20th September 2022 Current Affairs in Bengali | 20th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স



Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 20th September 2022 Current Affairs in Bengali | 20th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 20th September 2022 Current Affairs in Bengali | 20th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal

20th September 2022 Current Affairs in Bengali | 20th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ফেডারেল ব্যাংক এশিয়ার সেরা কর্মক্ষেত্রে 2022 -এ কত তম স্থান পেল।

A. 47 তম
B. ৬৩তম
C. 52 তম
D. 77তম

উত্তর:- B. ৬৩তম

  1. পাইকারি মূল্যস্ফীতি কোন মাসে 12.4% এ 11 মাসের সর্বনিম্নে নেমে এসেছে?

A. জুন
B. জুলাই
C. আগস্ট
D. সেপ্টেম্বর



উত্তর:- C. আগস্ট

  1. সম্প্রতি কোন প্রতিষ্ঠান ‘ANGAN 2022’ সম্মেলনের আয়োজন করল?

A. Reserve Bank of India
B. Bureau of Energy Efficiency
C. NITI Aayog
D. Central Board of Indirect Taxes

উত্তর:- B. Bureau of Energy Efficiency

  1. স্বেচ্ছায় রক্তদানের জন্য কে দেশব্যাপী একটি মেগা ড্রাইভ ‘রক্তদান অমৃত মহোৎসব’ চালু করেছেন?

A. অনুরাগ ঠাকুর
B. পীযূষ গোয়াল
C. জিতেন্দ্র সিং
D. মনসুখ মান্ডাভিয়া

উত্তর:- D. মনসুখ মান্ডাভিয়া

  1. 2022 সালের সেপ্টেম্বরে প্রকাশিত ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকা অনুযায়ী গৌতম আদানির র‍্যাঙ্ক কত?

A. 1st
B. 2nd
C. 3rd
D. 4th

উত্তর:- B. 2nd

  1. সম্প্রতি কোন ব্যাঙ্ক ভারতের প্রথম ইলেকট্রনিক ব্যাঙ্ক গ্যারান্টি জারি করল?

A. Axis Bank
B. ICICI Bank
C. YES Bank
D. HDFC Bank

উত্তর:- D. HDFC Bank

  1. জাতীয় প্রতিরক্ষা MSME সম্মেলন ও প্রদর্শনী সম্প্রতি কোন রাজ্যে আয়োজিত হলো?

A. গুজরাট
B. রাজস্থান
C. ওড়িশা
D. উত্তরপ্রদেশ

উত্তর:- B. রাজস্থান

  1. কোন দিন আন্তর্জাতিক “International Talk Like a Pirate Day” পালিত হয়ে থাকে ?




A. 19ই সেপ্টেম্বর
B. 17 সেপ্টেম্বর
C. ১৮ই সেপ্টেম্বর
D. ১৬ সেপ্টেম্বর

উত্তর:- A. 19th সেপ্টেম্বর

  1. পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড এনএলসি ইন্ডিয়া লিমিটেডের MD হিসেবে কাকে নির্বাচিত করল?

A. রাকেশ কুমার জৈন
B. প্রসন্ন কুমার
C. আয়ুষ গুপ্ত
D. রাকেশ কুমার

উত্তর:- B. প্রসন্ন কুমার

  1. সম্প্রতি প্রয়াত হলেন ডেভিস কাপের প্রাক্তন অধিনায়ক নরেশ কুমার। তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন ?




A. টেনিস
B. ক্রিকেট
C. ফুটবল
D. হকি

উত্তর:- A. টেনিস

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।