আপনি কী আপনার পছন্দ মতো ভালো চাকরির খোঁজ করছেন তাহলে আপনার জন্য সুখবর। State Bank of India (SBI) আপনার জন্য নিয়ে এসেছে Probationary Officer (PO) পদ এর চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে State Bank of India (SBI) তে নিয়োগ সংক্রান্ত নিচে দেওয়া বিস্তারিত তথ্যটি যত্ন সহকারে পড়ুন।
বিজ্ঞপ্তি নম্বর:- CRPD/ PO/2022-23/18
অফিসিয়াল ওয়েবসাইট:- https://www.sbi.co.in/ অথবা, https://bank.sbi/
❒ প্রতিদিনের স্টাডি মেটেরিয়াল ও চাকরির খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
আবেদন শুরুর তারিখ:- 22 September 2022
আবেদন শেষের তারিখ:- 12 October 2022
নিয়োগকারী সংস্থার চাকরির বিবরণ:-
আবেদনের পদ্ধতি:- Online
নিয়োগকারী সংস্থা:-
State Bank of India (SBI)
পদের নাম:- Probationary Officer (PO) পদ
কর্মস্থল:- সমগ্র ভারত জুড়ে
মোট শূন্যপদ:- 1673 টি
শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত সমমানের যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ স্নাতক পাস প্রার্থীরা এই পদের জন্য বিবেচিত হবেন।
বয়সসীমা:- প্রার্থীর বয়সসীমা হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় সরকারী নিয়মানুসারে।
আবেদন মূল্য:-
GEN, EWS & OBC (NCL) Category প্রার্থীদের জন্য Rs. 750/- টাকা
SC/ST/PWBD/EXS Category প্রার্থীদের জন্য কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-
আবেদনপত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীকে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে-
◾ Phase-I: Preliminary Examination.
◾ Phase-II: Main Examination.
◾ Phase-III: Psychometric Test (Group Exercise and Interview).
আবেদন পদ্ধতি:-
আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://www.sbi.co.in/ অথবা https://bank.sbi/ এর মাধ্যমে আবেদন করতে পারেন।
বিশেষ বিজ্ঞপ্তি :: Ajjkal.com কোনোভাবে কোনোপ্রকার Employment Agency-র সাথে যুক্ত নয়। উক্ত পোস্টের মধ্যে নথিগুলি বিভিন্ন নিউজ পেপার ও ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। পোস্টের বিষয়বস্তু বিশদ জানার জন্য আপনারা পোস্টের মধ্যে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।