22nd December 2022 Current Affairs in Bengali | 22nd ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 22nd December 2022 Current Affairs in Bengali | 22nd ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 22nd December 2022 Current Affairs in Bengali | 22nd ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

22nd December 2022 Current Affairs in Bengali | 22nd ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “জাতীয় গণিত দিবস” (National Mathematics Day) কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- 22nd ডিসেম্বর

  1. সংসদের উচ্চকক্ষের ভাইস-চেয়ারপারসনের প্যানেলে কে পিটি ঊষাকে মনোনীত করেছেন?

উত্তর:- রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখর

  1. বিশ্বের স্টার্টআপ ইকোসিস্টেমে ভারত কততম স্থান অধিকার করেছে?

উত্তর:- ৩য় স্থান

  1. সম্প্রতি কে ভারতের প্রথম সবুজ ইস্পাত ব্র্যান্ড “কল্যাণী ফেরেস্তা” (KALYANI FERRESTA)চালু করলেন?

উত্তর:- জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নতুন দিল্লিতে।

  1. সম্প্রতি Harvard University -এর প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- Claudine Gay

  1. সম্প্রতি পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক বোর্ডের চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- দীনেশ কুমার শুক্লা (Dinesh Kumar Shukla)

  1. সম্প্রতি জাতিসংঘ কোন সালকে আন্তর্জাতিক মিলট বর্ষ হিসেবে ঘোষণা করেছে?

উত্তর:- 2023 সাল

8.সম্প্রতি গতি শক্তি ইউনিভার্সিটির প্রথম চ্যান্সেলর পদে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- অশ্বিনী বৈষ্ণব

  1. “এম্পায়ার ম্যাগাজিন” -এর সম্প্রতি প্রকাশিত 50 জন সেরা অভিনেতার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে কে স্থান পেয়েছেন?

উত্তর:- শাহরুখ খান (Shah Rukh Khan)

  1. সম্প্রতি প্রকাশিত “2022 Global Food Security Index” -এ ভারতের স্থান কত?

উত্তর:- ৬৮ তম

  1. সম্প্রতি কোন ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে জিরো ফি ব্যাঙ্কিং ঘোষণা করেছে?

উত্তর:- IDFC ফার্স্ট ব্যাংক (IDFC First Bank).

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।