22nd September 2022 Current Affairs in Bengali | 22nd সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 22nd September 2022 Current Affairs in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 22nd September 2022 Current Affairs in Bengali | 22nd সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal



22nd September 2022 Current Affairs in Bengali | 22nd সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সম্প্রতি শ্রীনগরে কাশ্মীরের প্রথম মাল্টিপ্লেক্স কে উদ্বোধন করলেন ?

উত্তর:- লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (Lt. Governor Manoj Sinha)

  1. কোন ভারতীয় চলচ্চিত্র অস্কার 2023 -এর জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে মনোনীত হল?

উত্তর:- ছেলো শো (Chhello Show)

  1. মহারাষ্ট্রের দৌলতাবাদের নতুন নামকরণ কী হতে চলেছে ?

উত্তর:- দেবগিরি দুর্গ (Devgiri Fort).



  1. সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- বিচারপতি টি রাজা (T Raja).

  1. “বিশ্ব আলঝেইমার দিবস” (World Alzheimer’s Day) কবে পালিত হয়ে থাকে ?

উত্তর:- ২১শে সেপ্টেম্বর

  1. “বিশ্ব কৃতজ্ঞতা দিবস” (World Gratitude Day) কবে পালন করা হয়ে থাকে ?

উত্তর:- ২১শে সেপ্টেম্বর

  1. ভারতের প্রথম লিথিয়াম-আয়ন সেল কারখানা সম্প্রতি কোথায় উদ্বোধন করা হল?

উত্তর:- তিরুপতি, অন্ধ্রপ্রদেশ

  1. USAID এবং UNICEF সম্প্রতি কোন পোগ্রাম লঞ্চ করলো ?

উত্তর:- দরজা সে নমস্তে (Door se Namaste).

  1. সম্প্রতি মণিপুরের মুখ্যমন্ত্রী কোন ওয়েব পোর্টাল লঞ্চ করলেন ?

উত্তর:- সিএম দা হাইসি (CM Da Haisi)

  1. রেড পান্ডা ট্রান্সবাউন্ডারি সংরক্ষণের জন্য সম্প্রতি কোন সংস্থাগুলি চুক্তি স্বাক্ষর করলো ?




উত্তর:- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফাউন্ডেশন এবং ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার – ইন্ডিয়া

  1. সম্প্রতি এশিয়া প্যাসিফিক ফোরামের গভর্নেন্স কমিটির সদস্য হিসেবে কে নিয়োজিত হলেন ?

উত্তর:- বিচারপতি অরুণ কুমার মিশ্র (Arun Kumar Mishra).

  1. ফিনটেক উদ্ভাবনের জন্য সম্প্রতি ভারতের IFSCA কোন ব্যাঙ্কের সাথে চুক্তি স্বাক্ষর হল ?

উত্তর:- সিঙ্গাপুর কেন্দ্রীয় ব্যাংক (Singapore Central Bank)




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।