আকাশ নীল দেখায় কেন? | Why Does the Sky Look Blue?




Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Why Does the Sky Look Blue? প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে আকাশ নীল দেখায় কেন? | Why Does the Sky Look Blue?

Ajjkal



আকাশ নীল দেখায় কেন? | Why Does the Sky Look Blue?

আকাশ নীল দেখায় কেন?

উত্তর:- সূর্যের আলোক-তরঙ্গ যখন বায়ুমণ্ডলে এসে পড়ে তখন তা বিক্ষেপিত (scattered) হয়। যে আলোর তরঙ্গ-দৈর্ঘ্য কম তার বিক্ষেপণ বেশি হয়। সূর্যের রশ্মির মধ্যে নীল আলোর আধিক্য বেশি এবং তার তরঙ্গ-দৈর্ঘ্যও তুলনামূলকভাবে কম। তাই বায়ুমণ্ডলে অধিক বিক্ষেপিত হওয়ার কারণে আকাশকে নীল দেখায়। [যে সব গ্রহে বা উপগ্রহে বায়ুমণ্ডল নেই, সেখানে আলোর বিক্ষেপণ ঘটে না, ফলে সেখানকার আকাশকে কালো দেখায়। চাঁদে বায়ুমণ্ডল নেই, তাই সেখানকার আকাশ কালো।]



■ আলোর বিচ্ছুরণ (Dispersion of light) কাকে বলে?

উত্তর:- সাদা কিংবা কোনো বহুবর্ণী রশ্মিগুচ্ছের বিভিন্ন বর্ণে বিভাজিত হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। স্যার আইজ্যাক নিউটন আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন। তিনি দেখতে পান যে, সূর্য রশ্মি (সাদা আলো) কাচের প্রিজমের ভিতর দিয়ে গেলে সাতটি বিভিন্ন বর্ণের রশ্মিতে বিভক্ত হয়ে পড়ে।

■ প্রিজম কাকে বলে?

উত্তর:- তিনটি আয়তাকার এবং দুটি ত্রিভুজাকার তল দ্বারা সীমাবদ্ধ সমসত্ব ও স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে।

■ প্রতিসারক তল কাকে বলে?




উত্তর :- আলোক রশ্মি প্রিজমের যে তলে আপতিত হয় এবং যে তল থেকে নির্গত হয়। তাদের প্রতিসারক তল বলে।

■ প্রান্তরেখা কাকে বলে?

উত্তর :- পাশাপাশি দুটি প্রতিসারক তল পরস্পর যে রেখায় মিলিত হয়, তাকে প্রান্তরেখা বলে।

■ প্রধান ছেদ কাকে বলে?

উত্তর :- প্রিজমের প্রতিসারক তলকে লম্বভাবে ছেদ করলে যে তল পাওয়া যায়, তাকে প্রিজমের প্রধান ছেদ বলে।

■ প্রতিসারক কোণ কাকে বলে?

উত্তর:- দুটি প্রতিসারক তল পরস্পর যে কোণে মিলিত হয়, ওই কোণকে প্রতিসারক কোণ বলে।

■ ভূমি কাকে বলে?

উত্তর:- প্রতিসারক কোর্ণের বিপরীত তলকে প্রিজমের ভূমি বলে।

■ বর্ণালী (Spectrum) কাকে বলে?

উত্তর:- বর্ণালীর সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে বিশ্লিষ্ট হয়ে সাতটি বিভিন্ন বর্ণের আলোকগুচ্ছে পরিণত হয়। প্রিজম থেকে নির্গত এই আলোকগুচ্ছকে পর্দায় ফেললে, পর্দায় ওই সাতটি বিভিন্ন বর্ণের আলোক দ্বারা তৈরি চওড়া যে পটি পাওয়া যায়, তাকে বর্ণালী বলে। সাদা আলোর বিচ্ছুরণে প্রাপ্ত বর্ণালীর মধ্যে যে সাতটি বর্ণ থাকে, সেই বর্ণগুলির ইংরেজি নামের প্রথম অক্ষরগুলিকে, বর্ণালীতে পাওয়া সাতটি বর্ণের ক্রম অনুযায়ী সাজালে ‘VIBGYOR’ শব্দটি পাওয়া যায়। অনুরূপভাবে, বাংলা নামের প্রথম অক্ষর দিয়ে সাজালে (বেগুনি, নীল, আক্সশী নীল, সবুজ, হলুদ, কমলা এবং লাল) ‘বেনীআসহকলা’ শব্দটি পাওয়া যায়।




■ শুদ্ধ বর্ণালী (Pure spectrum) কাকে বলে?

উত্তর:- যে বর্ণালীতে সাদা আলোর সাতটি বর্ণ পৃথক ও স্পষ্টভাবে দৃশ্যমান হয় এবং বর্ণগুলি নিজ নিজ স্থান দখল করে থাকে, তাকে শুদ্ধ বর্ণালী বলে।

■ অশুদ্ধ বর্ণালী (Impure spectrum) কাকে বলে?

উত্তর:- যে বর্ণালীতে সাদা আলোর সাতটি বর্ণ একে অন্যের উপর পড়ার ফলে বিভিন্ন বর্ণ পৃথক ও স্পষ্টভাবে দৃশ্যমান হয় না এবং বর্ণগুলি নিজ নিজ স্থান দখল করে থাকে না, তাকে অশুদ্ধ বর্ণালী বলে।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।