Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ এসেছি Social Life of Harappan Civilization. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে হরপ্পা সভ্যতার সামাজিক জীবন | Social Life of Harappan Civilization।
হরপ্পা সভ্যতার সামাজিক জীবন | Social Life of Harappan Civilization
■ হরপ্পা সভ্যতার সামাজিক জীবন :
● (১) শ্রেণিবিভক্ত সমাজ : শ্রেণিবিভক্ত সমাজ ছিল হরপ্পা সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সভ্যতায় প্রাপ্ত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানা যায় যে, সেই যুগে সমাজে তিন শ্রেণির মানুষের অস্তিত্ব ছিল, যথা : বিত্তশালী শাসকগোষ্ঠী, ধনী ব্যবসায়ী এবং দরিদ্র শ্রমিক ও কারিগর শ্রেণি। মিশর ও ব্যাবিলনের মতো হরপ্পার সমাজে পুরোহিতদের খুবই প্রতিপত্তি ছিল। সভ্যতার আর এক শ্রেণি ছিল শ্রমিক ও কারিগর। এদের থাকার জন্য দুই নগরেই সারিবদ্ধ ‘ব্যারাক’ ঘর ছিল। শ্রমিক ও ক্রীতদাসদের প্রায় সকলেই ছিল পুরোহিত ও মধ্যবিত্ত শ্রেণির ক্রীতদাস। তবে তারা সুখস্বাচ্ছন্দ্য ভোগ করত। অবশ্য হরপ্পা সভ্যতার যুগে সমাজে জাতিভেদ প্রথা ছিল কিনা তা প্রমাণের অভাবে সঠিকভাবে বলা যায় না।
● (২) খাদ্য : হরপ্পা সভ্যতা নগরকেন্দ্রিক হলেও এর মূল ভিত্তি ছিল কৃষি। ধান, গম, যব, বার্লি, নানান ধরনের বাদাম, কড়াইশুঁটি, খেজুর, দুধ প্রভৃতি ছিল হরপ্পার অধিবাসীদের প্রধান খাদ্যশস্য। এখানকার অধিবাসীরা আমিষ খাদ্য হিসেবে মাছ, মাংস ও ডিম আহার করতেন।
● (৩) পোশাক-পরিচ্ছদ ও যুদ্ধাস্ত্র : হরপ্পা যুগে পোশাক-পরিচ্ছদের জন্য প্রধানত সুতি ও পশম ব্যবহার করা হত। তাদের মধ্যে দুই অংশবিশিষ্ট পোশাকের প্রচলন ছিল — এক ভাগ দেহের ওপর ভাগের জন্য এবং অপর ভাগ দেহের নিম্নভাগের জন্য। নারী-পুরুষ সকলেই অলং কার ব্যবহার করত। নারীদের প্রধান অলংকার ছিল কানপাশা, কোমরবন্ধ ও গলার হার। হরপ্পায় প্রচুর পরিমাণে সোনা, রূপা, তামা ও হাতির দাঁতের তৈরি অলংকার পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার যুদ্ধাস্ত্রের মধ্যে কুঠার, বর্শা, তীর-ধনুক ইত্যাদির নিদর্শনও পাওয়া গেছে।
● (৪) গৃহস্থালির সরঞ্জাম ও শিল্প : গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য হরপ্পার অধিবাসীরা ধাতু ও মাটির তৈরি বাসনপত্র, কলসি, জালা, থালা, বাটি প্রভৃতি ব্যবহার করতেন। দৈনন্দিন ব্যবহার্যের মধ্যে ধাতুর তৈরি বাটখারা, সুচ, চিরুনি, কাস্তে, কুঠার, তীর-ধনুক প্রভৃতি উল্লেখযোগ্য ছিল। শিল্পকর্মের মধ্যে উল্লেখযোগ্য ছিল ধাতু ও পোড়ামাটির তৈরি সিলমোহর, নারীমূর্তি, কুঁজওয়ালা ষাঁড়, যোগীমূর্তি প্রভৃতি।
● (৫) জীবিকা : হরপ্পা সভ্যতায় অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকানির্বাহ করতেন। এমনকি শিল্পও ব্যাবসাবাণিজ্যও হরপ্পা যুগের বহু মানুষের জীবিকানির্বাহের প্রধান উপায় হয়ে ওঠে। এযুগে গৃহপালিত পশু হিসেবে গোরু, ষাঁড়, মহিষ, ভেড়া, কুকুর প্রভৃতি প্রতিপালন করা হত। তবে হরপ্পা সভ্যতায় ঘোড়ার ব্যবহার ছিল কিনা সে ব্যাপারে সঠিকভাবে কিছু বলা যায় না।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।