ভারতীয় বিচার বিভাগ সম্পর্কে বিস্তারিত | Details About Indian Judiciary




Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Details About Indian Judiciary. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতীয় বিচার বিভাগ সম্পর্কে বিস্তারিত | Details About Indian Judiciary

Ajjkal



ভারতীয় বিচার বিভাগ সম্পর্কে বিস্তারিত | Details About Indian Judiciary

ভারতের বিচার ব্যস্থাকে একটি পিরামিডের সঙ্গে তুলনা করা যায়। এই পিরামিডের শীর্ষে আছে সুপ্রিম কোর্ট, যা একাধারে যুক্তরাষ্ট্রীয় আদালত এবং আপিল আদালত হিসেবে কাজ করে।

সুপ্রিম কোর্ট : বর্তমানে ভারতের সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি এবং ২৫ জন বিচারপতি নিয়ে গঠিত। ভারতীয় সংসদ প্রয়োজন মনে করলে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা পরিবর্তন করতে পারে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতি নিয়োগ করেন।



সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কাজ : ভারতের সুপ্রিম কোর্টের চার ধরনের ক্ষমতা রয়েছে, এগুলি হল :

(১) মৌলিক বিচার ক্ষমতা (Original Jurisdiction) : রাজ্যে রাজ্যে এবং রাজ্যের সঙ্গে কেন্দ্রের বিরোধ দেখা দিলে সুপ্রিম কোর্ট তার নিষ্পত্তি করে। এছাড়া সংবিধানের ব্যাখ্যা নিয়ে বিরোধ দেখা দিলে সেখানে সুপ্রিম কোর্টের রায়ই চূড়ান্ত। এই জন্য সুপ্রিম কোর্টকে সংবিধানের বিশ্লেষক ও রক্ষক বলা হয়।

(২) আপিল বিচার ক্ষমতা (Aprellate Jurisdiction) : এই ক্ষমতাবলে সুপ্রিম কোর্ট ভারতের বিভিন্ন হাইকোর্টের দেওয়ানি, ফৌজদারি এবং সংবিধান সংক্রান্ত বিচারের বিরুদ্ধে আপিলের বিচার করেন।




(৩) পরামর্শের ক্ষমতা (Advisory Jurisdiction) : আইন সংক্রান্ত কোনও বিষয়ে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ বা অভিমত জানতে চাইলে সুপ্রিম কোর্ট তা দিয়ে থাকেন।

(৪) আদেশ, নির্দেশ বা পরওয়ানা জারি করার ক্ষমতা (Order Jurisdiction) : কোনও নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সুপ্রিম কোর্ট আদেশ, নির্দেশ অথবা পরওয়ানা (Writ) জারি করে তা রক্ষা করার ব্যবস্থা করতে পারেন।

হাইকোর্ট : ভারতের সংবিধানে একটি অঙ্গরাজ্যের জন্য একটি করে হাইকোর্টের কথা বলা হলেও ভারতের পার্লামেন্ট একাধিক রাজ্যের জন্য একটি হাইকোর্টের ব্যবস্থা করতে পারে। ভারতের সমস্ত হাইকোর্টে বিচারপতিদের সংখ্যা এক নয়, তবে প্রত্যেক হাইকোর্টেই একজন প্রধান বিচারপতি এবং অন্য কয়েকজন বিচারপতি থাকে।

হাইকোর্টের ক্ষমতা ও কাজ :

(১) নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলার আপিল হাইকোর্টে করা যায়;

(২) নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য মামলার শুনানি ও বিচার করে থাকেন;

(৩) নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হলে হাইকোর্ট তা রক্ষার জন্য আদেশ, নির্দেশ বা পরওয়ানা (Writ) জারি করতে পারেন;

(৪) হাইকোর্ট তার অধিনস্থ আদালতগুলোর তত্ত্বাবধান ও কাজ পরিদর্শন করতে পারেন।

নিম্ন বিচারালয় : হাইকোর্টের অধীনে জেলাজজের আদালত, সাবজজ আদালত, মুনসেফি আদালত প্রভৃতি নানান ধরনের আদালত আছে। জেলাজজ দেওয়ানি এবং ফৌজদারি বিচারের দায়িত্বে থাকেন। তাঁর অধীনস্থ সাবজজের দেওয়ানি মামলার বিচারের অধিকার আছে। কোনও কোনও সাবজজের আবার ফৌজদারি বিচারের ক্ষমতাও থাকে। সাবজজ আদালতের নীচে থাকে মুনসেফি আদালত। এখানে শুধুমাত্র দেওয়ানি মামলার বিচার করা হয়। কলকাতা, মুম্বই, চেন্নাই প্রভৃতি বড়ো শহরে প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অন্যান্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা ফৌজদারি বিচার করে থাকেন। জেলা ও মহকুমায় ফৌজদারি বিচারের ভারপ্রাপ্ত বিচারক হলেন যথাক্রমে জেলা ম্যাজিস্ট্রেট ও মহকুমা ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা অনুসারে তাঁদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ভাগ করা যায়। এই ভাবে নীচ থেকে ওপর পর্যন্ত সমস্ত বিচারালয় নিয়ে ভারতীয় বিচারব্যবস্থা গঠিত হয়েছে।




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।