মোগল সাম্রাজ্যের প্রসারে বাবরের ভূমিকা | Babur’s Role in Expansion of the Mughal Empire




Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Babur’s Role in Expansion of the Mughal Empire. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মোগল সাম্রাজ্যের প্রসারে বাবরের ভূমিকা | Babur’s Role in Expansion of the Mughal Empire

Ajjkal



মোগল সাম্রাজ্যের প্রসারে বাবরের ভূমিকা | Babur’s Role in Expansion of the Mughal Empire

বাবর (১৫২৬-১৫৩০ খ্রি) :

বাবর কথার অর্থ হল ‘সিংহ’। তিনি ছিলেন দুর্ধর্ষ তৈমুরলঙের বংশধর এবং মাতা ছিলেন মোগল বীর চেঙ্গিজ খাঁর বংশজাত। বাবরের পিতা ওমর শেখ মির্জার মৃত্যুর পর মাত্র বারো বছর বয়সে তিনি মধ্য এশিয়ার ফারঘনা রাজ্যের অধিপতি হন।



কিন্তু আত্মীয়স্বজনদের শত্রুতার ফলে বাবর ফারঘনা থেকে বিতাড়িত হন। রাজ্য হারিয়ে তিনি দেশদেশান্তরে ঘুরে বেড়ান। এই সময় কাবুলের অভ্যন্তরীণ অরাজকতার সুযোগে তিনি অল্প সংখ্যক সৈন্য নিয়ে কাবুল দখল করেন এবং নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন। এরপরেই তাঁর দৃষ্টি পড়ে ভারতের ওপর। সে সময় দিল্লির সুলতান ছিলেন আফগান বংশীয় ইব্রাহীম লোদী। দিল্লির আফগান অভিজাতরা ইব্রাহীম লোদীকে পছন্দ করতেন না। তাঁদের কয়েকজন বাবরকে দিল্লি আক্রমণের জন্য আমন্ত্রণ জানালে বাবর ভারত জয় করার এক অপূর্ব সুযোগ পান। তিনি দেরি না করে ভারত আক্রমণ করেন।




১৫২৬ খ্রিস্টাব্দে বাবর দিল্লির কাছে পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদিকে পরাস্ত ও নিহত করেন। এই যুদ্ধে জয়লাভের ফলে আফগান সাম্রাজ্যের পতন ঘটে এবং দিল্লি থেকে আগ্রা পর্যন্ত বিস্তীর্ণ এলাকার ওপর মোগলদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এই সময়ে আফগানদের মতো রাজপুতরাও ছিল প্রবল শক্তিশালী। বাবর খানুয়ার যুদ্ধে (১৫২৭ খ্রিঃ) মেবারের রাজপুত রাণা সংগ্রাম সিংহকে পরাজিত করেন। পানিপথের যুদ্ধে জয়লাভের মাধ্যমে বাবর ভারতে যে মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন, খানুয়ার যুদ্ধের পর তা আরও সূদৃঢ় হয় এবং মোগল সাম্রাজ্যের সম্প্রসারণের পথ প্রশস্ত হয়।

ঘর্ঘরার যুদ্ধ : রাজপুতদের শক্তি বিধ্বস্ত করার পর বাবর বিহার সীমান্তে এসে পৌঁছান। সে-সময় পূর্ব ভারতে মোগলদের প্রতিরোধ করার উদ্দেশ্যে বাংলা ও বিহারের আফগানরা এক শক্তি-জোট গঠন করে মোগলদের বিরুদ্ধে অগ্রসর হয়। পাটনার কাছে ঘর্ঘরা নদীর তীরে মোগলদের সঙ্গে আফগানদের প্রচণ্ড যুদ্ধে আফগানরা পরাস্ত হয় (১৫২৯ খ্রিঃ)। ঘর্ঘরার যুদ্ধের ফলে উত্তর-ভারতে আফগানদের রাজনৈতিক আধিপত্য পুনরুদ্ধারের সম্ভাবনা সাময়িকভাবে বিলুপ্ত হয় এবং মোগল সাম্রাজ্যের সীমানা পূর্বে বিহার পর্যন্ত সম্প্রসারিত হয়।




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।