9th December 2022 Current Affairs in Bengali | 9th ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 9th December 2022 Current Affairs in Bengali | 9th ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 8th December 2022 Current Affairs in Bengali | 8th ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

9th December 2022 Current Affairs in Bengali | 9th ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস কবে পালন করা হয়?

উত্তর:- ৯ই ডিসেম্বর

  1. NABARD -এর চেয়ারম্যান পদে কাকে মনোনীত করা হলো?

উত্তর:- K.V. সাজি (K.V. Shaji).

  1. কোন ব্যাংক আর্থিক নিরাপত্তার উপর EAG লরিয়েট পুরস্কার জিতলো?

উত্তর:- ব্যাঙ্ক অফ বরোদা

  1. পেরুর প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হলেন?

উত্তর:- দিনা বলুয়ার্তে

  1. আর্টন ক্যাপিটাল দ্বারা প্রকাশিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট তালিকা 2022-এ ভারতের স্থান কত?

উত্তর:- 87 তম

  1. কলম্বিয়ায় 2022 বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে কে রৌপ্য জিতলেন?

উত্তর:- মীরাবাই চানু

  1. কোন ভারতীয় আমেরিকান মার্কিন প্রেসিডেন্ট দ্বারা লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন?

উত্তর:- কৃষ্ণ ভবিলালা

  1. কে রাজ্যসভার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেন?

উত্তর:- উপরাষ্ট্রপতি জগদীপ ধনখার

  1. টাইম ম্যাগাজিন “পার্সন অফ দ্য ইয়ার 2022” এর জন্য কাকে মনোনীত করলো?

উত্তর:- ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি

  1. কে BHAVINI এর চেয়ারম্যান ও MD হিসাবে নিযুক্ত হলেন?

উত্তর:- K.V. সুরেশ কুমার (K.V. Suresh Kumar).

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।