Computer General Knowledge Questions PDF | কম্পিউটার জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Computer General Knowledge Questions PDF | কম্পিউটার জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Computer General Knowledge Questions PDF | কম্পিউটার জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । এই Computer General Knowledge Question PDF | এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

Ajjkal




PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন

Computer General Knowledge Questions PDF | কম্পিউটার জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

  1. পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয়

উওরঃ- প্রেজেন্টেশন ।

  1. কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী ?

উওরঃ- এম.এস.এক্সেল ।

  1. কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রম্নতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম ?

উওরঃ- লেজার প্রিন্টার ।

  1. কোন কোম্পানির মাইক্রো প্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরী ?

উওরঃ- ইন্টেল ।

  1. BOL কি ?

উওরঃ- Bangladesh Online Limited .

  1. অপারেটিং সিস্টেম কী?



উওরঃ- অপারেটিং সিস্টেম হচ্ছে মানুষের মসিত্মস্কের বুদ্ধি ।

  1. Find কমান্ড কোন মেনুতে থাকে ?

উওরঃ- Edit মেনুতে ।

  1. কিসে Close কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায় ?

উওরঃ- File মেনুর Close কমান্ড দিলে ।

  1. নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি ?

উওরঃ- ছবি আঁকা ।

  1. উইন্ডোজ ৯৫ বাজারে এসেছিল –

উওরঃ- ১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর ।

  1. জন্ম তারিখ হলো একট ফিল্ড ।

উওরঃ- অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয় ফন্ট ডায়ালগ বক্সে ।

  1. কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে

উওরঃ- কম ।

  1. Binary disit থেকে উৎপত্তি হয়

উওরঃ- Bit .

  1. প্রোগ্রামের মূল লক্ষ্য কী ?

উওরঃ- সমস্যার সন্তোষজনক সমাধান ।

  1. কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন-

উওরঃ- ড . স্টিবিজ ।

  1. বিভিন্ন অক্ষর টাইপ করতে কীবোর্ডের কোথায় চাপ দিতে হয় ?

উওরঃ- বোতাম ।

  1. লেখালেখির জন্য তৈরী ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রামা কোনটি ?

উওরঃ- ওয়ার্ড প্রোসের্সি প্রোগ্রামা ।

  1. যেসব প্রোগ্রামা ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে ?

উওরঃ- এন্টিভাইরাস ।

  1. মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে থাকাকে কি বলে ?

উওরঃ- লজিক বোর্ড ।

  1. দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে কে ?

উওরঃ- মডেম ।

  1. কম্পিউটার গণনার একক কোনটি ?

উওরঃ- বাইট ।

  1. এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রামা ?

উওরঃ- স্প্রেডশিট ।

  1. কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রামা সমষ্টিকে কি বলে ?

উওরঃ- সফটওয়্যার ।

  1. কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না ?

উওরঃ- সফটওয়্যার ।

  1. কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয় ?

উওরঃ- তথ্য বা ডাটা ।

  1. কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে ?

উওরঃ- নির্দেশ অনুযায়ী ।

  1. কম্পিউটার শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?

উত্তরঃ- গ্রিক শব্দ থেকে।

  1. কোণ শব্দ থেকে কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়েছে ?

উত্তরঃ- কম্পিউট

  1. কম্পিউট শব্দের অর্থ কি ?

উত্তরঃ- গণনা করা

  1. কম্পিউটার কি ধরনের যন্ত্র ?

উত্তরঃ- ইলেকট্রনিক যন্ত্র

  1. বর্তমান যুগকে কি বলা হয় ?

উত্তরঃ- তথ্য যুগ

  1. কম্পিউটারের কাজ করার গতি কিসে হিসাব করা হয় ?

উত্তরঃ- ন্যানো সেকেন্ড

  1. এক মাইক্রো সেকেন্ড এক সেকেন্ডের কত ভাগের সমান ?

উত্তরঃ- 10 লক্ষ

34 মিলি সেকেন্ড এক সেকেন্ডের কত ভাগের সমান ?

