রাজ্যের আইনসভায় স্পীকারের ভূমিকা | Role of Speaker in State Legislature

রাজ্যের আইনসভায় স্পীকারের ভূমিকা | Role of Speaker in State Legislature

■ রাজ্যের আইনসভায় স্পীকারের ভূমিকা (Role of Speaker in State Legislature):-

উত্তর:: বিধানসভায় সভাপতিত্ব করাই তাঁর স্পীকারের প্রধান কাজ। সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করাই তাঁর প্রাথমিক কর্তব্য। স্পীকার সদস্যদের বিতর্ক ও আলোচনায় অংশগ্রহণের অনুমতি দেন এবং সময় নির্দিষ্ট করে দেন। তাঁর অনুমতি ছাড়া এবং নির্দিষ্ট সময়ের বাইরে কোন সদস্য বক্তব্য রাখতে পারেন না। প্রশ্ন জিজ্ঞাসা, প্রস্তাব উত্থাপন, মুলতবী প্রস্তাব প্রভৃতি বিষয় গ্রহণ এবং উত্থাপনের যোগ্য কিনা তা অধ্যক্ষ বিচার করেন। সংসদীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থায় শাসকদল ও বিরোধীদলের মধ্যে আলাপ-আলোচনা ও তর্ক-বিতর্কের মাধ্যমে সরকারের কাজকর্ম পরিচালিত হয়। এই কারণে স্পীকারকে উভয় পক্ষের মধ্যে নিরপেক্ষতা বজায় রেখে সরকারের কার্যধারাকে অব্যাহত রাখতে হয়। স্পীকার প্রয়োজনবোধে সভায় কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য ভোট গ্রহণ করতে পারেন।

কিন্তু নিজে তিনি ভোট দেন না। স্পীকারকে সভায় নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার দিকে সতর্ক দৃষ্টি রাখতে হয়। স্পীকার বিধানসভার সদস্যদের বিশেষাধিকারসমূহ এবং সামগ্রিকভাবে সভার মর্যাদা রক্ষার দায়িত্বযুক্ত। কোন বিল অর্থ বিল কিনা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার চরম ক্ষমতা স্পীকারের। স্পীকার বিধানসভার মুখপাত্র হিসাবেও কাজ করেন। তিনি রাজ্যপাল ও বিধানসভার মধ্যে যোগাযোগ রক্ষা করে থাকেন। স্পীকার বিধানসভার বিভিন্ন কমিটির সদস্যদের মনোনীত করেন। বিধানসভার নেতার অনুরোধে স্পীকার সভার গোপন অধিবেশনের ব্যবস্থা করতে এবং দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করতে বলতে পারেন সংবিধানের ৫২ তম সংশোধন (১৯৮৫) অনুসারে স্পীকার রাজ্য বিধানসভার সদস্যদের দলত্যাগের বিষয় সম্পর্কে বিচার-বিবেচনা করতে পারেন।