General knowledge in bengali: Here, is the best place for you to download General knowledge in bengali. Here, you can get the General knowledge In Bengali and English. edu.bengaliportal.com give you All competitive exam Special General knowledge In Bengali study material like Police exams, Railway exams, Psc exam, Civil exams, Indian Post exams, SSC exams, UPSC exams RBI exams, Group-D exams, Indian Army exams, or any other entrance exams. General knowledge in bengali is very important for all examination. You can also download GK, GI, Math, questions paper, Current Affairs etc . Visit this sight edu.bengaliportal.com to download free General knowledge in bengali.
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
জেনারেল নলেজ ই-বুক General knowledge in bengali e-book
প্রশ্ন | উত্তর |
1. সীমান্ত গান্ধী কাকে বলা হয়ে থাকে ? | খান আবদুল গফফর খান |
2. কোন মহাকাশযানে চেপে মানুষ প্রথম চাঁদে পা রেখেছিল? | অ্যাপোলো 11 |
3. কিসের অভাবে মানুষের ডিহাইড্রেশন হয়ে থাকে? | জলের অভাবে |
4. লৌহ ইস্পাত উৎপাদনে পৃথিবীতে ভারত কততম স্থান অধিকার করে ? | অষ্টম |
5. ভাবর কোন অঞ্চলের ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য? | শিবালিক অঞ্চলের |
6. ভারতের একমাত্র বেসরকারি তৈল শোধনাগার এর নাম লেখো ? | জামনগর |
7. ভারতীয় আইকন কি প্রকৃতির? | আনুপাতিক |
9. রিহান্দ বাঁধ কোন রাজ্যে অবস্থিত ? | উত্তর প্রদেশ রাজ্যে |
10. ভূত্বকের উপরের অংশ প্রধানত কোন শিলা দিয়ে গঠিত? | গ্রানাইট শিলায় |
11. ঋতু পরিবর্তন সর্বাপেক্ষা কম অনুভূত হয় কোথায় স্থান বরাবর ? | মেরু অক্ষরেখায় |
12. কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম লেখো ? | ফেনল |
13. কোন প্রকার পর্বতে জীবাশ্ম পাওয়া যায় ? | ভঙ্গিল পর্বত |
14. কয়লা খনির ভিতরে কোন গ্যাস পাওয়া যায়? | মিথেন গ্যাস |
15. BOD- এটির পুরো কথা কি ? | Biological Oxygen Demand |
16. শব্দের তীব্রতার একক লেখো ? | ডেসিবেল |
17. গুরুশিখর শৃঙ্গ কোন ভারতের রাজ্যে অবস্থিত ? | রাজস্থান রাজ্যে |
18. হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপটির নাম লেখো ? | ট্রিটিয়াম |
19. Biocoenosis শব্দটি কে প্রথম ব্যবহার করেছেন? | কাল’ মবিয়াস |
20. ইন্টারফেরন কীসের আক্রমণ প্রতিহত করে ? | ভাইরাস |
আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১. কোন মহাজনপদে গৌতম দেহত্যাগ করেছিলেন ?
উত্তর : মল্য
২. আলেকজান্ডার কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ?
উত্তর : ব্যবিলন
৩. নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেছিল ?
উত্তর : মহাপদ্ম নন্দ
৪. প্রাচীন কালের কলিঙ্গ রাজ্যের সবথেকে বড় শাসক কে ছিল ?
উত্তর : কারাবেলা
৫. শিশু নাগবংশ কোন মহাজনপদ ধ্বংসের পর প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর : অবন্তী
৬. কোন সাম্রাজ্য প্রাচীন ভারতের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না ?
উত্তর : হাম্পি ।
৭. বিম্বিসারের কোন রাজ্যের সাথে বেশি শত্রুতা ছিল ?
উত্তর : অঙ্গ
৮. কোন শাসক আলেকজান্ডারের সমসাময়িক ছিল ?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য
৯. অর্থশাস্ত্রে কোন বিষয়ের উল্লেখ পাওয়া যায় ?
উত্তর : রাষ্ট্রনীতি
১০. চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য উত্তর – পশ্চিম ভারতে কতদূর বিস্তৃত ছিল ?
উত্তর : হিন্দকুশ
১১. অশোকের সাম্রাজ্য কোন শতাব্দীতে বিস্তৃতি লাভ করেছিল ?
