18th October 2022 Current Affairs in Bengali | 18th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 18th October 2022 Current Affairs in Bengali | 18th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 18th October 2022 Current Affairs in Bengali | 18th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal

18th October 2022 Current Affairs in Bengali | 18th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. জানুয়ারী 2023-এ 17 তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?

উত্তর:- ইন্দোর, মধ্যপ্রদেশ

  1. 2022 সালের জন্য জল জীবন মিশনের লক্ষ্যমাত্রা অর্জনকারী একমাত্র রাজ্য কোনটি?

উত্তর:- তামিলনাড়ু

  1. 23শে অক্টোবর 2022 -এ ISRO -এর LVM3 রকেটের মাধ্যমে কতগুলি OneWeb স্যাটেলাইট উৎক্ষেপণের কথা ঘোষণা করেছ ?

উত্তর:- 36টি উপগ্রহ

  1. বসনিয়া ও হার্জেগোভিনায় পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কাকে নিয়োজিত করা হলো?

উত্তর:- পার্থ সতপতী (Partha Satpathy).

  1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কটি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট জাতির উদ্দেশে উৎসর্গ করলেন?

উত্তর:- 75 ইউনিট

  1. ভারত সরকার প্রথমবারের মতো কোন ভাষায় MBBS কোর্সের বই চালু করেছে?

উত্তর:- হিন্দি

  1. কোন কোম্পানি ভারতের প্রথম অ্যালুমিনিয়াম মালবাহী ট্রেন রেক তৈরি করেছ ?

উত্তর:- হিন্দালকো (Hindalco)

  1. এবছর কোন দেশ 90 তম ইন্টারপোল সাধারণ পরিষদ হোস্ট করতে চলছে ?

উত্তর:- ভারত

  1. কোন ব্যাঙ্ক ‘Play’ নামে একটি নতুন ক্রেডিট কার্ড চালু করতে BookMyShow -এর সাথে অংশীদারিত্ব গ্রহণ করল?

উত্তর:- RBL Bank (Ratnakar Bank Limited).

  1. ভারত সরকার কোন নদীর উপর প্রথম ঝুলন্ত সেতু তৈরির অনুমোদন করলো?

উত্তর:- কৃষ্ণা নদী (Krishna River).

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।