50+ জেনারেল নলেজ প্রশ্নোত্তর | General Knowledge Questions Answers

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি General Knowledge Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 50+ জেনারেল নলেজ প্রশ্নোত্তর | General Knowledge Questions Answers

👉 Join Our Telegram Chanel – Click Here 👈

50+ জেনারেল নলেজ প্রশ্নোত্তর | General Knowledge Questions Answers

  1. তেভাগা আন্দোলন কবে শুরু হয়েছিল?

উঃ ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে।

  1. মেগাস্থিনিসের ‘ইণ্ডিকা’ গ্রন্থটি কোন ভাষায় লেখা?

উঃ গ্রীক ভাষায়।

  1. মুঘল যুগে ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর প্রতিনিধি হিসাবে কে ভারতে এসেছিলেন?

উঃ উইলিয়াম হকিন্স।

  1. পর্তুগীজ নাবিক ভাস্কো ডা গামা কবে ভারতে এসেছিলেন?

উঃ ১৪৯৮ খ্রীষ্টাব্দের ২৭শে মে।

  1. কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়?

উঃ সমুদ্রগুপ্তকে।

  1. হর্ষচরিত গ্রন্থটির রচয়িতা কে?

উঃ বাণভট্ট।

  1. বাংলায় ‘স্বাধীন নবাবী’ কে প্রতিষ্ঠা করেছিলেন?

উঃ মুর্শিদকুলি খাঁ।

  1. ওয়াটালুর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে সংঘটিত হয়েছিল?

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন।

  1. তাজমহল কে প্রতিষ্ঠা করেছিলেন?

উঃ শাহজাহান।

  1. শিবাজীর পুত্রের নাম কী ছিল?

উঃ শম্ভুজী।

  1. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন?

উঃ লালা হরদয়াল।

  1. ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দে।

  1. গ্রাণ্ড ট্রাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেছিলেন?

উঃ শেরশাহ।

  1. ভাস্কো ডা গামা প্রথমে কোন বন্দরে পদার্পণ করেন?

উঃ কালিকট বন্দরে।

  1. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন?

উঃ রামমোহন রায়।

  1. ভারতের প্রথম ভাইসরয় কে ছিল?

উঃ লর্ড ক্যানিং।

  1. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন?

উঃ প্রমথনাথ মিত্র।

  1. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়?

উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল।

  1. ‘মেইন ক্যাম্ফ’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ হিটলার।

  1. মহাত্মা গান্ধী কত সালে জন্মগ্রহণ করেছিলেন?

উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দে।

  1. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন?

উঃ লর্ড কর্ণওয়ালিশ (১৭৯৩ খ্রীষ্টাব্দে)।

  1. কত খ্রীষ্টাব্দে আকবর জন্মগ্রহণ করেছিলেন?

উঃ ১৫৭৫ খ্রীষ্টাব্দে।

  1. সিন্ধুসভ্যতার বর্তমান নাম কী ছিল?

উঃ হরপ্পা সভ্যতা।

  1. খানুয়ার যুদ্ধ কত খ্রীষ্টাব্দে হয়েছিল?

উঃ ১৫২৭ খ্রীষ্টাব্দে।

  1. দিল্লীর দাস বংশের অবসান কে করেছিলেন?

উঃ জালালউদ্দিন খলজী।

  1. বাংলায় পাইক বিদ্রোহের নেতার নাম লেখো?

উঃ দূর্জন সিং।

  1. কে পাট্টা ও কবুলিয়ৎ প্রথা প্রচলন করেছিলেন?

উঃ শেরশাহ।

  1. মুসি নদীর তীরে কোন শহরটি অবস্থিত?

উঃ হায়দ্রাবাদ।

  1. কোন স্থানে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়?

উঃ হাম্পিতে।

  1. পাণ্ড্যদের রাজধানী কোথায় ছিল?

উঃ মাদুরাই।

  1. পলাশীর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে সংঘটিত হয়?

উঃ ১৭৫৭ খ্রীষ্টাব্দে।

  1. মৌর্য সম্রাট বৃহদ্রথকে কে হত্যা করেছিলেন?

উঃ পুষ্যমিত্র শুঙ্গ।

  1. আকালত্‌খত কোন শিখ গুরু স্থাপন করেছিলেন?

উঃ গুরু গোবিন্দ সিং।

  1. কলকাতার নাম পালটে আলিনগর কে রেখেছিলেন?

উঃ সিরাজ-উদ-দৌলা।

  1. নাদিরশাহ কবে ভারত আক্রমণ করেছিলেন?

উঃ ১৭৩৯ খ্রীষ্টাব্দে।

  1. বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব পদে কে ছিলেন?

উঃ মীরকাশিম।

  1. ওয়াহাবী আন্দোলন কে প্রতিষ্ঠাতা করেন?

উঃ সৈয়দ আহমেদ।

  1. কত সালে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল?

উঃ ১৮০০ খ্রীষ্টাব্দে।

  1. কাউন্সিল অব এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উঃ ১৮৮২ খ্রীষ্টাব্দে।

  1. পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা কে?

উঃ বিষ্ণুশর্মা।

  1. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ লর্ড মাউন্টব্যাটেন।

  1. জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ মহাবীরকে।

  1. মৌর্য সাম্রাজের রাজধানী কোথায় ছিল?

উঃ পাটলিপুত্র।

  1. ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?

উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

  1. দিল্লীর প্রথম দাস সুলতান কে ছিল?

উঃ কুতুবউদ্দিন আইবক।

  1. মহম্মদ বিন তুঘলক কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন?

উঃ দেবগিরিতে।

  1. পাণিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল?

উঃ ১৫২৬ খ্রীষ্টাব্দে।

  1. হুমায়ুনের সমাধি কোথায় স্থাপন করা হয়েছে?

উঃ দিল্লীতে।

  1. কংগ্রসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল?

উঃ লাহোর অধিবেশনে।

  1. গান্ধীজী দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেন কত খ্রীষ্টাব্দে?

উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দে।

  1. আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠিত হয়েছিল?

উঃ সিঙ্গাপুরে।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।