উত্তর : খ্রীঃ পূঃ তৃতীয় শতকে
১২. প্রাচীন কোন মহাজনপদ যমুনা নদীর তীরে বিস্তৃতি লাভ করেছিল ?
উত্তর : বাৎস।
১৩. শত্রু নিধনকারী বা অমিত্রগাথা হিসেবে কোন শাসক পরিচিত ছিল ?
উত্তর : বিন্দুসার
১৪. কৌটিল্য কোন ভারতীয় শাসকের প্রধানমন্ত্রী ছিল বলে জানা যায় ?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য ১৫.খ্ৰীঃ পূঃ ৩২২ শতকে কে মগধের সিংহাসন দখল করেন ?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য
১৬. ভারতবর্ষে প্রথম বৈদেশিক অভিযান কারা করে ?
উত্তর : প্রথম দরিয়াস
১৭. প্রাচীন ভারতে মগধের রাজধানী কোথায় ছিল কোন স্থানে ?
উত্তর : রাজগীর
১৮. কোন শাসক তার রাজধানী রাজগীর থেকে পাটালিপুত্রে স্থানান্তরিত করেছিল ?
উত্তর : উদ্যয়িন
১৯. খ্ৰীঃ পূঃ ষষ্ঠ শতকে মগধের প্রথম শাসক কে ছিল ?
উত্তর : বিম্বিসার
২০. কোন শাসক তার রাজধানী পাটালিপুত্র থেকে বৈশালীতে স্থানান্তর করেছিল ?
উত্তর : শিশুনাগ
২৪. পুরু কোন যুদ্ধে আলেকজান্ডারের কাছে হেরে গিয়েছিল ?
উত্তর : হাইডাসপাস
২২. প্রাচীন ভারতবর্ষের বৃহত্তম নগর কোনটি ছিল ?
উত্তর : পাটলিপুত্র
২৩. সমস্ত ক্ষত্রিয় কুলে কাকে দ্বিতীয় পরশুরাম বলে অভিহিত করা হয় ?
উত্তর : মহাপদ্ম
২৪. আলেকজান্ডারের ভারত অভিযানকালে নন্দ বংশের রাজা কে ছিল ?
উত্তর : ধননন্দ
২৫. কোন ভারতীয় রাজা প্রাচীন ভারতবর্ষে নিজেকে সার্বভৌম ক্ষমতা সম্পন্ন বলে দাবী করেছিলেন ?
উত্তর : উদ্যয়িন
২৬. কোন নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর এর যুদ্ধ হয়েছিল ?
উত্তর : ঝিলম
২৭. গান্ধার স্থাপত্যকার্যে কাদের প্রভাব বেশি লক্ষ করা যায় ?
উত্তর : গ্রীক
২৮. ষষ্ঠ খ্রীঃ পূর্বাব্দের পর বৃহৎ রাজ্যগুলির উত্থানের কারণ কোনটি ছিল ?
উত্তর : বিহার ও উত্তরপ্রদেশে লোহার ব্যাপক ব্যবহার ।
২৯. অজাতশত্রু কার প্ররোচনায় পিতাকে হত্যা করেছিল ?
উত্তর : দেবদত্ত
৩০. খ্ৰীঃ পূঃ ষষ্ঠ শতকে কোন নগর রাজ্যটি সবথেকে বেশী শক্তিশালী ছিল বলে মনে করা হয় ?
উত্তর : মগধ
৩১. বুদ্ধের সমসাময়িক কোন রাজবংশ অবন্তীতে শাসন করতেন ?
উত্তর : প্রদ্যোৎ
৩২. কোন দুটি নদীর মধ্যবর্তী স্থানে প্রাচীন তক্ষশিলা শহরটি অবস্থিত ছিল বলে জানা যায় ?
উত্তর : সিন্ধু এবং ঝিলম
৩৩. শাসকদের মধ্যে কে সিংহাসন ত্যাগ করেছিলেন এবং জৈনধর্ম গ্রহণ করে দক্ষিন ভারতে চলে গিয়েছিলেন ?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য
৩৪. মৌর্য সিংহাসনে আরোহণের পূর্বে অশোক কোন জায়গার শাসক ছিলেন ?
উত্তর : তক্ষশিলা
৩৫. মেগাস্থিনিস কোথাকার দূত ছিলেন ?
উত্তর : সেলুকাস নিকেতর
৩৬. মেগাস্থিনিসের লেখা গ্রন্থের নাম লেখো ?
