26th September 2022 Current Affairs in Bengali | 26th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 26th September 2022 Current Affairs in Bengali | 26th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 26th September 2022 Current Affairs in Bengali | 26th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal



26th September 2022 Current Affairs in Bengali | 26th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সম্প্রতি ভারতের প্রথম তুষারপাত পর্যবেক্ষণ রাডার কোথায় ইনস্টল করা হলো?

উত্তর:- উত্তর সিকিম (North Sikkim)

  1. শিল্প-প্রাসঙ্গিক দক্ষতার সাথে যুবকদের প্রশিক্ষণের জন্য ESSCI কোন কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করলো ?



উত্তর:- স্যামসাং ইন্ডিয়া (Samsung India)

  1. কবে এবং কার দ্বারা ভারতে 5G পরিষেবা চালু হতে চলেছে ?

উত্তর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 1লা অক্টোবর 5G পরিষেবা চালু করতে চলেছেন।

  1. সম্প্রতি ভারত ও নেপাল কোন প্রকল্পকে এগিয়ে নিতে যেতে সম্মত হলো ?

উত্তর:- সপ্ত কোশি উচ্চ বাঁধ প্রকল্প (Sapta Koshi High Dam Project)

  1. সম্প্রতি কোন কোম্পানি ‘মহারত্ন’ (Maharatna) কোম্পানির মর্যাদা লাভের জন্য 12 তম কোম্পানি হলো?

উত্তর:- REC Ltd.

  1. সম্প্রতি কোন স্টার্ট-আপ ভারতের ১ম এগ্রিটেক ইউনিকর্ন হলো ?

উত্তর:- দেহাত (DeHaat).

  1. সম্প্রতি কে Aldo ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত নির্বাচিত হলেন?

উত্তর:- জাহ্নবী কাপুর (Jahnvi Kapoor)

  1. ভিটামিন এঞ্জেলস ইন্ডিয়া এবং ইউনিসেফ ইন্ডিয়া সম্প্রতি কোন প্রোগ্রাম লঞ্চ করতে চলছে?

উত্তর:- রাষ্ট্রীয় পোষণ মাহ 2022 (Rashtriya Poshan Maah 2022)

  1. “মানবসম্পদ পেশাজীবী দিবস” কবে পালন করা হয়ে থাকে ?

উত্তর:- 26th সেপ্টেম্বর




  1. সম্প্রতি কোন বিমানবন্দর এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটি অ্যাওয়ার্ড 2022 জিতলো?

উত্তর:- কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর (Cochin International Airport)




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।