Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 11th November 2022 Current Affairs in Bengali | 11th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 11th November 2022 Current Affairs in Bengali | 11th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।

11th November 2022 Current Affairs in Bengali | 11th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- জাতীয় শিক্ষা দিবস (National Education Day) পালিত হয়ে থাকে?
উত্তর:- 11th নভেম্বর
- ভারতের 22 তম আইন কমিশনের চেয়ারপারসন হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- বিচারপতি ঋতুরাজ অবস্থি (Rituraj Awasthi).
- সম্প্রতি গ্লোবাল সিস্টেম অফ মোবাইল কমিউনিকেশনস (GSM) অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হলেন?
উত্তর:- গোপাল ভিট্টল (Gopal Vittal).
- তেলেঙ্গানা-ভিত্তিক মহাকাশ সংস্থা থেকে সম্প্রতি উৎক্ষেপণ করা প্রথম বেসরকারি রকেটটির নাম কী?
উত্তর:- বিক্রম-এস (Vikram-S).
- ভারতের কোন রাজ্য লন্ডন ওয়ার্ল্ড ট্রাভেল মার্টে রেসপন্সিবল ট্যুরিজম গ্লোবাল অ্যাওয়ার্ড জিতেছে?
উত্তর:- কেরালা
- জলসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ভারত সম্প্রতি কোন দেশের সাথে MoU চুক্তি স্বাক্ষর করলো?
উত্তর:- ডেনমার্ক (Denmark).
- মাহিন্দ্রা রুরাল হাউজিং ফাইন্যান্সের MD এবং CEO হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- শান্তনু রেগে (Shantanu Rege).
- সম্প্রতি বক্সিংয়ে কে তার ৬ষ্ঠ এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদক জিতলো?
উত্তর:- শিব থাপা (Shiv Thapa).
- ফোর্বস ওয়ার্ল্ডের সেরা নিয়োগকর্তা র্যাঙ্কিং 2022 -এ কোন কোম্পানি ভারতের সেরা নিয়োগকর্তা হিসাবে স্থান পেলো?
উত্তর:- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries).
- সম্প্রতি ভারতীয় বিমান বাহিনী এবং রয়্যাল সিঙ্গাপুর বিমান বাহিনীর মধ্যে বার্ষিক যৌথ সামরিক প্রশিক্ষণের 11 তম সংস্করণ কোন রাজ্যে শুরু হলো?
উত্তর:- পশ্চিমবঙ্গ
- ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ব্যবহারকারীর অভিজ্ঞতার জানার জন্য সম্প্রতি যে চ্যাটবট চালু করলো তার নাম কী?
উত্তর:- আধার মিত্র (Aadhar Mitra).
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।