উত্তর : ইন্ডিকা
৩৭. অশোক কথাটির আক্ষরিক অর্থ লেখো ?
উত্তর : শোকহীন
৩৮. অশোক স্তম্ভ কোন ধাতু দিয়ে তৈরী ?
উত্তর : বালিপাথর
৩৯. অশোক সম্বন্ধীয় সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য কীসের মধ্যে পাওয়া যায় ?
উত্তর : উৎকীর্ণলিপি
৪০. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রীকদূত আসেন ?
উত্তর : মেগাস্থিনিস
৪১. অশোক কোন সময়ে কলিঙ্গ জয় করেছিলেন ?
উত্তর : খ্রীঃ পূঃ ২৬১
৪২. প্রাচীনতম ঐতিহাসিক লিখিত উপাদান কোন সময়কার ছিল?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য
৪৩. “দেবনাম প্রিয়” উপাধিটি কে নিয়েছিল ?
উত্তর : অশোক
৪৪. অশোক কোন নামে পরিচিত ছিলেন ?
উত্তর : প্রিয়দর্শী ।
৪৫. কোন অঞ্চলটি অশোকের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না ?
উত্তর : মাদ্রাজ
৪৬. সঙ্গম যুগে কোন বংশ বেশি শক্তিশালী ছিল না ?
উত্তর : পল্লব বংশ
৪৭. তামিল উৎকীর্ণ লিপিতে কোন লিপি ব্যবহার করা হত ?
উত্তর : ব্রাহ্মী
৪৮. তামিল মহাকাব্য ‘শিলাপ্পাদিকরম’ রচিত গ্রন্থ ?
উত্তর : ইলংগো
৪৯. কোন শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা এবং তার ফলাফল জানা গিয়েছিল ?
উত্তর : মাইনর রক এডিস্ট XIII
৫০. সারনাথ স্তম্ভে কোন প্রাণীর প্রতিকৃতি খোদাই করা থাকে না ?
উত্তর : হরিণ
৫১. সারনাথের সিংহ রাজধানী কার অবদান ছিল?
উত্তর : অশোক
৫২. “ধর্ম” কথাটি একটি কোন ধরনের শব্দ?
উত্তর : প্রাকৃত শব্দ
৫৩. অশোকের শাসন কালে রাজুকাসরা কোন বিষয়ের দেখাশোনা করতেন ?
উত্তর : বিচার ব্যবস্থা
৫৪. মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী ছিলেন ?
উত্তর : পূশ্যমিত্র শৃঙ্গ
৫৫. পাণিনির ‘অষ্ট্যাধ্যায়ী’ পতঞ্জলির মহাভাষ্য এবং জয়াদিত্যর কষিকাবৃত্তি’র আলোচ্য বিষয় কী ছিল?
উত্তর : ব্যাকরণ
৫৬. ধর্মাশোকের নাম কোন গ্রন্থে পাওয়া গিয়েছিল ?
উত্তর : সারনাথ লিপি
৫৭. সঙ্গম যুগে মুরাইয়োর কোন রাজ্যের রাজধানী ছিল বলে জানা যায় ?
উত্তর : চোল
৫৮. অশোক কোন প্রস্তরলিপিতে কলিঙ্গযুদ্ধের ভয়াবহতার বর্ণনা পাওয়া যায় ?
উত্তর : ১৩ তম প্রস্তর লিপি
৫৯. কে আজিবিকাসদের নার্গাজুন পর্বত অপর্ণ করেছিলেন ?
উত্তর : দশরথ ।
৬০. মৌর্য সাম্রাজ্যের কোন প্রদেশে একজন বিদেশী শাসক ছিলেন ?
উত্তর : সৌরাষ্ট্র ।
৬১. মৌর্য সাম্রাজ্য ধ্বংসের পর কারা ভারতবর্ষ অভিযান করেছিলেন ?
উত্তর : ব্যাকট্রিয়ান গ্রীকরা
৬২. রুদ্রামনের জুনাগর প্রস্তরলিপি অনুসারে, সুদর্শন লেকের ওপর একটি বাঁধ নির্মিত হয়েছে কোন রাজার আমলে ?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য
৬৩. মৌর্য যুগে গুরুত্বের ক্রমানুসারে প্রথম তিনটি বর্ণ ছিল কী কী ?
