সরকারের বিভিন্ন বিভাগ সংক্রান্ত প্রশ্নোত্তর | Various Departments of Govt Questions Answers

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Various Departments of Govt Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সরকারের বিভিন্ন বিভাগ সংক্রান্ত প্রশ্নোত্তর | Various Departments of Govt Questions Answers

Ajjkal



সরকারের বিভিন্ন বিভাগ সংক্রান্ত প্রশ্নোত্তর | Various Departments of Govt Questions Answers

  1. Spirit of the laws গ্রন্থটির রচিয়িতা কে?

উঃ মন্তেষ্কু।

  1. Government of England এটি কার লেখা ?

উঃ লাওয়েল।

  1. যে শাসকের নামে তত্ত্বগতভাবে শাসনব্যবস্থা চালিত হয়, কিন্তু বাস্তবে তিনি শাসনবিভাগ পরিচালনা করেন না, তাঁকে কী বলা হয় ?

উঃ নামসর্বস্ব শাসক।

  1. ভারতের নামসর্বস্ব শাসনকর্তা কাকে বলা হয় ?



উঃ রাষ্ট্রপতি

  1. ভারতের প্রকৃত শাসক কে বা কারা?

উঃ প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রীসভা।

  1. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা কে ছিলেন ?

উঃ মন্তেষ্কু।

  1. সরকারি কার্যাবলিকে মূলত ক-টি ভাগে ভাগ করা যায় ও কী কী?

উঃ তিন ভাগে ১। আইনসংক্রান্ত ২। শাসনসংক্রান্ত ৩। বিচার সংক্রান্ত কার্যাবলি।

  1. মার্কিন রাষ্ট্রপতি প্রকৃত শাসক না নামসর্বস্ব শাসক তা লেখো ?

উঃ প্রকৃত শাসক

  1. এককক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম বলো।

উঃ চিন।

  1. দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম বলো।

উঃ ভারত।

  1. আমলা কাদের বলা হয় ?

উঃ স্থায়ী সরকারি কর্মচারীদের।

  1. বর্তমানে বহু পরিচালক-বিশিষ্ট শাসনব্যবস্থা কোথায় দেখা যায় ?

উঃ সুইজারল্যাণ্ড।

  1. ভারতে উচ্চকক্ষের নাম লেখো ?

উঃ রাজ্যসভা।

  1. মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের নাম লেখো ?

উঃ সেনেট।

  1. ‘পার্লামেণ্ট একটি ক্রীড়নকমাত্র’ –কে একথা বলেছেন?

উঃ মুসোলিনি।

  1. ‘দ্বিকক্ষ হল স্বাধীনতার একটি অপরিহার্য নিরাপত্তা’ – একথা কে বলেছেন?

উঃ লর্ড অ্যাক্টন।

  1. ‘ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার’ – কে একথা বলেছেন?

উঃ লর্ড ব্রাইস।

  1. সরকারের তৃতীয় অঙ্গ কোনটিকে বলা হয় ?

উঃ বিচারবিভাগ।

  1. কোন পার্লামেণ্টকে ‘আইনসভার জননী’ বলা হয়ে থাকে ?

উঃ ব্রিটিশ পার্লামেণ্ট।

  1. ‘দ্য ইংলিশ কনস্টিটিউশন’ গ্রন্থটি কার রচনা ?

উঃ বেজহট

  1. ভারতের সংবিধানের কোন ধারায় বিচারবিভাগকে শাসনবিভাগ থেকে পৃথক করে রাখা হয়েছে?

উঃ ৫০ নং ধারা।

  1. ‘সরকারের সমস্ত বিভাগের মধ্যে আইন বিভাগের স্থান সবার উপরে’ – একথাটি কে বা কারা বলেছেন?

উঃ গার্নার।

  1. মার্কিন আইনসভার সবচেয়ে ক্ষমতাশালী কক্ষের নাম লেখো ?

উঃ সেনেট।

  1. গুডনাউ, জেঙ্কস প্রমুখের মতে সরকারের কটি বিভাগ ও কী কী?

উঃ দুটি । আইনবিভাগ ও শাসনবিভাগ।

  1. গেটেল, উইলোবি প্রমুখ সরকারের ক-টি বিভাগের কথা উল্লেখ করেছিলেন ?

উঃ পাঁচটি।

  1. সংবিধান ব্যাখ্যার দায়িত্ব সরকারের কোন বিভাগের উপর ন্যাস্ত করা থাকে ?

উঃ বিচারবিভাগ।

  1. কত সালে মন্তেস্কুর স্পিরিট অব লজ প্রকাশিত হয়েছিল?

উঃ ১৭৪৮ সালে।

  1. শাসনবিভাগীয় প্রধান কোন প্রতিষ্ঠানের কাছে পরামর্শ নিয়ে থাকেন ?

উঃ বিচারবিভাগের কাছে।

  1. ‘আইনসভার দ্বিকক্ষ হল স্বাধীনতার একটি প্রয়োজনীয় নিরাপত্তা’ – মন্তব্যটি কে করেছেন ?

উঃ লর্ড অ্যাক্টন।

  1. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা প্রথম কোথায় চালু হয়েছিল?

উঃ গ্রেট ব্রিটেন।

  1. কমেন্টারিজ অন দ্য ফাণ্ডামেণ্টাল রাইটস গ্রন্থটির রচয়িতার নাম লেখো ?

উঃ ব্ল্যাকস্টোন।

  1. শাসনবিভাগের কোন অংশ সরকারের নীতি নির্ধারণ করে থাকে ?

উঃ রাজনৈতিক অংশ।

  1. সরকারের নীতিকে বাস্তবে রূপায়িত করে থাকে কারা?

উঃ শাসনবিভাগের অরাজনোইতিক অংশ ও আমলারা।

  1. কে ব্রিটেনের পার্লামেণ্টের উচ্চকক্ষ লর্ডসভাকে ‘বিত্তশালীদের দূর্গ’ বলে অভিহিত করেছেন ?

উঃ রামসে ম্যুর।

  1. কোন দেশের সংবিধানে প্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতি গৃহীত হয়েছে?

উঃ মার্কিন যুক্তরাষ্ট্র।

  1. ‘যে দেশে ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি গৃহীত হয়নি, সে দেশে সংবিধান নেই’ – কবে এবং কে এই কথা ঘোষণা করেছিলেন ?

উঃ ১৭৮৯ খ্রীষ্টাব্দে ফান্সের গণপরিষদ।

  1. ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালতটির নাম লেখো ?

উঃ ব্রিটিশ পার্লামেণ্টের উচ্চকক্ষ লর্ডসভা।

  1. মন্ত্রীগণ শাসন বিভাগের কোন অংশের মধ্যে পড়ে ?

উঃ রাজনৈতিক অস্থায়ী অংশ।

  1. ‘চারটি চোখ দুটি চোখের অপেক্ষা অনেক ভালো দেখে’ – কে একথা বলেছিলেন ?

উঃ রাষ্ট্রবিজ্ঞানী ব্লুণ্টসলী।

  1. সর্বপ্রথম ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির উল্লেখ কার রচনায় পাওয়া গিয়েছিল ?

উঃ অ্যারিস্টটল।

  1. পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষমতাশালী আইনসভার দ্বিতীয়কক্ষের নাম লেখো ?

উঃ মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট।

  1. পশ্চিমবঙ্গের আইনসভা কয়টি কক্ষ বিশিষ্ট?




উঃ এককক্ষ বিশিষ্ট

  1. ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম লেখো ?

উঃ লর্ডসভা।




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।