উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর অধ্যায়- দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ | World War II and the Colonies Questions Answers

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি World War II and the Colonies Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর অধ্যায়- দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ | World War II and the Colonies Questions Answers

👉 Join Our Telegram Chanel – Click Here 👈

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ | World War II and the Colonies Questions Answers

  1. ‘রশিদ আলি দিবস’ কবে পালিত হয়?

উত্তর:- ১২ ফ্রেব্রুয়ারি

  1. ক্রিপস মিশন কবে ভারতে আসে?

উত্তর:- ১৯৪২ খ্রি:

  1. রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তর:- ১৯৩৭ খ্রি:

  1. আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন?

উত্তর:- রাসবিহারী বসু

  1. ১৯৪১ খ্রিস্টাব্দের পার্ল হারবারের ঘটনার ফলে ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়েছিল কোন দেশের সাথে?

উত্তর:- জাপান

  1. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর:- ড. সুকর্ণ

  1. ড. সুকর্ণ কোন দেশের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন?

উত্তর:- ইন্দোনেশিয়ার

  1. আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেছিল সেটির নাম লেখো।

উত্তর:- কোহিমা

  1. মন্ত্রী মিশন কবে ভারতে আসে?

উত্তর:- ১৯৪৬ খ্রি.

  1. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল?

উত্তর:- দিল্লিতে

  1. আজাদ হিন্দ সরকার ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1943 সালের কত তারিখে?

উত্তর:- 23 অক্টোবর

  1. তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিল?

উত্তর:- সতীশচন্দ্র সামন্ত

  1. কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়?

উত্তর:- তলোয়ার

  1. অন্তর্বর্তী সরকারের প্রধান কে ছিল?

উত্তর:- জে. এল. নেহরু

  1. গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল কোথায়?

উত্তর:- দিল্লিতে

  1. ভারতের ‘লৌহমানব’ হিসেবে কে পরিচিত ছিলেন?

উত্তর:- বি. ভি. প্যাটেল

  1. জাপানের সেনাবাহিনী কত খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করেছিল?

উত্তর:- ১৯৪১ খ্রিস্টাব্দে

  1. সুভাষচন্দ্র বসু ফ্রি-ইন্ডিয়া সেন্টার গঠন করেছিলেন কোথায়?

উত্তর:- জার্মানিতে

  1. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়ের নাম লেখো।

উত্তর:- মাউন্টব্যাটেন

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ভারতের বড়োলাট কে ছিল?

উত্তর:- লর্ড লিনলিথগো।

  1. ভারতছাড়ো আন্দোলনের তাৎপর্য লেখো।

উত্তর:- স্বতঃস্ফুর্ত এই গণ-আন্দোলনের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জনের ভিত প্রতিষ্ঠিত হয়েছিল এবং কংগ্রেস তার হারানো মর্যাদা ফিরে পেয়েছিল।

  1. ওয়াভেল পরিকল্পনা কাকে বলে?

উত্তর:- ১৯৪৫ সালের ১৪ জুন কংগ্রেস ও মুসলিম লিগের কাছে তৎকালীন বড়োলাট ওয়াভেল একটি প্রস্তাব পেশ করেছিলেন। এটিই ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত।

  1. হরিপুরা কংগ্রেসে কে কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত হন?

উত্তর:- ১৯৩৮ সালে হরিপুরা কংগ্রেসে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত হন।

  1. ক্রিপস প্রস্তাব কাকে বলে?

উত্তর:- ১৯৪২ সালে ব্রিটিশ মন্ত্রীসভার সদস্য স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বাধীন একটি কমিশন ভারতে আসে এবং স্বায়ত্তশাসনের প্রস্তাব-সংবলিত যে একগুচ্ছ প্রস্তাব কমিশন পেশ করেছিল সেটাই ক্রিপস প্রস্তাব নামে পরিচিত হয়।

  1. মাউন্টব্যাটেন পরিকল্পনা কাকে বলে?

উত্তর:- মাউন্টব্যাটেনের উপদেষ্টা লর্ড ইসমে কর্তৃক ব্রিটিশ পালামেন্টে প্রেরিত ভারত ভাগ পরিকল্পনার ভিত্তিতে ভারতীয় স্বাধীনতা আইন পাশ করা হয়। এটাকেই মাউন্টব্যাটেন পরিকল্পনা বলা হয়।

  1. কাদের মধ্যে হয়েছিল রোম-বার্লিন-টোকিও চুক্তি?

উত্তর:- জাপান-ইতালি-জার্মানির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ সালে রোম-বালিনটোকিও চুক্তি স্বাক্ষরিত হয়।

  1. ভিয়েতমিন বলতে কী বোঝোয়?

উত্তর:- ১৯৪১ সালে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে হো-চি-মিন যে সংগঠন গড়ে তোলেন সেটিই ভিয়েতমিন নামে পরিচিত।

  1. ডাচ-ইন্দোনেশীয় চুক্তিতে কারা মধ্যস্থতা করেছিল?

উত্তর:- ১৯৪৬ সালে ডাচ-ইন্দোনেশীয়ার চুক্তিতে ব্রিটিশরা মধ্যস্থতা করেছিল।

  1. ভারতের কোথায় আজাদ হিন্দ বাহিনী জাতীয় পতাকা উত্তোলন করেছিল?

উত্তর:- ১৯৪৫ সালে উত্তর-পূর্ব ভারতের কোহিমায় ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেছিল আজাদ হিন্দ বাহিনী।

  1. তাম্রলিপ্ত সরকার কোথায়, কার নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছিল? / সর্বাধিনায়ক কে?

উত্তর:- মেদিনীপুরের তমলুকে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে তাম্রলিপ্ত সরকার প্রতিষ্ঠা হয়েছিল।

  1. তাম্রলিপ্ত সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন?

উত্তর:- সতীশচন্দ্র সামন্ত

  1. ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের সদস্যদের নাম লেখো?

উত্তর:- স্ট্যাফোর্ড ক্রিপস, পেথিক লরেন্স, এ. ভি. আলেকজান্ডার।

  1. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর:- জাতিসংঘের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।

  1. আভান্তি বলতে কী বোঝায়?

উত্তর:- আভান্তি হলো একটি সমাজতান্ত্রিক পত্রিকার নাম।

  1. ফুয়েরার এবং ইল-দু-চে কাদের বলা হয়ে থাকে?

উত্তর:- ফুয়েরার এবং ইল-দু-চে হলেন যথাক্রমে হিটলার ও মুসোলিনি।

  1. ভারত ছাড়ো প্রস্তাব কবে অনুমোদিত হয়েছিল?

উত্তর:- ১৯৪২ খ্রিস্টাব্দের ৪ আগস্ট।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।