Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Sun Related Questions and Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সূর্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Sun Related Questions and Answers।

সূর্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Sun Related Questions and Answers
■ সূর্য কী ? – আমাদের সৌরজগতের একমাত্র নক্ষত্র, অত্যন্ত উষ্ম গ্যাসীয় পিণ্ড।
■ সূর্যের উপাদান — প্রায় 60 প্রকার গ্যাসীয় উপাদানে গঠিত, হাইড্রোজেন ও হিলিয়াম প্রধান।
■ সূর্যের উত্তাপ — উপরিপৃষ্ঠের উষ্ণতাই প্রায় 6000°সে, কেন্দ্রে উম্মতা প্রায় 2 কোটি ডিগ্রি সে
■ সূর্যের তাপশক্তি বিকিরণ — আলোক ও উত্তাপের মাধ্যমে সূর্য অবিরাম শক্তি বিকিরণ করে চলেছে, যার 200 কোটি ভাগের মাত্র এক ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়।
■ সূর্যের আয়তন — পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়ো।
■ সূর্যের গতি — পৃথিবীর মতো সূর্যেরও আবর্তন ও পরিক্রমণ গতি আছে। একবার আবর্তন করতে সূর্যের সময় লাগে পৃথিবীর সময়ের মাপকাঠিতে প্রায় 24-5 দিন এবং পরিক্রমণ করতে লাগে প্রায় 20 কোটি বছর।
❏ পৃথিবী থেকে দূরত্ব — পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিমি।
❏ সৌরকলঙ্ক — সৌরপৃষ্ঠে কালো কালো ছোপ দেখা যায়। এগুলিকে সৌরকলঙ্ক (Sunspot) বলে। সূর্যপৃষ্ঠে যখন যেখানে উষ্মতা অনেক কমে যায় (1500° সে) তখন – সেই জায়গাগুলি পৃথিবী থেকে কালো কালো ছোপের মতো দেখায় । সাধারণত এগারে বছর অন্তর সৌরকলঙ্কগুলির আধিক্য ঘটে।
❏ সূর্য থেকে দূরত্ব অনুযায়ী গ্রহ, বামন গ্রহ প্লুটো ও গ্রহাণুপুঞ্জের পরপর অবস্থান–
আমাদের সৌরজগতে আছে আটটি জ্ঞাত গ্রহ, বামন গ্রহ প্লুটো আর আছে গ্রহাণুপুঞ্জ। সূর্য থেকে দূরত্ব অনুযায়ী সেগুলি পরপর রয়েছে — প্রথমে বুধ, তারপর ক্রমশ শুক্র, পৃথিবী, মঙ্গল, গ্রহাণুপুঞ্জ, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। গ্রহগুলিকে গ্রহাণুপুঞ্জ যেন দুটি ভাগে ভাগ করেছে—
[ক] গ্রহাণুপুঞ্জ থেকে সূর্যের দিকের গ্রহগুলিকে বলা হয় অন্তঃস্থ গ্রহ (Inner Planets), এই গ্রহগুলি হল বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল।
[খ] গ্রহাণুপুঞ্জ থেকে সূর্যের বাইরের দিকের গ্রহগুলিকে বলা হয় বহিঃস্থ গ্রহ (Outer Planets) — বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। চারটি আয়তনে বিশাল বলে এদের বৃহদাকার বা দৈত্যাকার গ্রহও (Giant Planets) বলা হয়।
■ ভলকান গ্রহ — ভলকান গ্রহ আবিষ্কার নিয়ে এককালে খুব আলোড়ন হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত এর অস্তিত্ব প্রমাণিত হয়নি।
■ গ্রহগুলির পরিক্রমণের পথ — গ্রহগুলি সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে ঘুরছে। প্রত্যেকটি গ্রহের ঘোরার পথ আলাদা। গ্রহ যে পথে ঘোরে, তাকে কক্ষ বা কক্ষপথ বলে।
■ আয়তন হিসাবে গ্রহসমূহ — আয়তন হিসাবে আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ হল বৃহস্পতি। তারপর যথাক্রমে ছোটো হল — শনি, ইউরেনাস, নেপচুন, পৃথিবী, শুক্র, মঙ্গল ও বুধ। বুধের ব্যাস 4880 কিমি। বামন গ্রহ প্লুটো -র ব্যাস 2274 কিমি।
■ সূর্যের সঙ্গে পৃথিবীর সম্পর্ক :
[i] সূর্য আমাদের পৃথিবীর আলোক ও উত্তাপের উৎস।
[ii] সূর্যের আলোক ও উত্তাপের জন্যই পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছে।
[iii] সূর্য আছে বলেই পৃথিবীতে দিবা – রাত্রি ও ঋতু পরিবর্তন সম্ভব হয়।
[iv] এগুলির চেয়েও সূর্যের সঙ্গে পৃথিবীর আরও বড়ো সম্পর্ক হল পৃথিবীর সৃষ্টি। বিজ্ঞানীরা মনে করেন সৌরজগতের সমগ্র গ্রহগুলির সৃষ্টির ব্যাপারেই কোনোনা কোনো ভাবে সূর্যের ভূমিকা অবশ্যই রয়েছে।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।