চাকরি প্রার্থীদের জন্য সুখবর। State Bank of India (SBI) আপনার জন্য নিয়ে এসেছে Specialist Cadre Officer (SCO) সহ একাধিক পদে এই নিয়োগ পদ এর চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে State Bank of India (SBI) তে নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।
■ বিজ্ঞপ্তি নম্বর:- CRPD/SCO/2022-23/23, CRPD/SCO/2022-23/25, CRPD/SCO/2022-23/26
■ অফিসিয়াল ওয়েবসাইট:- https://www.sbi.co.in/ or https://bank.sbi/
■ আবেদন শুরুর তারিখ:- 22 November 2022
■ আবেদন শেষের তারিখ:- 12 December 2022
■ নিয়োগকারী সংস্থার চাকরির বিবরণ:-
■ আবেদনের পদ্ধতি:- Online
■ নিয়োগকারী সংস্থা:-
State Bank of India (SBI)
■ পদের নাম:- Specialist Cadre Officer (SCO) পদ
■ কর্মস্থল:- সমগ্র ভারত জুড়ে
■ মোট শূন্যপদ:- 65
■ বয়সসীমা:- প্রার্থীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় সরকারী নিয়মানুসারে।
➤ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
➤ ভারতীয় সেনাবাহিনীতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
➤ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
■ শিক্ষাগত যোগ্যতা:-
স্নাতক পাশ ও B.E./B.Tech পাশ প্রার্থীরা এই পদের জন্য বিবেচিত হবেন।
■ আবেদন মূল্য:-
Gen/OBC/EWS Category প্রার্থীদের জন্য – Rs. 750/-
SC/ST/Women/PWD Category প্রার্থীদের জন্য- কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না।
■ প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-
আবেদনপত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীকে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে-
◾ Short-listing.
◾ Document Verification (DV).
◾ Interview
■ আবেদন পদ্ধতি:-
আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://www.sbi.co.in/ or https://bank.sbi/ এর মাধ্যমে আবেদন করতে পারেন।
বিশেষ বিজ্ঞপ্তি :: Ajjkal.com কোনোভাবে কোনোপ্রকার Employment Agency-র সাথে যুক্ত নয়। উক্ত পোস্টের মধ্যে নথিগুলি বিভিন্ন নিউজ পেপার ও ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। পোস্টের বিষয়বস্তু বিশদ জানার জন্য আপনারা পোস্টের মধ্যে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।