উত্তর : ব্রাম্মন, ক্ষত্রিয়, বৈশ্য
৬৪. মেগাস্থিনিসের বিবরণ অনুযায়ী কোন নীতির ওপর ভিত্তি করে ভারতীয় সমাজ সাতটি ভাগে বিভক্ত হয়েছিল ?
উত্তর : অর্থনৈতিক
৬৫. কোন দ্রব্য নিয়ে চৈনিক ব্যবসায়ীরা ভারতে আসেন ?
উত্তর : সিন্দুর ও বাঁশ
৬৬. কে নিউটনের তত্ত্বের পূর্বানুমান করে বলেছিলেন যে, সমস্ত বস্তুই পৃথিবীর প্রতি আকৃষ্ট হয়ে থাকে ?
উত্তর : ব্রম্মগুপ্ত
৬৭. কিসে সম্রাট অশোকের ব্যক্তিগত নামের উল্লেখ আছে বলে জানা যায় ?
উত্তর : মাসকি।
৬৮. কোন গ্রন্থের মধ্যে প্রথম দেবকীর পুত্র কৃষ্ণের উল্লেখ করা হয়েছে ?
উত্তর : ছান্দোগ্য উপনিষদ
৬৯. ‘জিরো’ কে আবিষ্কার করেছিলেন ?
উত্তর : একজন অচেনা ভারতীয়
৭০. আলেকজান্ডারের পরিভ্রমনকালে উত্তর ভারতে কোন বংশের শাসন চালু ছিল ?
উত্তর : নন্দ
৭১. ‘ সত্যসাই ‘ কার রচিত গ্রন্থ ?
উত্তর : হালা , একজন সাতবাহন শাসক
৭২. কোন গ্রীক রাজা দ্বিভাষিক মুদ্রার প্রচলন করেছিলেন ?
উত্তর : ডিমিট্রিভস
৭৩. ভারতবর্ষে প্রথম সরকারী সেনা শাসন কে চালু করেছিলেন ?
উত্তর : গ্রীক
৭৪. সাতবাহন শাসক হালার লেখক গাথাসগুসতী কোন ভাষায় রচিত গ্রন্থ ?
উত্তর : প্রাকৃত
৭৫. রোমান সাম্রাজ্যে সবথেকে বেশী কোন জিনিস ভারত থেকে রপ্তানী করা হত ?
উত্তর : ভারতীয় মসলিন, ব্যবহারযোগ্য ছুরি – কাঁচি ও চামড়া
৭৬. হস্তিগুম্ফা লিপি কোন শাসকের শাসনকালের ওপর আলোকপাত করেছিল ?
উত্তর : কলিঙ্গর খারবেলা
৭৭. কোন কুষান শাসক নিজেকে মহেশ্বর বলে অভিহিত করেছিলেন ?
উত্তর : কুজুল কদফিসেস
৭৮. নাগসেনার মিলিন্দাপানহো গ্রন্থটি কোন ভাষায় রচিত গ্রন্থ ?
উত্তর : পালি
৭৯. মুন্ডহীন কনিষ্কর মূর্তি কোথা থেকে উদ্ধার করা হয়েছিল ?
উত্তর : মথুরা
৮০. কার আনুকুল্যে মথুরা স্থাপত্য এবং পুরুষপুরে স্তুপ গড়েতোলা হয়েছিল ?
উত্তর : উহমা কদফিসেস
৮৬. মৌর্য শাসনকালে মুদ্রা তৈরীতে কোন ধাতু ব্যবহার করা হয়েছিল ?
উত্তর : সোনা এবং তামা
৮২. মৌর্য শাসনে অমিত্রগাথা নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর : বিন্দুসার
৮৩. ভারতে কে প্রথম বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ভ্রমণ করে ?
উত্তর : বানা।
৮৪. অশোক কোন বংশের রাজা ছিলেন ?
উত্তর : মৌর্য
৮৫. সাকা ইরা কে এবং কখন প্রচলন করেছিলেন ?
উত্তর : ৭৮ খ্ৰী কনিস্ত
৮৬. কনিস্কর রাজধানীর নাম লেখো ?
উত্তর : পুরুষপুর
৮৭. কুষানযুগে সবথেকে বেশি কিসের উন্নয়ন হয়েছিল ?
উত্তর : স্থাপত্য শিল্প
৮৮. সাঁচী স্তুপ কে নির্মাণ করেছিল ?
