ভূমি চিত্র প্রকল্প | Landscape Project

ভূমি চিত্র প্রকল্প | Landscape Project: The drawing program was inaugurated in August 2009 to hand over the picture of their land to the land owners. Then by 2010 this geography was introduced in 200 parts of West Bengal. The total number of blocks in West Bengal is 341. When the landowner in Kona applied for a deed of his land, he now received an A-4 sheet of paper with the deed of his land.




ভূমি চিত্র প্রকল্প | Landscape Project

সারা ভারতের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার সােনারপুর বিধানসভা ক্ষেত্রেই প্রথম ‘ভূচিত্র প্রকল্প’ চাল হল।

জমির  মালিকদের হাতে তাদের জমির চিত্র তুলে দিতে ২০০৯ সালের আগসে চিত্র কর্মসূচির উদ্বোধন হয়। এরপর ২০১০ সালের মধ্যে পশ্চিমবঙ্গের ২০০টিকে এই ভূচিত্র চালু হয়। পশ্চিমবঙ্গে মোট ব্লকের সংখ্যা ৩৪১টি। কোনাে জমির মালিক তাঁর জমির খতিয়ান পাওয়ার জন্য আবেদন করলে সেই খতিয়ানের সঙ্গে এখন তিনি হাতে পান A – 4 মাপের এক পাতার কাগজ তার জমির ভূচিত্র।




এই ভূচিত্রে মালিকের জমির আকার, জমির সুনির্দিষ্ট মাপ ও ওই জমির লাগােয়া অন্য সব কটি জমির দাগ নম্বর ও মানচিত্রও দেওয়া থাকে জামির মালিকের সঙ্গে পাশের জমির মালিকের সীমানা নিয়ে মতবিরােধ হলে ‘ভূচিত্র দেখেই এখন সেই বিরােধ অনায়াসে মেটানাে যায়।