রেচনের সংজ্ঞা এবং তার ব্যাখ্যা | Definition and Explanation of Excretory




Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Definition and Explanation of Excretory. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে রেচনের সংজ্ঞা এবং তার ব্যাখ্যা | Definition and Explanation of Excretory

Ajjkal



রেচনের সংজ্ঞা এবং তার ব্যাখ্যা | Definition and Explanation of Excretory

জীবদেহের প্রাণপ্রবাহ অব্যাহত রাখতে প্রতিটি সজীব কোষে অবিরত নানান জৈব নানান রকম জৈব রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ বিপাক ক্রিয়া চলছে। অপরিচিত বিপাকের ফলে দেহকোষে নানা রকম দূষিত পদার্থ (waste products) সৃষ্টি হয়, যেমন: শর্করা বিপাকের ফলে উৎপন্ন হয় কার্বন ডাই – অক্সাইড, ফ্যাট বিপাকের ফলে উৎপন্ন হয় কিটোনবডি ও প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন হয় অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি।

জীবের দেহকোষে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থগুলিকে রেচন পদার্থ (excretory products) বলা হয়।



রেচনের সংজ্ঞা (Definition):- জীবদেহে বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন অপ্রয়োজনীয় ক্ষতিকারক উপজাত দ্রব্যসমূহ যে জৈবিক ক্রিয়ার মাধ্যমে দেহ থেকে অপসারিত হয় অথবা অদ্রাব্য কোলয়েড কণা হিসেবে দেহের কোনও অংশে সাময়িকভাবে সঞ্চিত থাকে, সেই জৈবনিক ক্রিয়াকে রেচন বলে।

রেচন অঙ্গ ও তন্ত্র (Excretory organs and system) :

উদ্ভিদের কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ ও রেচন তন্ত্র থাকে না ।

◾ প্রাণীদেহে রেচনক্রিয়া সম্পন্ন করার জন্য কতকগুলি নির্দিষ্ট যন্ত্র থাকে। রেচনে সাহায্যকারী এই যন্ত্রগুলোকে রেচন অঙ্গ (Excretory Organs) বলে। রেচনে সাহায্যকারী অঙ্গগুলো মিলিত হয়ে যে তন্ত্র গঠিত হয়, তাকে রেচন তন্ত্র (Excretory System) বলে। এককোষী প্রাণীদের নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ বা তন্ত্র থাকে না। এদের সঙ্কোচী গহ্বর এবং কোষপর্দা রেচনে সহায়তা করে। স্পঞ্জ এবং হাইড্রার দেহেও কোনও নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না। চ্যাপ্টা কৃমিদের (প্লানেরিয়া, ফিতাকৃমি ইত্যাদি) রেচন অঙ্গ হল ফ্লেমকোষ বা শিখাকোষ। কেঁচো, জোঁক, পেরিপেটাস এবং অ্যাম্ফিঅক্সাসের রেচন অঙ্গ হল নেফ্রিডিয়া। পতঙ্গদের (আরশোলা, ফড়িং, প্রজাপতি, মশা ইত্যাদি) রেচন অঙ্গ হল ম্যালপিজিয়ান নালিকা। চিংড়ির রেচন অঙ্গ হল সবুজ গ্রন্থি বা শুঙ্গ গ্রন্থি৷ মাকড়সা ও কাঁকড়া রিছের রেচন অঙ্গ হল কক্সাল গ্রন্থি৷ শামুক, ঝিনুক এবং মাছ থেকে স্তন্যপায়ী পর্যন্ত সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের রেচন অঙ্গ হল বৃক্ক বা কিডনী৷

রেচন পদার্থ (Excretory products) :




◾ জীব দেহ কোষে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থগুলোকে রেচন পদার্থ বলা হয়। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে, মল বিপাক ক্রিয়ায় উৎপন্ন হয় না বলে মলকে রেচন পদার্থ বলা হয় না। প্রাণীদেহে অপাচ্য খাদ্য বিশেষ প্রক্রিয়ায় মলে পরিণত হয় এবং প্রয়োজনকালে দেহ থেকে বর্জ্যপদার্থ হিসেবে নির্গত হয়।

● উদ্ভিদ ও প্রাণীর রেচন পদার্থগুলোকে নিম্নলিখিত ভাবে ভাগ করা যেতে পারে, যথা :

  1. নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ : যেমন উদ্ভিদের গঁদ, রজন, তরুক্ষীর, ধাতব কেলাস ইত্যাদি এবং প্রাণীদের কার্বন ডাই – অক্সাইড, কিটোনবডি ইত্যাদি।
  2. নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ : যেমন উদ্ভিদের উপক্ষার (নিকোটিন, কুইনাইন, ডাটুরিন, রেসারপিন) এবং প্রাণীদের ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, বিলিরুবিন, বিলিভারডিন ইত্যাদি।
  3. কার্বনযুক্ত রেচন পদার্থ : উদ্ভিদের ট্যানিন এবং প্রাণীদের CO2

❏ রেচনের গুরুত্ব (Importance of Excretion) :

জীবদেহে রেচনের নানারকমের গুরুত্ব রয়েছে, যেমন :

  1. জীবদেহের সুস্থতা রক্ষা : যেহেতু রেচন পদার্থ ক্ষতিকর তাই দেহ থেকে রেচন পদার্থ অপসারিত হয়ে দেহের স্বাভাবিক সুস্থতা বজায় রাখে।
  2. প্রোটোপ্লাজমীয় বস্তুর সমতা রক্ষা : প্রতিটি কোষের প্রোটোপ্লাজমে অবিরাম বিপাকীয় ক্রিয়া সম্পন্ন হচ্ছে। অপচিতি বিপাকের ফলে যে সব দূষিত পদার্থের সৃষ্টি হয় সেগুলি কোষ থেকে দূরীভূত না হলে প্রোটোপ্লাজমের বিপাকীয় ক্রিয়া বন্ধ হয়ে কোষের মৃত্যু ঘটত, সুতরাং রেচনক্রিয়ার মাধ্যমে প্রোটোপ্লাজম থেকে দূষিত পদার্থের অপসারণ ঘটে প্রোটোপ্লাজমীয় বিভিন্ন বস্তুর পরিমাণের সমতা বজায় থাকে এবং বিপাকীয় ক্রিয়াগুলি স্বাভাবিকভাবে সম্পন্ন হতে থাকে ।
  3. প্রাকৃতিক সম্পদের আবর্তন : জীব পরিবেশ থেকে যে সব মৌলগুলি গ্রহণ করে রেচনের মাধ্যমে অধিকাংশ মৌল পরিবেশে ফিরিয়ে দিয়ে পরিবেশে মৌলগুলির স্বকীয়তা বজায় রাখে।
  4. অর্থনৈতিক গুরুত্ব : উদ্ভিদের বিভিন্ন রেচন পদার্থ মানুষের নানান কাজে লাগে। ভেষজ শিল্পে, চর্ম শিল্পে, আঠা প্রস্তুতিতে এবং কাষ্ঠশিল্প ইত্যাদিতে উদ্ভিদ রেচন পদার্থের অপরিসীম অর্থকরী গুরুত্ব রয়েছে।




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।