Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 14th October 2022 Current Affairs in Bengali | 14th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 14th October 2022 Current Affairs in Bengali | 14th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
14th October 2022 Current Affairs in Bengali | 14th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- “আন্তর্জাতিক বিশ্ব মান দিবস” (World Standards Day International) কবে পালন করা হয়ে থাকে?
উত্তর:- 14th অক্টোবর
- কেন্দ্রীয় সরকার কাকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োজিত করলো?
উত্তর:- বিচারপতি আলী মোহাম্মদ ম্যাগ্রে (Ali Mohammad Magrey).
- সম্প্রতি ত্রিপুরা স্টেট জুডিশিয়াল একাডেমির উদ্বোধন করলেন কে?
উত্তর:- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu).
- ভারতের কোন রাজ্যে প্রথম ‘কাদাভুর স্লেন্ডার লরিস অভয়ারণ্য’ (Kadavur Slender Loris sanctuary) গড়ে উঠতে চলেছে?
উত্তর:- তামিলনাড়ু (Tamil Nadu).
- সম্প্রতি সার্ভিকাল ক্যান্সারের স্ক্রিনিংয়ের জন্য অল-ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস দ্বারা তৈরি ডিভাইসটির নাম কী?
উত্তর:- কলপোস্কোপ (Colposcope).
- গিনিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হলো ?
উত্তর:- অবতার সিং (Avtar Singh).
- সম্প্রতি মহেন্দ্র সিং ধোনি সুপার কিংস একাডেমি কোথায় উদ্বোধন করলেন?
উত্তর:- তামিলনাড়ু (Tamil Nadu).
- কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সম্প্রতি কোন রাজ্যে একটি জল ক্রীড়া কেন্দ্রের (Water Sports Centre) -এর উদ্বোধন করলেন?
উত্তর:- হিমাচল প্রদেশ (Himachal Pradesh)
- ফুটবলের সংস্কৃতিকে শীর্ষে নিয়ে যেতে কোন রাজ্যে ‘ফুটবল ফর অল’ (Football for All) প্রোগ্রাম লঞ্চ করলো?
উত্তর:- ওড়িশা (Odisha)
- হিমাচল প্রদেশের উনা জেলার আম্ব আন্দাউরা থেকে নতুন দিল্লি পর্যন্ত নতুন বন্দে ভারত এক্সপ্রেস -এর উদ্বোধন করলেন কে?
উত্তর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- কেন্দ্রীয় সরকার কবে পর্যন্ত ইথানল ভর্তুকি প্রকল্পের মেয়াদ বাড়ালো?
উত্তর:- মার্চ 2023
❏ 13th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – Click Here
❏ সেপ্টেম্বর ২০২২ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF – Click Here
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।