উত্তরঃ- 1000

  1. ক্যালকুলেটরের সাহায্যে কি করা হয় ?

উত্তরঃ- সাধারণ গণনা

  1. ক্যালকুলেটরের স্মৃতিশক্তি কি রকম ?

উত্তরঃ- অস্থায়ী

  1. কম্পিউটার দিয়ে সর্বপ্রথম কোন কাজটি করানো হত ?

উত্তরঃ- গণনার

  1. যে সকল যন্ত্রের মাধ্যমে তথ্য দেওয়া হয় তাকে কি বলে ?

উত্তরঃ- ইনপুট ডিভাইস

  1. কম্পিউটারের প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত 39 কে কি বলা হয় ?

উত্তরঃ- আউট পুট

  1. সিপিইউ এর পুরো কথা কি ?

উত্তরঃ- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

  1. কোন কম্পিউটার পরিমাপ পদ্ধতিতে কাজ করে ?

উত্তরঃ- এনালগ

  1. ডিজিটাল কম্পিউটার কত প্রকার ?

উত্তরঃ- চার প্রকার

  1. ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এর কাজ কোন কম্পিউটার করে ?

উত্তরঃ- হাইব্রিড কম্পিউটার

  1. সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটি ?

উত্তরঃ- সুপার কম্পিউটার

  1. প্রথম গণক যন্ত্র কোনটি ?

উত্তরঃ- অ্যাবাকাস

  1. হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার কোনটি ?

উত্তরঃ- পামটপ

  1. কোনটিকে মিড রেঞ্জ কম্পিউটার বলা হয় ?

উত্তরঃ- মিনিফ্রেম কম্পিউটার

  1. মাইক্রো শব্দের অর্থ কী ?

উত্তরঃ- ক্ষুদ্র

  1. পিসি কথার অর্থ কি ?

উত্তরঃ- পার্সোনাল কম্পিউটার

  1. পিডিএ কোন ধরনের কম্পিউটার ?

উত্তরঃ- মাইক্রো কম্পিউটার

  1. হার্ডওয়ার এর প্রধান অংশ কয়টি ?

উত্তরঃ- তিনটি

  1. সফটওয়্যার কি ?

উত্তরঃ- এক অদৃশ্য শক্তি

  1. সফটওয়্যার কত প্রকার ?

উত্তরঃ- দুই প্রকার

  1. রোমান ভাষায় ক্যালকুলি শব্দের অর্থ কি ?

উত্তরঃ- নুড়ি

  1. জাপানে প্রথম গণক যন্ত্রের নাম কি ?

উত্তরঃ- সারোবান

  1. রাশিয়ায় অ্যাবাকাস কে কি বলা হয় ?

উত্তরঃ- স্কোশিয়া

  1. ১৬১৪ সালে কে লগারিদমের সারণি তৈরি করেন ?

উত্তরঃ- জন নেপিয়ার

  1. কম্পিউটার বাগ কি ?

উঃ কম্পিউটারের অন্তর্নিহিত ভুল ।

  1. ক্যাসপারস্কি কি ?

উঃ একটি এন্টিভাইরাস সফটওয়্যার

  1. কোন কম্পিউটার ইঞ্জিনিয়ার 2003 সালে সাহিত্যের জন্য নোবেল পেয়েছিলেন ?

উঃ জে.এম. কোয়েটজি ।

  1. অপারেটিং সিষ্টেম কি ?

উঃ মানুষের মসিত্মস্কের বুদ্ধি

  1. Find কমান্ড থাকে কোন মেনুতে ?

উঃ Edit

  1. কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কি ?

উঃ মাইক্রোসফট ।

  1. ব্যবহারের জন্য ব্যবহৃত প্রথম বাজারে আসে কোন কম্পিউটার ?

উঃ UNIVAC .

  1. মাইক্রো কম্পিউটারকে কি বলা হয় ?

উঃ PC

  1. রম কি ?

উঃ Read Only Memory . এটিকে কম্পিউটারের স্থায়ী শক্তি বলা হয় ।

  1. RAM কি ?

উঃ Random Access Memory. কম্পিউটারের অস্থায়ী স্মৃতি ।

  1. মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন কি ?