উত্তর : অশোক
৮৯. কোন উৎকীর্ণ লিপি তে অশোকের নাম খোদাই করা আছে ?
উত্তর : মক্সকির লিপি
৯০. চন্দ্রগুপ্ত মৌর্য কার কাছে পরাস্ত হয়েছিল ?
উত্তর : সেলুকাস
৯১. ভারতে কারা নাটকে যবনিকা প্রথা চালু করেছিলেন ?
উত্তর : শক
৯২. প্রাচীন ভারতে সাতবাহন সাম্রাজ্যে একটি একটি জেলাকে কি বলা হত ?
উত্তর : কটক
৯৩. কোন চীনা জেনারেল কনিস্ককে পরাজিত করেছিল ?
উত্তর : পেন চাও
৯৪. সাতবাহন সাম্রাজ্যের রাজধানী নাম লেখো ?
উত্তর : পৈথান
৯৫. শকরা কার দ্বারা পরাস্ত হয়েছিল ?
উত্তর : গৌতমীপুত্র সাতকর্ণী
৯৬. শুঙ্গ বংশের শেষ শাসক কে ছিল ?
উত্তর : দেবভূতি
৯৭. শক যুগ কার ইতিহাসে সময়ে দেখা যায় ?
উত্তর : কনিষ্ক
৯৮. বিক্রম যুগ শুরু হয়েছিল কোন সময়ে ?
উত্তর : খ্রীঃ পূঃ ৫৭ শতকে
৯৯. কারা প্রথম সোনার মুদ্রা চালু করে ছিল ?
উত্তর : ইন্দো গ্রীক
১০০. কে প্রথম ব্রাহ্মী লিপির সংকেত উদ্ধার করেছিল ?
উত্তর : জেমস প্রিলেপ।
১০১. সাতবাহনের উৎকীর্ণ লিপি কোন ভাষায় লেখা ছিল ?
উত্তর : প্রাকৃত
- আরোহন ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল কী লেখো ?
উঃ পর্যায়ন।
- মরুভূমির শুষ্ক নদীখাতকে কী বলা হয় ?
উঃ ওয়াদি।
- পৃথিবীর অ্যালবেডোর গড় পরিমাণ কত শতাংশ ?
উঃ ৩৪ শতাংশ।
- বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কেমন থাকে?
উঃ ১০০ শতাংশ।
- কেন্দ্রাতিগ বলের প্রভাবে কোন ধরনের জোয়ার সৃষ্টি হয়?
উঃ গৌণ জোয়ার।
- ল্যাণ্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটির নাম লেখো ?
উঃ মিথেন।
- ভারতের উত্তরতম স্থানটির নাম লেখো ?
উঃ কন্যাকুমারিকা।
- বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করে কোন রাজ্য?
উঃ তামিলনাড়ু।
- ভারতে কোন সময় পশ্চিমিঝঞ্ঝার প্রভাব দেখা যায়?
উঃ শীতকালে।
- ভারতের বৃহত্তম রেলইঞ্জিন কারখানাটি কোন স্থানে গড়ে উঠেছে?
উঃ চিত্তরঞ্জন।
- ভারতের ব্যস্ততম সড়কপথটির নাম লেখো ?
উঃ NH-2
- ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কয়টি লেখো ?
উঃ ৫৩ টি।
- ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র ভারতে তৈরি করে যে সংস্থা সেটির নাম লেখো ?
উঃ ISRO
- অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কী বলা হয় ?
উঃ বার্খান।
- প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরটিকে ?
উঃ ওজোন স্তরকে।
- নদীমোহনা কেমন আকৃতির হলে বানডাকার তীব্রতা দেখা যায় ?
উঃ ফানেল আকৃতির।
- কি দূষণের ফলে মিনামাটা রোগ হয়ে থাকে ?
উঃ পারদ।
- ভারতের তথ্যপ্রযুক্তির রাজধানী কাকে বলা হয় ?
উঃ ব্যাঙ্গালর।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের প্রতি ১০০০ পুরুষে নারীর সংখ্যা কত লেখো ?
উঃ ৯৪৩ জন।
- উপগ্রহচিত্রে বনভূমিকে কী রঙের দেখা যায় ?
উঃ লাল।
- ধারণ অববাহিকাগুলি নদীর কোন অংশে দেখা যায়?
