28th August 2022 Current Affairs in Bengali | 28th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 28th August 2022 Current Affairs in Bengali | 28th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 28th August 2022 Current Affairs in Bengali | 28th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

👉 Join Our Telegram Chanel – Click Here 👈

Ajjkal



28th August 2022 Current Affairs in Bengali | 28th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

কেন্দ্র কয়টি আদিবাসী জেলায় টিবি হস্তক্ষেপ প্রকল্প চালু করেছে?

উত্তর: 75

20 তম বায়োএশিয়া সামিট 2023-এর থিম কী?



উত্তর: একজনের জন্য অগ্রগতি: মানবিক স্বাস্থ্যসেবার পরবর্তী প্রজন্মকে রূপ দেওয়া

ইন্দো-ইসরায়েল সেন্টার অফ এক্সিলেন্স ফর ভেজিটেবলস কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?

উত্তর: চান্দৌলি, উত্তরপ্রদেশ

ভারতে জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়?

উত্তরঃ ২৯শে আগস্ট

CoinDCX কোন সম্প্রতি কোন অ্যাপ চালু করেছে?

উত্তরঃ অক্টো (Okto)

টেকসই এভিয়েশন টেকনোলজির জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কোন কোম্পানির সাথে সহযোগিতা করলো?

উত্তর: সুইডেনের এলএফভি এয়ার নেভিগেশন সার্ভিসেস

MSME সেক্টরের জন্য ভারত এবং মরিশাসের মধ্যে কটি MoUs চুক্তি স্বাক্ষরিত হয়েছে?

উত্তর: 2

DreamSetGo -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর: সৌরভ গাঙ্গুলী

সবুজ উদ্যোক্তাদের জন্য SIDBI কোন কোম্পানির সাথে সহযোগিতা করেছে?

উত্তরঃ TP Renewable Microgrid Ltd.




কোন ভারতীয় ক্রিকেটার 3টি ফরম্যাটে 100টি ম্যাচ খেলার জন্য প্রথম খেলোয়াড় হতে চলেছেন ?

উত্তর: বিরাট কোহলি




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।