1st November 2022 Current Affairs in Bengali | 1st নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 1st November 2022 Current Affairs in Bengali | 1st নভেম্বর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1st November 2022 Current Affairs in Bengali | 1st নভেম্বর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal

1st November 2022 Current Affairs in Bengali | 1st নভেম্বর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “ছত্তিশগড় রাজ্যোৎসব” (Chhattisgarh Rajyotsava) কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- 1st নভেম্বর

  1. “World Vegan Day” কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 1st নভেম্বর

  1. সরকার কর্তৃক দেশের সিভিল 20 (C20) এর চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- মাতা অমৃতানন্দময়ী (Mata Amritanandamayi).

  1. জম্মু ও কাশ্মীরে কোন সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর:- জশন-ই-কাশ্মীর (Jashn-e-Kashmir).

  1. কোন কোম্পানি পেমেন্ট এগ্রিগেটর হিসেবে কাজ করার জন্য RBI থেকে অনুমোদন পেল?

উত্তর:- Infibeam Avenues Ltd.

  1. সম্প্রতি অনুষ্ঠিত ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপ রাইফেল 2022-এ ভারত কটি পদক জিতলো?

উত্তর:- ৩৪টি পদক

  1. সম্প্রতি কোন রাজ্যে Terai Elephant Reserve অনুমোদন করলো কেন্দ্র সরকার ?

উত্তর:- উত্তরপ্রদেশ

  1. যোগাযোগ প্রযুক্তিকে শক্তিশালী করার জন্য দুবাইতে সংযুক্ত আরব আমিরাত কোন প্ল্যাটফর্ম চালু করলো?

উত্তর:- V. Connct

  1. সম্প্রতি 2022 ওপেক ওয়ার্ল্ড অয়েল আউটলুক (WOO) কোথায় চালু হতে চলেছে ?

উত্তর:- আবুধাবি (Abu Dhabi).

  1. প্রথম আসিয়ান-ইন্ডিয়া স্টার্ট আপ ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হলো?

উত্তর:- ইন্দোনেশিয়া

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।