উঃ উচ্চ বা পার্বত্য অংশে।
- সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত মিলিবার হয়?
উঃ ১০১৩.২৫ মিলিবার।
- কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার সর্বনিম্ন হয়?
উঃ নিরক্ষীয়।
- গঙ্গা অ্যাকশন প্ল্যান কতসালে চালু হয়েছিল ?
উঃ ১৯৮৬ সালে।
- কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয় ?
উঃ ধান ও ইক্ষুকে।
- সরলবর্গীয় অরণ্যাঞ্চলের তলদেশের মাটিকে কী বলা হয় ?
উঃ পডজল।
- ভারতের একক বৃহত্তম শিল্পের নাম লেখো ?
উঃ কার্পাস বয়ন শিল্প।
- সাদাকালো উপগ্রহ চিত্রকে কী বলা হয় ?
উঃ Grayscale ।
- বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপের নাম লেখো?
উঃ পেডিমেণ্ট
- কোনো কোনো বছর প্রশান্ত মহাসাগরের পূর্বে পেরু ও ইকুয়েডর উপকূলের উষ্ণতা সাধারণের থেকে কমে যাওয়ার কারণ কী লেখো ?
উঃ লা-নিনা।
- কোন জলবায়ুতে ঋতু পরিবর্তন দেখা যায় না?
উঃ নিরক্ষীয় জলবায়ুতে।
- কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারাবছর বরফমুক্ত অবস্থায় থাকে?
উঃ উত্তর-আটলাণ্টিক স্রোত।
- ভারত মহাসাগরের সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয় কীসের দ্বারা?
উঃ মৌসুমী বায়ু।
- ধোঁয়া ও ধুলোর মতো বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাপনার নাম লেখো ?
উঃ স্ক্র্যাবার।
- ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখার নাম লেখো ?
উঃ ম্যাকমোহন লাইন।
- ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম লেখো ?
উঃ ইন্দিরা পয়েণ্ট।
- উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তার নাম লেখো ?
উঃ আঁধি।
- ভারতের বৃহত্তম সঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে কোন স্থানে ?
উঃ সালেম।
- ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম লেখো?
উঃ বিহার।
- উদীয়মান শিল্প কোন শিল্পকে বলে ?
উঃ পেট্ররসায়ন শিল্প।
- ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO এর সদর দপ্তর কোন স্থানে অবস্থিত?
উঃ কর্ণাটকের ব্যাঙ্গালোর।
- 4R এর পুরো অর্থ লেখো ?
উঃ Reduce, Reuse, Recycle and Refuse ।
- R. F শব্দের পুরো কথা লেখো?
উঃ Representative Fraction ।
- ধানের খোসা পচে কোন গ্যাস নির্গত হয়ে থাকে ?
উঃ মিথেন
- কোন বন্দরটি স্বামী বিবেকানন্দ বিমানবন্দর নামে পরিচিত ?
উঃ রায়পুর।
- কোথায় ভারতের কার্পাস গবেষণাগার গড়ে উঠেছে ?
উঃ নাগপুর।
- পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে কী বলা হয় ?
উঃ বেট।
- হামবোল্ড স্রোত কোন মহাসাগরে লক্ষ করা যায়?
উঃ প্রশান্ত মহাসাগরে।
- NASA এর পুরো নাম লেখো ?
উঃ National Aeronautic and Space Administration ।
- ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম লেখো ?
উঃ মিস্ট্রাল।
- ভারতের বৃহত্তম সমভূমির নাম লেখো ?
উঃ গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি।
- অসমে কোন কোন নদীর সমন্বয়ে ব্রহ্মপুত্র নদী তৈরি হয়েছে?
উঃ ডিহং, ডিবং ও লোহিত।
- ওজোন গ্যাসের ঘনত্ব মাপার এককটি লেখো?
উঃ ডবসন।
- কোন নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে সারাবছর স্বল্পমাত্রায় বৃষ্টিপাত হয়?
উঃ ব্রিটিশ জলবায়ু অঞ্চলে।
- ভারতে কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
উঃ পুসা।
- ভিস হর্ণ পিরামিড চূড়া কোন স্থানে অবস্থিত?
উঃ সুইজারল্যাণ্ডে।
- বর্হিজাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি কোনটি প্রভাব ফেলে?
উঃ নদী।
- হিমবাহের ওপর অনেকগুলি সমান্তরাল ফাটলকে কী বলা হয় ?
