কেন্দ্রীয় সরকারের অধীন নর্থদার্ন কোল্ড ফিল্ডসে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নর্থদার্ন কোল্ডফিল্ডস কেন্দ্রীয় সরকারের অধীন কোল ইন্ডিয়ার একটি সহযোগী সংস্থা। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন।
■ শূন্যপদের সংখ্যা:-
নর্থদার্ন কোল্ডফিল্ডস লিমিটেড মাইনিং সর্দারের ৩৭৪ টি পদ রয়েছে ও সার্ভেয়রের ৩১ টি পদ রয়েছে। ৩৭৪ টি পদের মধ্যে ১৪৯ টি সাধারণের জন্য। আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য ৩৬ টি, তফশিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের জন্য যথাক্রমে ৫৫, ৭৯, ও ৫৫ টি পদ সংরক্ষিত। অন্যদিকে ৩১ টি পদের মধ্যে ১৪ টি সাধারণ, ৩টি আর্থিক অনগ্রসর, তফশিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের জন্য যথাক্রমে ৪,৬, ৪ টি পদ সংরক্ষিত।
■ শিক্ষাগত যোগ্যতা:-
দুটি পদের ক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। মাইনিং সর্দারের জন্য মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা ডিপ্লোমা পাশ হতে হবে। এছাড়াও ওভারম্যান, গ্যাস টেস্টিং, সার্ভেয়র পদের জন্য মাইনিং বা সার্ভেয়র ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক কিংবা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
■ বেতন:-
মাইনিং সর্দারের বেসিক পে ৩১ হাজার ৮৫২ টাকা এবং সার্ভেয়রের বেসিক পে ৩৪৩৯১ টাকা।
➤ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
➤ ভারতীয় সেনাবাহিনীতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
➤ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
■ বয়সসীমা:-
দুটি পদের ক্ষেত্রেই বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
■ আবেদন পদ্ধতি:-
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২২ ডিসেম্বর পর্যন্ত। তবে আবেদন করার আগে আবেদনকারীরে নিয়োগের বিজ্ঞপ্তিটি পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তিটি পড়তে ক্লিক করুন: http://www.nclcil.in/Content/nclcil.in/Document
■ আবেদন মূল্য:-
Gen/OBC/EWS Category প্রার্থীদের জন্য – Rs. 1000/-
SC/ST/Women/PWD Category প্রার্থীদের জন্য- কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না।
বিশেষ বিজ্ঞপ্তি :: Ajjkal.com কোনোভাবে কোনোপ্রকার Employment Agency-র সাথে যুক্ত নয়। উক্ত পোস্টের মধ্যে নথিগুলি বিভিন্ন নিউজ পেপার ও ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। পোস্টের বিষয়বস্তু বিশদ জানার জন্য আপনারা পোস্টের মধ্যে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।