8th October 2022 Current Affairs in bangla | 8th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 8th October 2022 Current Affairs in bangla | 8th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 8th October 2022 Current Affairs in bangla | 8th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal



8th October 2022 Current Affairs in bangla | 8th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. কে সাহিত্যে 2022 সালের নোবেল পুরস্কার পেয়েছেন?

উত্তর:- অ্যানি আর্নাক্স (Annie Ernaux).

  1. “বিশ্ব তুলা দিবস” (World Cotton Day) কবে পালিত হয়ে থাকে ?



উত্তর:- ৭ই অক্টোবর

  1. সম্প্রতি কে “2022 UNHCR Nansen Refugee Award” জিতলো?

উত্তর:- অ্যাঞ্জেলা মার্কেল (Angela Merkel).

  1. ভারত সরকার কর্তৃক UAPA ট্রাইব্যুনালের প্রিসাইডিং অফিসার হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো ?




উত্তর:- দীনেশ কুমার শর্মা (Dinesh Kumar Sharma).

  1. একটি নতুন উন্নত সুপারভাইজরি মনিটর সিস্টেম- Daksh চালু করলো কোন ব্যাঙ্ক ?

উত্তর:- ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India).

  1. বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন রাজ্য ধূলি-বিরোধী অভিযান শুরু করলো?

উত্তর:- দিল্লি (Delhi).

  1. কোন কোম্পানি ভারতের প্রথম মাইক্রো ক্যাটাগরি ড্রোন সার্টিফিকেশন লাভ করলো ?

উত্তর:- Asteria Aerospace Limited.

  1. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্বাহী বোর্ডে মার্কিন প্রতিনিধি হিসেবে সম্প্রতি কাকে মনোনীত করা হলো?

উত্তর:- ডঃ বিবেক মূর্তি (Dr. Vivek Murthy).

  1. সম্প্রতি আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্স কোন নতুন স্বাস্থ্য বীমা পরিকল্পনা চালু করলো?

উত্তর:- সক্রিয় ফিট (Active Fit).

  1. Alphabet Inc এর Google তার প্রথম ক্লাউড অঞ্চল কোথায় সেট আপ করতে চলছে ?

উত্তর:- গ্রীস (Greece).

  1. পদার্থবিজ্ঞানে কারা 2022 সালের নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন?

উত্তর:- অ্যালাইন অ্যাসপেক্ট, ডনজন এফ ক্লজার, আন্তন জেইলিঙ্গার (Alain Aspect, DonJohn F. Clauser, Anton Zeilinger)

  1. রসায়নে কারা 2022 সালের নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন?

উত্তর:- ক্যারোলিন আর বার্তোজি, মর্টেন মেলডল, কার্ল ব্যারি শার্পলেস (Carolyn R. Bertozzi, Morten Meldol, Karl Barry Sharpless).




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।