উঃ google

  1. ১ বাইটে বিটের সংখ্যা

উঃ ৮ ।

  1. পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব কি ?

উঃ কৃত্রিম বুদ্ধিমত্তা ।

  1. মডেম কি ?

উঃ ইন্টারনেটের সংযোগ মাধ্যম ।

  1. প্রথম প্রজন্মে কী ব্যাবহার করা হত ?

উঃ ভ্যাকুয়াম টিউব

  1. দ্বিতীয় প্রজন্মে কী ব্যাবহার করা হত ?

উঃ ট্রানজিস্টার

  1. কোন প্রজন্মে IC প্রথম ব্যাবহার করা হয় ?

উঃ তৃতীয়

  1. চতুর্থ প্রজন্মে কী ব্যাবহার করা হত ?

উঃ Large Scale Integrated Circuit (LSIC), Very Large Scale Integrated Circuit (VLSIC)

  1. WWW এর পুরো নাম ক?

উঃ World Wide Web

  1. DBMS হল –

উঃ Database Management System

  1. কম্পিউটারে কিছু টাইপ করলে তা সঠিক করে দেওয়ার ওয়ার্ড ফাংশানকে বলে

উঃ Auto Correct

  1. ডিফল্টরুপে, কম্পিউটারে কোন ডকুমেন্ট কিরুপে প্রিন্ট হয় ?

উঃ Potrait

  1. কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ?

উঃ বেঙ্গালুরু

  1. VDU এর পুরো কথাটি হল –

উঃ Visual Display Unit

  1. কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কী ?

উঃ মোডেম

  1. কম্পিউটারে ব্যাবহৃত উইন্ডোস হল-

উঃ সফটওয়্যার / অপারেটিং সিস্টেম

  1. ভাইরাস একধরনের সফটওয়্যার যা মুলত নষ্ট করে –

উঃ তথ্য

  1. কম্পিউটারের জনক হলেন –

উঃ চার্লস ব্যাবেজ

  1. URL এর পুরো কথাটি হল –

উঃ Uniform Resource Locator

  1. CPU কথাটির সম্পূর্ণ রুপ হল –

উঃ Central Processing Unit

  1. CPU এর তিনটি অংশ হল –

উঃ Arithmetic Logic Unit (ALU), Control Unit (CU), Memory Unit

  1. CD এর পুরো কথাটি হল-

উঃ Compact Disc

  1. DOS হল একটি –

উঃ অপারেটিং সিস্টেম

  1. DOS এর পুরো কথাটি হল-

উঃ Disc Operating System

  1. HTML কথাটির সম্পূর্ণ নাম কী?

উঃ Hypertext Markup Language

  1. HTTP এর পুরো কথাটি হল –

উঃ Hyper Text Transfer Protocol 94.1 MB = কত ?

উঃ 1024 KB

  1. ফ্লপি ডিস্ক একটি –

উঃ স্টোরেজ ডিভাইস

  1. ইন্টারনেটের ব্যাবহার কোন মহাদেশে সবচেয়ে বেশি ?

উঃ এশিয়া

  1. কয়েকটি ইনপুট ডিভাইসের নাম লেখো।

উঃ কী-বোর্ড, মাউস, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি।

  1. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী ?

উঃ আমাদের কাজের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম

  1. ইন্টারনেটের মাধ্যমে অন্য একটি কম্পিউটার থেকে তোমার কম্পিউটারে তথ্য স্থানান্তরকে বলে

উঃ Downloading

  1. আই প্যাড ‘ কোন কোম্পানির তৈরি?

উঃ APPLE

  1. MS Word একটি –

উঃ অ্যাপ্লিকেশন সফটওয়্যার

  1. ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যাবহৃত ল্যাঙ্গুয়েজ হল –

উঃ HTML

  1. F1 থেকে F12 কী গুলোকে এক সাথে বলা হয় –

উঃ ফাংশন কী

104.1GB = কত ?

