Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 24th November 2022 Current Affairs in Bengali | 24th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 24th November 2022 Current Affairs in Bengali | 24th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
24th November 2022 Current Affairs in Bengali | 24th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- কোন দেশ 2023 সালে উদ্বোধনী অলিম্পিক ই-স্পোর্টস সপ্তাহের আয়োজন করবে?
উত্তর:- সিঙ্গাপুর
- তামিলনাড়ুর কোন গ্রামকে রাজ্যের প্রথম জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে?
উত্তর:- অরিত্তপট্টি (Arittapatti).
- ইন্দো-প্যাসিফিক রিজিওনাল ডায়ালগ 2022 -এর আয়োজক শহর কোনটি?
উত্তর:- দিল্লী
- 2022 সালের জন্য ইউনেস্কো মদনজিৎ সিং পুরস্কার কে পেলেন?
উত্তর:- ফ্রাঙ্কা মা-ইহ সুলেম ইয়ং
- সম্প্রতি IIIT দিল্লি কোন নতুন কেন্দ্র স্থাপন করেছে?
উত্তর:- কোয়ান্টাম প্রযুক্তি
- কে 2023 সালের “ভিক্টোরিয়ান অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার” পুরস্কারে ভূষিত হয়েছে?
উত্তর:- ডঃ অঙ্গরাজ খিলন
- Real11 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- কুলদীপ যাদব
- স্পোর্টসকিডার (Sportskeeda)-এর CEO হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- অজয় প্রতাপ সিং
- সম্প্রতি কোন দেশের সংসদ ভারতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি পাস করেছে?
উত্তর:- অস্ট্রেলিয়া
- 2023 সালের SCO শীর্ষ সম্মেলনের থিম কী?
উত্তর:- “For a SECURE SCO”.
- সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- অরুণ গোয়েল
- সম্প্রতি কোন ব্যাঙ্কটি MSME-এর জন্য জ্ঞান সামিট ‘ইভলভ’-এর 7 তম সংস্করণ চালু করেছে?
উত্তর:- Axis Bank
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।