Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 26th November 2022 Current Affairs in Bengali | 26th নভেম্বর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 26th November 2022 Current Affairs in Bengali | 26th নভেম্বর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
26th November 2022 Current Affairs in Bengali | 26th নভেম্বর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- “সংবিধান দিবস” (Constitution Day) কবে পালন করা হয়ে থাকে?
উত্তর:- 26th নভেম্বর
- FICCI দ্বারা সম্প্রতি কাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2022 -এ ভূষিত করা হলো?
উত্তর:- রাজেন্দ্র পাওয়ার
- খাদি ও গ্রামীণ শিল্প কমিশন (KVIC) -এর CEO হিসাবে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- বিনিত কুমার (Vinit Kumar).
- সম্প্রতি কে “ডাঃ কালাম সেবা পুরস্কার” দ্বারা ভূষিত হলেন?
উত্তর:- রবি কুমার সাগর
- সম্প্রতি কোন দেশ ভারতে সর্বাধিক রাসায়নিক সার সরবরাহকারী দেশ হয়ে উঠেছে?
উত্তর:- রাশিয়া
- সম্প্রতি রাজস্থানের থর মরুভূমিতে সাউথ ওয়েস্টার্ন কমান্ড কোন ফায়ারপাওয়ার এক্সারসাইজ পরিচালনা করলো?
উত্তর:- শত্রু ন্যাশ (Shatru Nash).
- টানা ৭ম বারের জন্য নেপালের প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হলেন?
উত্তর:- শের বাহাদুর দেউবা (Sher Bahadur Deuba).
- সম্প্রতি মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ নিলেন?
উত্তর:- আনোয়ার ইব্রাহিম (Anwar Ibrahim).
- সম্প্রতি কোন ব্যাঙ্ক ফেস অথেন্টিকেশন KYC চালু করলো?
উত্তর:- এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক (Airtel Payments Bank).
- পুরুষদের গ্রুমিং ব্র্যান্ড আরবান গাব্রুর (men’s grooming brand Urban Gabru) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?
উত্তর:- ক্রিকেটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav).
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।