Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Kazi Nazrul Islam Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্রশ্নোত্তর | Kazi Nazrul Islam Questions Answers।
কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্রশ্নোত্তর | Kazi Nazrul Islam Questions Answers
- কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কী?
উত্তর:- ব্যথার দান
- ‘নারী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের মধ্যে অন্তগত ?
উত্তর:- সাম্যবাদী
- ‘পদ্ম গোখরে’ গল্পের রচয়িতার নাম কী ?
উত্তর:- নজরুল ইসলাম।
- ‘অগ্নিনা’ কাব্যের কবিতা সংখ্যা কত ?
উত্তর:- ১২ টি
- কোন সাহিত্যিক ‘ব্যাঙ্গাচি’ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:- নজরুল ইসলাম।
- কাজী নজরুল ইসলাম ‘সভ্যতা’ গ্রন্থটি কাকে উৎস্বর্গ করেন ?
উত্তর:- রবীন্দ্রনাথ কে
- কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্যের নাম লেখো ?
উত্তর:- দোলনচাঁপা।
- কাজী নজরুল ইসলাম কত সালে একুশে পদক পেয়েছিলেন ?
উত্তর:- ১৯৭৬ সালে
- কাজী নজরুর ইসলাম প্রথমে কবে ঢাকা আসেন ?
উত্তর:- ১৯২৬ সালে
- কাজী নজরুলের জীবনকাল লেখো?
উত্তর:- ১৮৯৯-১৯৭৬
- কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কত?
উত্তর:- ১১ জুন।
- কাজী নজরুলকে বাংলাদেশের জাতীয় হিসেবে ঘোষণ করা হয় কত সালে?
উত্তর:- ১৯৭৪ সালে।
- কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি?
উত্তর:- পুবের হাওয়া
- কাজী নজরুলের জন্ম বাংলা কত?
উত্তর:- ১৩০৬।
- কাজী নজরুলের জন্মস্থান স্থান কোথায় ?
উত্তর:- বর্ধমান।
- ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুলকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে কত সালে ?
উত্তর:- ১৯৪৭ সালে
- কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশের চলচ্চিত্র নির্মান করা হয়?
উত্তর:- কানাডা।
- কাজী নজরুলের প্রথম নাট্যগ্রন্থির নাম লেখো ?
উত্তর:- ঝিলিমিলি।
- কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারা বরণ করেন?
উত্তর:- আনন্দময়ী আগমনে
20 কাজী নজরুল ইসলামের কবর স্থান কোন জায়গায় ?
উত্তর:- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।