15th September 2022 Current Affairs in Bengali | 15th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 15th September 2022 Current Affairs in Bengali | 15th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 15th September 2022 Current Affairs in Bengali | 15th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal



15th September 2022 Current Affairs in Bengali | 15th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস (World Lymphoma Awareness Day) কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 15th সেপ্টেম্বর

  1. ভারতে “Engineer’s Day” কবে পালিত হয়ে থাকে?



উত্তর:- 15th সেপ্টেম্বর

  1. ভোটপ্রবণ রাজ্যে BSP-এর নির্বাচনী প্রস্তুতির জন্য কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- আকাশ আনন্দ (Akash Anand)

  1. ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স কোথায় নির্মিত হতে চলেছে ?

উত্তর:- গুজরাট (Gujarat)

  1. সম্প্রতি ভারত ও জাপানের মধ্যে কোন সামুদ্রিক মহড়া অনুষ্ঠিত হতে চলেছে?

উত্তর:- 6th জাপান-ভারত সামুদ্রিক অনুশীলন 2022 (JIMEX 2022)

  1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কখন SCO বৈঠকে যোগ দেওয়ার জন্য কবে উজবেকিস্তানে যাবেন?

উত্তর:- ১৫ সেপ্টেম্বর

  1. কূটনীতিকদের প্রশিক্ষণের জন্য ভারত সম্প্রতি কোন দেশের সাথে একটি MoU স্বাক্ষর করল?

উত্তর:- মাদাগাস্কার (Madagascar)

  1. জাতীয় প্রয়োজনীয় ওষুধের তালিকায় কতটি নতুন ওষুধ যুক্ত করা হল?

উত্তর:- 34টি ওষুধ

  1. কাশ্মীরের প্রথম বৈদ্যুতিক ট্রেন কবে থেকে চালু হতে চলেছে ? উত্তর:- 2nd October 2022
  2. সম্প্রতি লাদাখ চিত্রনাট্যকার মেলার উদ্বোধন করলেন কে?

উত্তর:- লেফটেন্যান্ট গভর্নর রাধা কৃষ্ণ মাথুর

  1. কোন ভারতীয় ইনস্টিটিউট NY-ভিত্তিক IBM কোয়ান্টাম নেটওয়ার্কে যোগদানকারী প্রথম স্থান অধিকার করেছে?




উত্তর:- IIT-Madras

  1. AEBC ইন্ডিয়ার CEO এবং কান্ট্রি ম্যানেজার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর:- সঞ্জয় খান্না (Sanjay Khanna)




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।