উঃ ক্রেভাস।
- পম্পাস তৃণভূমিতে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম লেখো ?
উঃ পম্পেরো।
- মরা কোটাল কোন তিথিতে হয়ে থাকে ?
উঃ শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে।
- সংগৃহীত পৌর বর্জ্য শহর থেকে দূরে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতিকে কী বলে?
উঃ ল্যান্ডফিলিং।
- ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম কী?
উঃ মাদদ্বীপ।
- গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে কী বলে?
উঃ খাদার।
- উৎস অঞ্চলে ব্রহ্মপুত্র কী নাম পরিচিত?
উঃ সাংপো।
- ভারতের অধিকাংশ স্থান কোন মৃত্তিকা দ্বারা আবৃত?
উঃ পলি মাটি দ্বারা।
- ভারতের চা উৎপাদনে প্রথম রাজ্য কোনটি?
উঃ অসম।
- ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?
উঃ NH7
- আন্তর্জাতিক সিরিজ মানচিত্রের স্কেল কত?
উঃ ১:১০,০০,০০০
- গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম কী?
উঃ যমুনা।
- ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী?
উঃ সিয়াচেন।
- মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রির চেয়ে বেশি কী হয়?
উঃ উষ্ণ হয়।
- মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে কোন জোয়ার হয়?
উঃ গৌণ জোয়ার।
- অকেজো মোবাইল কোন জাতীয় বর্জ্যের উদাহরণ?
উঃ ই-বর্জ্যের।
- হিমালয় পর্বতমালার নবীনতম অংশটির কি নাম দেওয়া হয়েছে ?
উঃ শিবালিক।
- ২০১১ সালের আদমসুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি?
উঃ উত্তরপ্রদেশ।
- কী পদ্ধতির দ্বারা বরফগলা জলকণা তুষার কণায় পরিণত হয়ে থাকে ?
উঃ রেগেলেশন্।
- সমুদ্রস্রোত কয় প্রকার ও কী কী?
উঃ দু-প্রকার। উষ্ণ স্রোত ও শীতল স্রোত।
- ভারতের দুটি আগ্নেয়গিরির নাম লেখো ।
উঃ ব্যারেন ও নারকোন্ডাম।
- কোন অরণ্যকে চিরগোধূলির অরণ্য বলা হয়ে থাকে ?
উঃ নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য।
- কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য বেশি উপযুক্ত?
উঃ কৃষ্ণ মৃত্তিকা।
- ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম লেখো ?
উঃ ISRO
- সমুদ্র জলতলের সাপেক্ষ ভূমির সম উচ্চতার সাধারণতল গঠনের প্রক্রিয়াকে কী বলে লেখো?
উঃ পর্যায়ন।
- উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে সমুদ্রজলে মগ্ন হিমদ্রোনী গুলিকে কী বলে লেখো?
উঃ ফিয়র্ড।
- কোন জলবায়ুতে ক্রান্তিয় শীতকাল দেখতে পাওয়া যায়?
উঃ নিরক্ষীয় জলবায়ুতে।
- একটি জৈব অভঙ্গুর পদার্থের উদাহরণ দাও।
উঃ তুলো।
- ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যটির নাম লেখো ?
উঃ গোয়া।
- পুলিকট হ্রদ কোন রাজ্যের মধ্যে অবস্থিত?
উঃ তামিলনাড়ু।
- জাফরান চাষ কোন রাজ্যে বেশি হয়?
উঃ জম্মু ও কাশ্মীর।
- উপকূল অঞ্চলে গড়ে ওঠা লৌহ-ইস্পাত কেন্দ্রটির নাম লেখো ?
উঃ বিশাখাপত্তনম।
- লু কোন সময় প্রবাহিত হয়?
উঃ গ্রীষ্মকালের দুপুর বেলা।
- একটি উষ্ণস্রোতের নাম বলো।
উঃ ব্রাজিল স্রোত।
- মিলিয়ন শিটের বিস্তৃতি লেখো?
উঃ 4 ডিগ্রি × 4 ডিগ্রি।
- হিমবাহ উপত্যকার আকৃতি কিরূপ হয়ে থাকে ?
উঃ U আকৃতির।
- ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে নদী বোঝাতে কী রঙ ব্যবহার করা হয়ে থাকে ?
