1st October 2022 Current Affairs in Bengali | 1st অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 1st October 2022 Current Affairs in Bengali | 1st অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1st October 2022 Current Affairs in Bengali | 1st অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal



1st October 2022 Current Affairs in Bengali | 1st অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “World Vegetarian Day” কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 1st অক্টোবর

  1. “আন্তর্জাতিক প্রবীণ দিবস” (International Day of Older Persons) কবে পালন করা হয়ে থাকে ?



উত্তর:- 1st অক্টোবর

  1. প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি বন্দে-ভারত ট্রেন উদ্বোধন করলেন কোন দুই স্থানের মধ্যে ?

উত্তর:- গান্ধীনগর-মুম্বাই

  1. সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা 68 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কে উপস্থাপন করতে চলেছেন ?




উত্তর:- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu).

  1. মাদাগাস্কারে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো ?

উত্তর:- বান্দারু উইলসনবাবু (Bandaru Wilsonbabu).

  1. এয়ার ইন্ডিয়া সম্প্রতি বিদেশের কোন কোন স্থানে তার পরিসেবা চালু করতে চলছে ?

উত্তর:- বার্মিংহাম, লন্ডন এবং সান ফ্রান্সিসকো

  1. কোন রাজ্য সম্প্রতি ‘আয়ুষ্মান উত্তরকৃষ্ণ পুরস্কার 2022’ (Ayushmann Utkrishta Award 2022) জিতল?

উত্তর:- উত্তরপ্রদেশ

  1. সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি কে নিয়োজিত হলেন ?

উত্তর:- মোহাম্মদ বিন সালমান (Mohammed Bin Salman).

  1. সম্প্রতি ভারতের কোন রাজ্য বিশ্বের বৃহত্তম জঙ্গল সাফারি পার্ক তৈরির কথা ঘোষণা করা হলো ?

উত্তর:- হরিয়ানা

  1. কেরালার কোন অঞ্চল ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল সাক্ষর পঞ্চায়েত হয়েছে?




উত্তর:- পুল্লামপাড়া (Pullampara).

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।