স্বাধীন ভারতের উপরাষ্ট্রপতিদের নাম | Names of Vice Presidents of India PDF (1952 – বর্তমান)

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Names of Vice Presidents of India PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে স্বাধীন ভারতের উপরাষ্ট্রপতিদের নাম | Names of Vice Presidents of India PDF (1952 – বর্তমান) set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Names of Vice Presidents of India PDF এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

Ajjkal




PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন

স্বাধীন ভারতের উপরাষ্ট্রপতিদের নাম | Names of Vice Presidents of India PDF (1952 – বর্তমান)

নম্বর – উপরাষ্ট্রপতি – কার্যকাল

1. সর্বপল্লী রাধাকৃষ্ণণ – ১৩ই মে ১৯৫২ – ১২ই মে ১৯৬২

2. জাকির হুসেইন – ১৩ই মে ১৯৬২ – ১২ই মে ১৯৬৭

3. বরাহগিরি ভেঙ্কট গিরি – ১৩ই মে ১৯৬৭ – ৩রা মে ১৯৬৯

4. গোপাল স্বরূপ পাঠক – ৩১শে আগস্ট ১৯৬৯ – ৩০শে আগস্ট ১৯৭৪

5. বসপ্পা ধনপ্পা জত্তী – ৩১শে আগস্ট ১৯৭৪ – ৩০শে আগস্ট ১৯৭৯

6. মহম্মদ হিদায়তুল্লাহ – ৩১শে আগস্ট ১৯৭৯ – ৩০শে আগস্ট ১৯৮৪



7. রামাস্বামী ভেঙ্কটরামন – ৩১শে আগস্ট ১৯৮৪ – ২৪শে জুলাই ১৯৮৭

8. শঙ্কর দয়াল শর্মা৩রা সেপ্টেম্বর ১৯৮৭ – ২৪শে জুলাই ১৯৯২

9. কে. আর. নারায়ণন – ২১শে আগস্ট ১৯৯২ – ২৪শে জুলাই ১৯৯৭

10. কৃষ্ণ কান্ত – ২১শে আগস্ট ১৯৯৭ – ২৭শে জুলাই ২০০২

11. ভৈরন সিংহ শেখাওয়াৎ – ১৯শে আগস্ট ২০০২ – ২১শে জুলাই ২০০৭

12. মহম্মদ হামিদ আনসারি – ১১ই আগস্ট ২০০৭ – ১০ই আগস্ট ২০১৭

13. ভেঙ্কাইয়া নাইডু – ১১ই আগস্ট ২০১৭ – ১০ই আগস্ট ২০২২

14. জগদীপ ধনখড় – ১১ই আগস্ট ২০২২ – বর্তমান

ভারতের উপরাষ্ট্রপতি ক্ষমতা ও পদমর্যাদা

ভারতের শাসন ব্যবস্থায় উপরাষ্ট্রপতি পদ সংযুক্ত করা হয় 1952 সাল থেকে। ভারতীয় সংবিধানের ৬৩-৬৯ নং ধারায় উপরাষ্ট্রপতি পদ সম্পর্কে বিশেষ ভাবে আলােচনা করা হয়েছে। উপরাষ্ট্রপতি হলেন পদাধিকারবলে রাজ্যসভার সভাপতি বা চেয়ারম্যান বলা হয়ে থাকে।



◾ ভারতের উপরাষ্ট্রপতি যােগ্যতা: সংবিধানের ৬৬নং ধারায় উপরাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কে বলা হয়েছে যেㅡ

● উপরাষ্ট্রপতির পদপ্রার্থীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।

● উপরাষ্ট্রপতির পদপ্রার্থীকে কমপক্ষে ৩৫ বছর বয়সী হতে হবে।

● রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার জন্য যােগ্যতাসম্পন্ন ব্যক্তি হতে হবে।

● যিনি উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন তিনি ভারতের কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীনস্থ কোনাে সংস্থার পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না।

● ভারতের আইন অনুযায়ী উপরাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থীর নাম কমপক্ষে ৫ জন প্রস্তাবক এবং ৫ জন সমর্থক দ্বারা সমর্থিত হতে হবে (১৯৭৪ খ্রি. প্রবর্তিত )।

