Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর কবিতা- “ক্রন্দনরতা জননীর পাশে” | Krandanarata jananira pase Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর কবিতা- “ক্রন্দনরতা জননীর পাশে” | Krandanarata jananira pase Questions Answers।
উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর কবিতা- “ক্রন্দনরতা জননীর পাশে” | Krandanarata jananira pase Questions Answers
■ বিকল্পধর্মী প্রশ্নোত্তর:: [ মান- ১ ]
- ছিন্নভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, এ বিষয়ে কবির কী মনে হয়?
(ক) মেয়েটি পথ হারিয়েছিল (খ) মেয়েটি নিখোঁজ ছিল (গ) মেয়েটি খেলতে গিয়েছিল (ঘ) মেয়েটি পালিয়ে গিয়েছিল
উত্তর:- (খ) মেয়েটি নিখোঁজ ছিল
- ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে?
(ক) আমপাতা জামপাতা (খ) সর্ষেখেত (গ) ধানখেত থেকে (ঘ) জলপাই কাঠের এসরাজ
উত্তর:- (গ) ধানখেত থেকে
- “সে-ই কবিতায় জাগে” – সেই কবিতায় কী জাগে?
(ক) মন জাগে (খ) ভাষা জাগে (গ) বিবেক জাগে (ঘ) শব্দ জাগে
উত্তর:- (গ) বিবেক জাগে
- জননী কী অবস্থায় আছেন ?
(ক) ক্রন্দনরতা অবস্থায় (খ) হাস্যময়ী অবস্থায় (গ) প্রসন্না অবস্থায় (ঘ) কৃপাময়ী অবস্থায়
উত্তর:- (ক) ক্রন্দনরতা অবস্থায়
- কেন তবে লেখা, কেন গান গাও কেন তবে আঁকাআঁকি ? এর কারণ কী?
(ক) ক্রন্দনরতা জননীর পাশে যদি না থাকি (খ) ক্রন্দনরতা জনীর পাশে এখন যদি না থাকি (গ) ক্ৰন্দরতা জননীর পাশে আদৌ যদি না থাকি (ঘ) ক্রন্দনরতা জননীর পাশে ভবিষ্যতেও যদি না থাকি
উত্তর:- (খ) ক্রন্দনরতা জনীর পাশে এখন যদি না থাকি।
■ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান- ১]
- “যা পারি কেবল”- কবিতায় কে, কী পারেন?
উত্তর:- কবি মৃদুল দাশগুপ্ত তিনি যা পারেন সেটি হলো অন্যায়-অবিচার, অত্যাচার-নিপীড়ন এই সবকিছুর বিরুদ্ধে তাঁর ক্ষোভ ও প্রতিবাদ বিস্ফোরণের বারুদের মতো অন্তর্নিহিত রাখতে।
- “কেন ভালোবাসা, কেন-বা সমাজকীসের মূল্যবোধ!” কোন ধরনের মানসিক যন্ত্রণা থেকে কবি এ কথা বলতে চেয়েছেন?
উত্তর:- নিহত ভাইয়ের শবদেহ দেখে প্রতিবাদ জানাতে না পারার ক্ৰোধ কবির মনে মানসিক যন্ত্রণার সৃষ্টি করেছে। ওই মানসিক যন্ত্রণার থেকেই কবির এই উক্তি।
- “সে-ই কবিতায় জাগে আমার বিবেক” – ‘বিবেক’ কে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তর:- কবি মৃদুল দাশগুপ্ত যুদ্ধ ও প্রতিবাদী বিবেককে বিস্ফোরণের আগে সঞ্জিত বারুদের সঙ্গে তুলনা করেছেন।
- “আমি তা পারি না”- কে, কী পারেন না ?
উত্তর:- প্রতিবাদী কবি মৃদুল দাশগুপ্ত ‘ক্রন্দনরতা’ জননীর পাশে কবিতায় ছিন্নভিন্ন, নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে খুঁজে পেয়ে আকাশের দিকে তাকিয়ে বিধির কাছে বিচার চাইতে পারেন না।
- “কেন তবে লেখা, কেন গান গাওয়া”- কবির এমন উক্তির কারণ কী তা লেখো?
উত্তর:- কবি-শিল্পীরা ক্রন্দনরতা জননীর পাশে না দাঁড়ালে তাদের গান গাওয়া, লেখালেখি সবই বৃথা, একথা বলার জন্যই কবি এই আলোচ্য উক্তিটি করেছেন।
- “আমি কি তাকাব আকাশের দিকে”– কবি একথা বলেছেন কেন?
উত্তর:- প্রতিবাদী কবি মৃদুল দাশগুপ্ত নিখোঁজ, ছিন্নভিন্ন জঙ্গলে পাওয়া মেয়েটির পাশে না দাঁড়িয়ে তাকে উপেক্ষা করে বিচার চাওয়ার জন্য আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন, এপ্রসঙ্গেই কবি এই উক্তিটি করেছেন।
- ক্রন্দনরতা জননীর পাশে না থাকতে পারলে কবি কী কী ব্যর্থ বলে মনে করেন?
উত্তর:- ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবি মনে করেন তার লেখাজোখা, গান গাওয়া ও আঁকাআঁকি এসবই প্রায় একপ্রকারে ব্যর্থ।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।