হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ নাইট উপাধি ত্যাগ করেছিলেন।
- মুসলিম লিগ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- ঢাকার নবাব সলিম উল্লাহ মুসলিম লিগে প্রতিষ্ঠা করেছিলেন।
- ব্রিটিশ ভারতের কয়েকটি বৃহত্তম দেশীয় রাজ্যের নাম উল্লেখ করো।
উত্তর:- হায়দ্রাবাদ, কাশ্মীর, মহীশূর।
- স্বত্ববিলোপ নীতির দুটি শর্ত উল্লেখ করো।
উত্তর:- কোনো দেশীয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় যদি মারা যান তাহলে তিনি দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না। ফলে সেই রাজ্য কোম্পানির অধীনস্থ হয়ে যাবে।
- কোন দেশীয় রাজ্য গুলির রাজারা প্রথম স্বত্ববিলোপ নীতি গ্রহণ করেছিল?
উত্তর:- সাঁতারা, আঁসি, নাগপুর প্রভৃতি।
- ভারতে সর্বপ্রথম কোথায় বিভাজন ও শাসন নীতি কার্যকর হয়েছিল?
উত্তর:- পাঞ্জাবের সেনাবাহিনীতে জন লরেন্স সর্বপ্রথম এই নীতি প্রয়োগ করেছিলেন।
- সিমলা দৌত্য বলতে কী বোঝোয়?
উত্তর:- আগা খাঁ-র নেতৃত্বে ১৯০৬ খ্রি: ১ অক্টোবর ৩৫ জন অভিজাত মুসলিম সিমলায় বড়োলাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেনএবং মুসলিমদের স্বার্থরক্ষার দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করেন। এটিই সিমলা দৌত্য নামে পরিচিত।
- রাওলাট আইনের একটি শর্ত উল্লেখ কোরো।
উত্তর:- রাওলাট আইন অনুসারে ইংরেজ বিরোধী যাবতীয় প্রচার নিষিদ্ধ ঘোষণা করা হয়।
- মন্টেগু-চেমসফোর্ড আইনের একটি শর্ত উল্লেখ করো।
উত্তর:- মন্টেগু-চেমসফোর্ড আইনের মাধ্যমে কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা এবং আয় যথাযথভাবে বণ্টিত হয়।
- গোলটেবিল বৈঠকের পর কী নামে শ্বেতপত্র প্রকাশিত হয়েছিল?
উত্তর:- গোলটেবিল বৈঠকের পর ১৯৩৩ সালে সরকার ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য ‘প্রস্তাবসমূহ’ নামে শ্বেতপত্র প্রকাশ করে।
- লখনউ চুক্তির ২টি শর্ত উল্লেখ করো।
উত্তর:- প্রথমত, কংগ্রেস এবং মুসলিম লিগ একত্রে সরকারের কাছে শাসন সংস্কারের দাবি জানাতে একমত হয়েছিল। দ্বিতীয়ত, মুসলিম লিগের স্বতন্ত্র নির্বাচনের দাবির সঙ্গে কংগ্রেস একমত হয়েছিল।
- কেন গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন?
উত্তর:- ১৯২২ খ্রি: আন্দোলন চলাকালীন উত্তরপ্রদেশের চৌরিচেরায় আন্দোলনকারীরা একদল পুলিশকে পড়িয়ে মারে। তারপরই গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন।
- কবে ‘চোদ্দো দফা দাবি’ ঘোষিত হয়েছিল? চোদ্দো দফা দাবির উদ্দেশ্য লেখো?
উত্তর:- ১৯২৯ সালে মুসলিম লিগের দিল্লি অধিবেশনে লিগ নেতা মহম্মদ আলি জিন্না তাঁর চোদ্দো দফা দাবি পেশ করেন। এই দাবির উদ্দেশ্য ছিল ভারতে মুসলিমদের স্বার্থরক্ষা।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।