9th August 2022 Current Affairs in Bengali | 9th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 9th August 2022 Current Affairs in Bengali | 9th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 9th August 2022 Current Affairs in Bengali | 9th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স। এই 9th August 2022 Current Affairs in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



9th August 2022 Current Affairs in Bengali | 9th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. কমনওয়েলথ গেমস 2022-এ ভারত কতগুলি পদক জিতেছে?

উত্তর:- 61 টি। সোনা- 22 টি, সিলভার- 16 টি, ব্রোঞ্জ- 23 টি

2. সম্প্রতি কে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের প্রথম মহিলা মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন?

উত্তর :- নল্লাথাম্বি কালাইসেলভি



3. সম্প্রতি ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু কমনওয়েলথ গেমস 2022-এ কোন পদক জিতেছেন?

উত্তর:- স্বর্ণপদক

4. সম্প্রতি কে ‘আন্তর্জাতিক দাবা ফেডারেশন’-এর সহ-সভাপতি নিযুক্ত হয়েছেন?

উত্তর:- বিশ্বনাথন আনন্দ

5. সম্প্রতি কে ‘মোদি@20: ড্রিমস মিট ডেলিভারি’ শিরোনামের বইটির ওডিয়া সংস্করণ প্রকাশ করেছে?

উত্তর:- অমিত শাহ

6. কোন ভারতীয় গলফার সম্প্রতি মন্দিরি ইন্দোনেশিয়া ওপেন গলফ টুর্নামেন্ট জিতেছেন?

উত্তর:- গগনজিৎ ভূল্লার

7. সম্প্রতি ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- ইন্দ্রজিৎ কৈমোত্র

8. সম্প্রতি ভারতের 75তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন?

উত্তর:- V Pranav

9. সম্প্রতি কোন ভারতীয় বক্সার কমনওয়েলথ গেমস 2022 বার্মিংহামে স্বর্ণপদক জিতেছেন?

উত্তর:- অমিত পাংঘল, নীতু ঘাঁহাস এবং নিখাত জারিন

10. সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত NITI আয়োগের পরিচালনা পরিষদের সপ্তম বৈঠকের সভাপতিত্ব করেন কে?

উত্তর:- নরেন্দ্র মোদী

11. সম্প্রতি কোন শহর এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের জন্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন রিজিওনাল স্ট্যান্ডার্ডাইজেশন ফোরামের আয়োজন করছে?

উত্তর:- নয়াদিল্লি

12. সম্প্রতি কমনওয়েলথ গেমস 2022 এর ব্যাডমিন্টন পুরুষদের এককে স্বর্ণপদক জিতেছে কে?



উত্তর:- লক্ষ্য সেন

13. সম্প্রতি কোন রাজ্য সরকার প্রতিটি জেলায় একটি সংস্কৃতভাষী গ্রাম গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে?

উত্তর:- উত্তরাখণ্ড

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।