উঃ নীল।
- একটি তীক্ষ্ণাগ্র বদ্বীপের নাম বলো।
উঃ স্পেনের এব্রো।
- ISRO কথার পুরো নাম লেখো ?
উঃ Indian Space Research Organisation
- একটি শীতল মরুভূমির নাম বলো।
উঃ গোবি।
- একটি জৈব বর্জ্যের নাম বলো।
উঃ শাকসব্জির খোসা।
- ভারতের দীর্ঘতম সেচখালের নাম লেখো ?
উঃ ইন্দিরা গান্ধী খাল।
- কুমায়ুন হিমালয়ের একটি তালের নাম বলো।
উঃ নৈনিতাল।
- মৌসুমী বায়ুর লীলাক্ষেত্র বলা হয়ে থাকে কোন দেশকে?
উঃ ভারতবর্ষকে।
- নদী সংক্রান্ত আলোচনাকে কী বলা হয়ে থাকে ?
উঃ Potamology ।
- কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়ে থাকে ?
উঃ ওজোন স্তরকে।
- একটি বিষহীন বর্জ্যের নাম বলো।
উঃ খাবারের অবশিষ্টাংশ।
- উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়ে থাকে ?
উঃ জলপথ।
- কোন উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়?
উঃ ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদের।
- GIS এর পুরো নাম লেখো ?
উঃ Geographical Information System
- আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্রস্রোতের নাম বলো।
উঃ উপসাগরীয় স্রোত।
- কোন শিল্পকে শিল্পদানব বলা হয়ে থাকে ?
উঃ পেট্রোরসায়ন শিল্পকে।
- বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে ?
উঃ আয়নোস্ফিয়ার।
- প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম বলো।
উঃ ক্যানারি স্রোত।
- রাইন নদী উপত্যকার মধ্য দিয়ে যে শুষ্ক ও উষ্ণবায়ু প্রভাহিত হয় তার নাম লেখো ?
উঃ মিস্ট্রাল।
- দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান লেখো?
উঃ ২৪ ঘণ্টা ৫২ মিনিট।
- জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে কী বলা হয়ে থাকে ?
উঃ কম্পোস্টিং।
- অরুণাচলপ্রদেশ রাজ্যটি কবে গঠিত হয়েছিল?
উঃ ১৯৮৭ সালে।
- ভারতের দীর্ঘতম গিরিপথের নাম লেখো ?
উঃ খারদুংলা।
- ভারতের দীর্ঘতম নদীবাঁধ গড়ে উঠেছে কোন নদীর ওপর ?
উঃ মহানদী-তে।
- ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখতে পাওয়া যায় কোন ঋতুতে?
উঃ শীতকালে।
- ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক কোম্পানির নাম লেখো ?
উঃ JSW স্টীল কোম্পানি।
- মিলিয়ন সিটির নূন্যতম জনসংখ্যা প্রায় কত হতে হবে?
উঃ ১০ লক্ষ।
- ভারতে উপগ্রহ মানচিত্র কে প্রস্তুত করে?
উঃ ISRO ।
- ক্ষয় ও সঞ্চয় কার্যের দ্বারা গঠিত ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়ে থাকে ?
উঃ পর্যায়ন।
- দুটি সিফ্ বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চলের নাম লেখো ?
উঃ গাসি।
- পাশাপাশি অণুর মাধ্যমে উষ্ণতার অপসারণ প্রক্রিয়াকে কী বলা হয়ে থাকে ?
উঃ পরিবহন।
- সেলুলোজ বর্জ্য কোন শিল্প থেকে নির্গত হয়ে থাকে ?
উঃ ইক্ষু বা শর্করা।
- কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়ে থাকে ?
উঃ চিত্রকুট জলপ্রপাতকে।
- কাকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে ?
উঃ কানপুর।
- হিমবাহ পর্বতগাত্রের মধ্যে সৃষ্টি অতি গভীর ফাটলকে কী বলা হয়ে থাকে ?
উঃ বার্গশ্রুন্ড।
- ITCZ এর পুরো নাম লেখো ?
উঃ Inter Tropical Convergence Zone.
- সংযোগ অবস্থানে চাঁদ ও পৃথিবী কত ডিগ্রি কোণে অবস্থান করে ?
উঃ ১৮০ ডিগ্রি।
আরও পডুনঃ General knowledge English