21st September 2022 Current Affairs in Bengali | 21st সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স



Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 21st September 2022 Current Affairs in Bengali | 21st সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 21st September 2022 Current Affairs in Bengali | 21st সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal




21st September 2022 Current Affairs in Bengali | 21st সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “আন্তর্জাতিক শান্তি দিবস” (International Day of Peace) কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 21st সেপ্টেম্বর

  1. ব্যবসায়িক পরিবহনের জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন নীতি প্রকাশ করেছেন?

উত্তর:- জাতীয় লজিস্টিক নীতি (National Logistics Policy).

  1. সম্প্রতি কে IRDAI -এর সদস্য হিসেবে নিয়োজিত হলেন?

উত্তর:- টমাস এম দেবাসিয়া (Thomas M Devasia)



  1. BSF-এর ১ম মহিলা উটে চড়ে কোথায় মোতায়েন হতে চলেছে ?

উত্তর:- রাজস্থান ও গুজরাটে ভারত-পাকিস্তান সীমান্তে

  1. 2021-22 এর জন্য সম্প্রতি কোন সংস্থাকে ‘রাজভাষা কীর্তি পুরস্কার’ (Rajbhasha Kirti Puraskar) পেল?

উত্তর:- গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড

  1. ভারতীয় নৌবাহিনী শিক্ষাগত সহযোগিতার জন্য সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি স্বাক্ষর করল?

উত্তর:- অ্যামিটি ইউনিভার্সিটি (Amity University)

  1. নতুন তেলেঙ্গানা সেক্রেটারিয়েট কমপ্লেক্স কার নামে নামকরণ করা হতে চলেছে ?

উত্তর:- বি আর আম্বেদকর (BR Ambedkar)

  1. সম্প্রতি কোন ভারতীয় বিজ্ঞানীকে ‘শেভালিয়ার দে লা লিজিয়ন ডি’অনার’ (Chevalier de la Legion d’Honneur) উপাধিতে ভূষিত করা হল?

উত্তর:- ডঃ স্বাতী পিরামল (Dr. Swati Piramal)

  1. কর্মক্ষেত্রে ইন্টারন্যাশনাল উইক অফ হ্যাপিনেস কখন পালন করা হয়ে থাকে ?




উত্তর:- 19ই সেপ্টেম্বর – 23শে সেপ্টেম্বর

  1. শস্যের উন্নতির জন্য দ্রুত প্রজনন প্রচারের জন্য ICAR কোন হ্যাকাথন চালু করলো ?

উত্তর:- হ্যাকাথন 3.0 ‘কৃত্যাগ্য’ (Hackathon 3.0 ‘KRITAGYA’).

  1. সম্প্রতি কোন দেশ পূর্ণ গণতন্ত্র থেকে নির্বাচনী স্বৈরাচারে পরিণত হলো ?

উত্তর:- হাঙ্গেরি (Hungary)

  1. সিয়াম (SIAM) -এর নতুন সভাপতি হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হলেন ?

উত্তর:- বিনোদ আগরওয়াল (Vinod Aggarwal)




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।