24th September 2022 Current Affairs in Bengali | 24th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 24th September 2022 Current Affairs in Bengali | 24th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 24th September 2022 Current Affairs in Bengali | 24th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal



24th September 2022 Current Affairs in Bengali | 24th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “বিশ্ব গরিলা দিবস” কবে পালিত হয়ে (World Gorilla Day) থাকে ?

উত্তর:- 24th সেপ্টেম্বর

  1. NRI -এর জন্য ইউটিলিটি বিল পেমেন্ট সক্ষম করতে কোন ব্যাঙ্ক সুবিধা চালু করেছে?

উত্তর:- ফেডারেল ব্যাংক (Federal Bank)

  1. ভারত কোন বছর প্রথম MotoGP ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেস আয়োজন করতে চলেছে?



উত্তর:- 2023

  1. কে ভারত থেকে বিশ্বের প্রথম চিতা পুনর্বাসন প্রকল্প চালু করলেন?

উত্তর:- নরেন্দ্র মোদি (Narendra Modi)

  1. দিল্লি পুলিশের কমিউনিটি পুলিশিং উদ্যোগ “We Care” কে উদ্বোধন করলেন?

উত্তর:- বিনয় কুমার সাক্সেনা (Vinai Kumar Saxena).

  1. ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার’ (Knight of the Legion of Honour) -এ কাকে ভূষিত করা হল?




উত্তর:- স্বাতী পিরামল (Swati Piramal).

  1. সম্প্রতি কোন রাজ্য স্কুলে ‘নো-ব্যাগ ডে’ (no-bag day) চালু করার সিদ্ধান্ত নিয়েছে?

উত্তর:- সিকিম (Sikkim).

  1. ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কারা নিযুক্ত হয়েছেন?

উত্তর:- রোহিত শর্মা ও রিতিকা সাজদেহ (Rohit Sharma and Ritika Sajdeh).

  1. সম্প্রতি হকি ইন্ডিয়ার নতুন সভাপতি হিসেবে কে নির্বাচিত হলেন?

উত্তর:- দিলীপ তিরকি (Dilip Tirkey).

  1. সম্প্রতি চীনা বিজ্ঞানীদের দ্বারা তৈরি বিশ্বের প্রথম ক্লোন করা বন্য আর্কটিক নেকড়েটির নাম কী?

উত্তর:- মায়া (Maya).




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।