এছাড়া উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর মনােনয়নপত্র জমা দেওয়ার সময় ১৫,০০০ টাকা জামানত হিসেবে জমা রাখতে হয়।

উপরাষ্ট্রপতির নির্বাচন

রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির মতাে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি নির্বাচকমণ্ডলী গঠন করার কথা ভারতীয় সংবিধানে বলা আছে। লোকসভা ও রাজ্যসভার সকল নির্বাচিত ও মনােনীত সদস্য এই নির্বাচক সংস্থার সদস্য হবেন। পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা একক হস্তান্তরযােগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোট দানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

উপরাষ্ট্রপতির কার্যকাল ও পদচ্যুতি

ভারতের উপরাষ্ট্রপতির কার্যকাল হয় ৫ বছর। তিনি পুনর্নির্বাচিত হতে পারেন। তিনি কার্যকাল শেষ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন। সংবিধান ভঙ্গের অভিযােগে তাকে পদচ্যুতও করা যেতে পারে। উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য ইমপিচমেন্ট পদ্ধতির প্রয়ােজন হয় না। তাকে পদচ্যুত করার জন্য রাজ্যসভার প্রস্তাবক্রমে ১৪ দিন পূর্বে নােটিশ দিতে দেওয়া হয়।

উপরাষ্ট্রপতির বেতন, ভাতা ও অন্যান্য সুযােগসুবিধা

বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি নতুন সংশােধিত বেতন কাঠামাে অনুযায়ী বেতন, ভাতা এবং বিভিন্ন ধরনের সুযােগসুবিধা পেয়ে থাকেন। উপরাষ্ট্রপতি বর্তমানে ৪,০০,০০০ টাকা বেতন ও ভাতা পান। উপরাষ্ট্রপতি সাময়িকভাবে রাষ্ট্রপতির মতাে দায়দায়িত্ব পালন করেন এবং উপযুক্ত বেতন এবং ভাতা ভােগ করে থাকেন।

উপরাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা

সংবিধান অনুসারে ভারতের রাষ্ট্রপতির পরেই মর্যাদাপূণ্য স্থানটি হল উপরাষ্ট্রপতির। সাধারণভাবে উপরাষ্ট্রপতির পদের সঙ্গে নানা ধরনের বিধিবদ্ধ দায়দায়িত্ব জড়িত থাকে। উপরাষ্ট্রপতি হলেন পদাধিকারবলে রাজ্যসভার সভাপতি এবং রাজ্যসভা পরিচালনার দায়দায়িত্ব তার উপরেই ন্যস্ত হয়ে থাকে।

[1] ভারতীয় সংবিধানের ৬৪নং ধারা অনুযায়ী রাজ্যসভায় সভাপতিত্ব করাই উপরাষ্ট্রপতির সর্বপ্রধান কাজরূপে গণ্য হয়।

[2] মৃত্যু, পদত্যাগ, অপসারণ বা অন্যকোনাে কারণে রাষ্ট্রপতির আসন শূন্য হলে অস্থায়ীভাবে উপরাষ্ট্রপতি সেই দায়িত্বভার পালন করে থাকেন।




[3] অসুস্থতা, বিদেশ ভ্রমণ অথবা অন্যকোনাে কারণে রাষ্ট্রপতি যদি সাময়িকভাবে অনুপস্থিত থাকেন, সেরকম ক্ষেত্রেও উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির হয়ে সেই শূন্যতা পূরন করেন।

[4] উপরাষ্ট্রপতি যখন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তার ভূমিকা পালন করেন তখন কিন্তু তিনি রাজ্যসভার সভাপতি বা চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে পারেন না।

[5] ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় ভারতের উপরাষ্ট্রপতির ভূমিকা দুটি ক্ষেত্রে সীমাবদ্ধ হয়ে থাকে –

অর্থাৎ, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তাঁর ভূমিকা পালন করা এবং

অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সংসদে দায়িত্ব পালন করা।

সুতরাং আর অপেক্ষা না করে নীচের লিংকে Click করে PDF টি সম্পূর্ণ বিনামূল্যে Download করুন

File Details:-

File Name:-  Names of Vice Presidents of India PDF in Bengali [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here To Download




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।