GST সংক্রান্ত প্রশ্নোত্তর বই PDF | GST Related Questions Answers Book PDF

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি GST Related Questions Answers Book PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে GST সংক্রান্ত প্রশ্নোত্তর বই PDF | GST Related Questions Answers Book PDF

Ajjkal

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

GST সংক্রান্ত প্রশ্নোত্তর বই PDF | GST Related Questions Answers Book PDF

PDF -এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো:-

1. GST কথার পুরো অর্থ কি?

উত্তর:- (d) Goods and Service Tax

2. GST বিল ভারতীয় পার্লামেন্টে পাস হওয়ার সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন?

উত্তর:- অরুণ জেটলি

3. ভারতীয় সংবিধানের কোন ধারায় GST  -এর কথা বর্ণিত আছে?

উত্তর:- 101

  1. GST Council কোন অনুচ্ছেদের দ্বারা স্থাপিত হয়েছে?

উত্তর:- 279A

5. GST COUNCIL -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর:- নিউ দিল্লি

  1. GST Council -এর চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব পালন করেন?

উত্তর:- অর্থমন্ত্রী

7. GST বিল রাজ্যসভায় কবে পাস হয়েছিল?

উত্তর:- 8 আগস্ট 2016

8. GSTN কোন ধারায় বর্ণিত হয়েছে?

উত্তর:- COMPANIES ACT, 2013

9. GSTN -এ কত শতাংশ কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কর আরোপ করে থাকে?

উত্তর:- 49%

10. ভারতের GST মডেল অনুযায়ী কত গুলি করের হার ধার্য করা হয়েছে?

উত্তর:- 4

  1. বর্তমানে GST Finance minister panel chairman কে?

উত্তর:- নির্মলা সীতারমন

12. নিম্নলিখিত এর মধ্যে কোন দেশটি প্রথম GST চালু করেছিল?

উত্তর:-  ফ্রান্স

13. বর্তমানে কতগুলি দেশে GST চালু রয়েছে?

উত্তর:- 160

14. ভারতে GST ব্যবস্থা সক্রিয় ভাবে চালু হয়েছে 2017 সালের 1 লা জুলাই। ভারত কোন দেশের GST মডেলটি গ্রহণ করেছে?

উত্তর:- কানাডা

  1. The Central board of Excise and Customs কোন দিনটিকে ভারতে GST দিবস হিসেবে ঘোষণা করেছে?

উত্তর:- 1 জুলাই

16. নীচের দেশ গুলির মধ্যে কোন দেশটির সবচেয়ে বেশি GST tax slab আছে?

উত্তর:- ভারত

17. কোন বছরে ভারতে প্রথম GST ব্যবস্থা চালু করা হয়?

উত্তর:- 2000

18. নীচের দেশ গুলির মধ্যে কোন দেশটি GST TAX SLAB এর দিক থেকেই দ্বিতীয় স্থান অধিকার করেছে?

উত্তর:- নেদারল্যান্ডস

19. GST act কবে পাস করা হয়েছিল?

উত্তর:- 28 জুন 1999

20. ভারতের কোন রাজ্য সর্বপ্রথম GST বিলটি সমর্থন করেছিল?

উত্তর:- আসাম

21. আসামের আইন সভা কবে GST বিলটি সমর্থন করেছিল?

উত্তর:-  12 আগস্ট 2016

22. কত নং সংবিধান সংশোধনী বিলে  GST  বিল পাস হয়েছিল?

উত্তর:- 122

23. GST -এর ওপর থেকে কোন ট্যাক্স তুলে নেওয়া হয়েছে ?

উত্তর:- সার্ভিস ট্যাক্স

24. কতগুলো রাজ্য GST বিলটি পাস করে?

উত্তর:- 15 টি

25. রষ্ট্রপতি কবে GST বিলটিকে অনুমোদন দিয়েছে?

উত্তর:- 8 সেপ্টেম্বর 2016

26. GST council কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছে?

উত্তর:- 33 জন

27. GST bill অনুমোদন করা শেষ রাজ্য কোনটি?

উত্তর:- জম্মু কাশ্মীর

28. ফ্রান্সে কত সালে GST চালু হয়?

উত্তর:- 1954 সালে

  1. GST নম্বর কত ডিজিটের হয়ে থাকে?

উত্তর:- 15 ডিজিটের

30. GST বিল লোকসভায় কবে পাস হয়েছিল?

উত্তর:- 3 আগস্ট 2016

31. GST কোন ধরনের কর?

উত্তর:- অপ্রত্যক্ষ কর

32. নিম্নের কোনটির উপর GST আরোপ করা হয়নি?

উত্তর:- এলপিজি গ্যাস, পেট্রোল, পানীয়

33. HSN code এর পুরো কথা কি?

উত্তর:- Harmonized System of Nomenclature

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

File Name:-  GST Related Questions Answers Book PDF in Bengali [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here To Download Full PDF

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।