উঃ 1024 MB

  1. WAN কথাটির সম্পূর্ণ নাম-

উঃ Wide Area Network

  1. কম্পিউটার সিস্টেম এ Scanner কোন ধরনের যন্ত্র ?

উঃ Input Device < br

  1. MICR- এর পূর্ণরূপ কি ?

উঃ Magnetic Ink Character Reader

  1. OMR কথাটির পুরো অর্থ কী?

উঃ Optical Mark Reader / Recognition

  1. কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম ?

উঃ Android

  1. অপারেটিং সিস্টেম হল –

উঃ কম্পিউটার চালানোর জন্য গুরুত্বপূর্ণ সফটওয়্যার

  1. কমপাইলার প্রকৃতপক্ষে কী ?

উঃ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা, প্রোগ্রামকে মেসিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করার প্রোগ্রাম।

  1. ‘কার্নেল’ কী ?

উঃ অপারেটিং সিস্টেমের অংশ।

  1. ‘LINUX’ হল –

উঃ একটি অপারেটিং সিস্টেম

  1. টোকে প্রসেস করে পাওয়া যায় –

উঃ ইনফরমেশন

  1. ভারতের প্রথম কোথায় কম্পিউটারের ব্যাবহার শুরু হয় ?

উঃ কলকাতা

  1. ভারতের যে দৈনিক প্রথম ইন্টারনেটে প্রকাশিত হয় –

উঃ দ্য হিন্দু

  1. প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী ?

উঃ FORTRAN

  1. প্রথম ভারতে তৈরি সুপার কম্পিউটার কোনটি ?

উঃ Flosolver

  1. প্রথম ইলেক্ট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটি ?

উঃ ENIAC

  1. Network এর উদাহরন দাও।

উঃ LAN, MAN, WAN

  1. LAN কথাটির সম্পূর্ণ নাম কী?

উঃ Local Area Network

  1. MAN কথাটির সম্পূর্ণ নাম কী?

উঃ Metropolitan Area Network

  1. কয়েকটি আউটপুট ডিভাইসের নাম কী?

উঃ প্রিন্টার, প্লটার, মনিটর, প্রজেক্টর ইত্যাদি।

  1. BIOS কী ?

উঃ BISO হলো একটি ফার্মায়্যার

  1. BIOS কথাটির পুরো অর্থ কী?

উঃ Basic Input – Output System

  1. IP কথাটির পুরো অর্থ কী ?

উঃ Internet Protocol

  1. UPS কথাটির পুরো অর্থ কী ?

উঃ Uniterruptible Power Supply

  1. USB কথাটির পুরো অর্থ কী ?

উঃ Universal Serial Bus

  1. কম্পিউটার যুক্ত করে কোনটি তৈরি করা যায় ?

উঃ Network

  1. কোন মেমোরীটি Non – volatile ?

উঃ ROM

  1. কোন মেমোরীটি volatile ?

উঃ RAM

  1. RAM কথাটির পুরো অর্থ –

উঃ Random Access Memory

  1. ROM কথাটির পুরো অর্থ –

উঃ Read Only Memory

  1. Plotter কোন ধরনের ডিভাইস ?

উঃ আউটপুট

  1. ইন্টারনেট চালুর বছর –

উঃ ১৯৬৯

  1. ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন কে ?

উঃ চার্লস ব্যাবেজ

  1. ALU এর পূর্ণরূপ কী?

উঃ Arithmetic Logic Unit

  1. LCD এর পুরোকথাটি লিখ ?

উঃ Liquid Crystal Display < br

  1. LED এর পুরোকথাটি লিখ ?

উঃ Light emitting diode

  1. ই – মেইল এর পুরোকথাটি লিখ ?

উঃ ইলেকট্রনিক মেইল

  1. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে ?

উঃ হার্ডওয়্যার

  1. কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় ?

উঃ মাদারবোর্ড

  1. কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে

উঃ হার্ডওয়্যার ও সফটওয়্যার




সুতরাং আর অপেক্ষা না করে নীচের লিংকে Click করে PDF টি সম্পূর্ণ বিনামূল্যে Download করুন

File Details:-

File Name:-  Computer General Knowledge Questions PDF [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here To Download




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।