150+ রিজনিং ও অংক প্রশ্নোত্তর | Reasoning and Math Questions Answers PDF

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Reasoning and Math Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 150+ রিজনিং ও অংক প্রশ্নোত্তর | Reasoning and Math Questions Answers PDF

Ajjkal

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

150+ রিজনিং ও অংক প্রশ্নোত্তর | Reasoning and Math Questions Answers PDF

PDF- এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো

  1. ভিন্ন বিকল্প টি খুঁজে বের করো
    (A) FMTA
    (B) AGMS
    (C) GMSY
    (D) DJPV

উত্তর:- (A) FMTA

  1. ডাক্তার : নার্স : : নেতা : ?
    (A) রাজনীতি
    (B) আইন
    (C) অনুগামী
    (D) জনগণ

উওর:-(C) অনুগামী

  1. একটি সারিতে 42 জন পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। নেহা ডান দিক থেকে 16 তম স্থানে দাঁড়িয়ে আছে, বিনিতা বাম দিকে থেকে 26 তম স্থানে দাঁড়িয়ে, যদি মঙ্গল নেহার ডান দিকের সপ্তম স্থানে দাঁড়িয়ে থাকে তবে সারির বাম দিক থেকে মঙ্গলের স্থান কত ?
    (A) 34 তম
    (B) 33 তম
    (C) 35 তম
    (D) 32 তম

উওর:-(A) 34 তম

  1. 2×4×6=4, 9×3×7=13, 4×7×6=3, 9×7×8= ?
    (A) 10
    (B) 8
    (C) 7
    (D) 9

উওর:-(A) 10

  1. 4, 12, 42, 196, 1005, 6066, 42511 [ভুল সংখ্যাটি খুঁজে বের করুন]
    (A) 12
    (B) 42
    (C) 1005
    (D) 196

উওর:-(B) 42

  1. রঞ্জন কালির চেয়ে ও কালি পিঙ্কির চেয়ে লম্বা। বাপি কালির চেয়ে বেঁটে কিন্ত সঞ্জয়ের চেয়ে লম্বা হলে, কে সবচেয়ে বেশি লম্বা ?
    (A) রঞ্জন
    (B) বাপি
    (C) পিঙ্কি
    (D) সঞ্জয়

উওর:-(A) রঞ্জন

  1. 14 (16) 18 এবং 33 (64) 25 হলে 25 (49) X , X এর মান কত
    (A) 36
    (B) 81
    (C) 38
    (D) 18

উওর:-(D) 18

  1. P যদি গুন বোঝায়, R যদি যোগ বোঝায়, T যদি বিয়োগ এবং W যদি ভাগ বোঝায় তবে 64 W 4 P 8 T 6 R 4 = ?
    (A) 96
    (B) 2 2/3
    (C) 130
    (D) 126

উওর:-(D) 126

  1. সিরিজটি সম্পূর্ণ করো : s _ r _ t _ s _ r
    (A) trts
    (B) rtst
    (C) trst
    (D) tsss

উওর:-(C) trst

  1. যদি A = 1, LATE = 38 হয় তবে REBUT = ?
    (A) 65
    (B) 66
    (C) 64
    (D) 67

উওর:-(B) 66

  1. DOES কে নিৰ্দিষ্ট কোডে 5$3% লেখা হলে এবং SITE কে নির্দিষ্ট কোডে %4#3 লেখা হলে, EDIT কে কি লেখা হবে ?
    (A) 354#
    (B) 3#54
    (C) $354
    (D) #3$5

উওর:-(A) 354#

  1. E যদি 5 হয়, AMENDMENT যদি 89 হয় তবে SECRETARY = ?
    (A) 115
    (B) 114
    (C) 112
    (D) 100

উওর:-(B) 114

  1. সঠিক অর্থ সহ সঠিক ক্রমে সাজাও : 1.ঘন্টা 2.মাস 3.সেকেন্ড 4.দিন 5.মিনিট 6.সপ্তাহ ?
    (A) 2,3,4,1,6,5
    (B) 3,5,1,4,6,2
    (C) 2,3,4,1,5,6
    (D) 6,2,5,4,3,1

উওর:-(B) 3,5,1,4,6,2

  1. সিরিজ সম্পূর্ণ করো : Z26, X24, V22, __
    (A) T20
    (B) W23
    (C) K15
    (D) J10

উওর:-(A) T20

  1. বেমানান শব্দ জোড়টি চিহ্নিত করো ?
    (A) ক্যাফিন : কফি
    (B) নিকোটিন : তামাক
    (C) রেসারপিন : সর্পগন্ধা
    (D) কুইনাইন : ধুতুরা

উওর:-(D) কুইনাইন : ধুতুরা

  1. উপযুক্ত বিকল্পটি বসাও : FLO, H(?)Q, JPS, LRU
    (A) P
    (B) I
    (C) N
    (D) M

উওর:-(C) N

  1. প্রদত্ত শব্দ গুলি ডিকশনারি অনুযায়ী সাজালে কি হবে : (1) Optimistic (2) Opposition (3) Organization (4) Ordinary ?
    (A) 2,1,3,4
    (B) 4,3,2,1
    (C) 2,1,4,3
    (D) 1,2,3,4

উওর:-(C) 2,1,4,3

  1. সঞ্জয় দক্ষিণ দিকে 15 মিটার হাঁটার পর বাঁদিকে ঘুরলেন ও 25 মিটার হেঁটে আবার ডান দিকে ঘুরে তিনি আরোও 25 মিটার হাঁটলেন। শেষ পর্যন্ত সঞ্জয় কোন দিকে গেলেন ?
    (A) পূর্ব
    (B) দক্ষিণ
    (C) পশ্চিম
    (D) উত্তর

উওর:-(B) দক্ষিণ

  1. P হল K এর মা, K হল D এর বোন এবং D হল J এর বাবা তবে P, J এর কে হয়
    (A) মা
    (B) ঠাকুর-মা
    (C) কাকিমা
    (D) অনির্ণেয়

উওর:-(B) ঠাকুর-মা

  1. সিরিজ টি সম্পূর্ণ করো : 45, 47, 53, 65, 85, ?
    (A) 115
    (B) 145
    (C) 130
    (D) 105

উওর:-(A) 115

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

File Name:-  Reasoning and Math Questions Answers pdf in Bengali [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here To Download Full PDF

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।